টেকনো ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশ সহ সারাবিশ্বের দাপটের সাথে প্রযুক্তি
দুনিয়াতে জায়গা করে নিয়েছে। বর্তমান বাজারে তারা তাদের ভিন্ন ভিন্ন মডেলের ফোন
লঞ্চ করছে এবং এই মডেলগুলোর মধ্যে একটি মডেল হচ্ছে টেকনো স্পার্ক গো ৫জি।
বর্তমান বাংলাদেশ বাজারে এই ফোনটি প্রাইজ মাত্র ১৫,০০০ হাজার টাকা। এই ফোনের
ফিচার, স্পেসিফিকেশন, পারফরম্যান্স ও কোয়ালিটি অনুযায়ী এর দাম ঠিকঠাক বলে মনে
হয়েছে। চলুন এবার জেনে আসি এই ফোনের ফিচার সম্পর্কে।
টেকনো স্পার্ক গো ৫জি এর ফিচার সম্পর্কে জেনে নিন
আমরা তো উপরে টেকনো স্পার্ক গো ৫জি এর সর্বশেষ মূল্য সম্পর্কে জেনে
গেছি। চলুন এবার জেনে আসি বিস্তারিতভাবে এই ফোনের ফিচারসমূহ সম্পর্কে।
- ব্র্যান্ড: টেকনো
- মডেল: টেকনো স্পার্ক গো ৫জি
-
রিলিজ তারিখ: ১৪ই আগষ্ট ২০২৫ (ভারত), একই ফোনটি ফ্লিপকার্ট এবং
নির্দিষ্ট রিটেইল আউটলেটের মাধ্যমে ২১ আগস্ট বিক্রি শুরু হবে।
- বর্তমান বাজার মূল্য: ১৫,০০০ হাজার টাকা।
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫, HIOS ১৫
- চিপসেট (প্রসেসর): মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ (৬ এনএম)
- সিপিইউ: অক্টা-কোর ২.৫ GHz
- রং: আকাশী নীল, কালি কালো, ফিরোজা সবুজ
- বডি:
- মাত্রা: ১৬৭.৭ x ৭৭.৭ x ৮ মিমি (৬.৬০ x ৩.০৬ x ০.৩১ ইঞ্চি)
- ওজন: ১৯৪ গ্রাম (৬.৮৪ oz)
- বিল্ড: গ্লাস সামনে, প্লাস্টিকের পিছনে, প্লাস্টিকের ফ্রেম
- সিম: ন্যানো-সিম + ন্যানো-সিম
- ডিসপ্লে:
- ধরণ: আইপিএস এলসিডি, ১২০ হার্জ
-
ডিসপ্লে সাইজ: ৬.৭৪ ইঞ্চি, ১০৯.৭ সেমি ২ (~৮৪.২% স্ক্রিন-টু-বডি
অনুপাত)
-
রেজোলিউশন: ৭২০ x ১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত (~২৬০ পিপিআই ঘনত্ব)
- সেন্সর: ফিঙ্গারপ্রিন্ট (সাইড-মাউন্টেড); অনির্দিষ্ট সেন্সর
- মেমোরি/স্টোরেজ:
- কার্ড স্লট: মাইক্রোএসডিএক্সসি (ডেডিকেটেড স্লট)
- র্যাম: ৪ জিবি (ফিজিক্যাল)+৪ জিবি (ভার্চুয়াল)
- রমঃ ১২৮ জিবি
- নেটওয়ার্ক:
- টেকনোলজি: GSM/HSPA/LTE/5G
- ২জি ব্যান্ড: জিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০
- ৩জি ব্যান্ড: HSDPA ৯০০/২১০০
- ৪জি ব্যান্ড: এলটিই
- ৫জি ব্যান্ড: SA/NSA
- গতি: HSPA, LTE, 5G
- ক্যামেরা:
- পেছনের ক্যামেরা/আসল ক্যামেরা: একটি, ৫০ মেগাপিক্সেল
- ভিডিও: ১৪৪০p@৩০fps, ১০৮০p@৩০fps
- সেলফি ক্যামেরা: একটি, ৫ মেগাপিক্সেল
- ব্যাটারি:
- ব্যাটারি ধরণ: অ অপসারণযোগ্য Li-Po
- ক্যাপাসিটি/সাইজ: ৬০০০ mAh
- চার্জিং: ১৮W তারযুক্ত
- তৈরির দেশ: চায়না
কেমন হবে টেকনো স্পার্ক গো ৫জি এর ক্যামেরা কোয়ালিটি?
যদিও বা আমরা উপরে জেনে এসেছি টেকনো স্পার্ক গো ৫জি এর মেইন ক্যামেরা হিসেবে
আমরা পাচ্ছি ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা এআই ক্যামেরা এবং অপরদিকে
সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনের ক্যামেরা
কোয়ালিটি নিয়ে বলতে গেলে বলা যায় যে, এর দাম অনুসারে ক্যামেরা মোটামুটি ভালোই
আছে। দিনের বেলায় সামনের ক্যামেরা দিয়ে খুবই স্বচ্ছ ছবি তুলা যায় এবং রাতের
বেলাও ঠিক তেমনটি যদি নাইটমুড অন করে তুলা যায় তবে বেশ ভালোই ছবি আসে। যেহেতু
ফোনটির ক্যামেরাই এআই ব্যবহার করা আছে সেহেতু ছবির মান খুবই ভালো। অপরদিকে
সেলফি ক্যামেরা মোটামুটি চলে যেহেতু ৫ মেগাপিক্সেল। এর দাম অনুযায়ী সেলফি
ক্যামেরা ভালোই বললে চলে। আমরা মূলত এই বাজেটের বেশিরভাগ ফোনে অর্থাৎ ৯০%
ফোনে এই ৫ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে থাকি। তাই বলায় যায় যে, বাজেট অনুসারে
ক্যামেরা বেশ ভালো।
টেকনো স্পার্ক গো ৫জি এর ব্যাটারি ব্যাকআপ কেমন?
আমরা টেকনো স্পার্ক গো ৫জি ফোনটিতে পেয়ে যাচ্ছি ৬০০০mAh এর নন-রিমুভাল
বিশাল একটি ব্যাটারি। মূলত এই বাজেটে আমরা এত বড় ব্যাটারি কমই পেয়ে থাকি। তবে
টেকনো আমাদের মন নিরাশ করেছি বরং কম বাজেটে আমাদের বিশাল ব্যাটারি দিয়েছে।
ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই, আপনি যদি সাদামাটা কাজ করার জন্য ফোনটি ব্যবহার
করেন তবে ২-৩ দিন বিনা চার্জে ফোনটি চলবে এবং আপনি যদি ভারি কোন কাজ করেন
যেমন- গেমিং, ভিডিও শুটিং, ছবি তোলা, দীর্ঘ সময় ধরে ভিডিও দেখে এই ধরনের লং
টাইম কাজগুলো করলে ১২-১৪ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে চিন্তা নেই,
আমরা এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছি ১৮W এর সুপার ফাস্ট
টাইপ-সি চার্জার, যা দিয়ে ফোনটিকে চার্জ করতে সময় লাগবে আনুমানিক ১ ঘন্টার
মতো।
টেকনো স্পার্ক গো ৫জি এর প্রসেসর কতটা শক্তিশালী?
চলুন এবার জেনে আসি এই ফোনের প্রসেসর সম্পর্কে অর্থাৎ টেকনো স্পার্ক গো
৫জি ফোনটির প্রসেসরের ক্ষমতা সম্পর্কে জেনে নেই।
টেকনো স্পার্ক গো ৫জি ফোনটি ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6400
(6 nm) এর দারুন একটি প্রসেসর এবং সিপিইউ হিসেবে আমরা পেয়ে
যাচ্ছি Octa-core 2.5 GHz। টেকনো স্পার্ক গো ৫জি এর প্রসেসর দৈনন্দিন
ব্যবহার এবং সাধারণ কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। এই ফোনটির প্রসেসর দ্রুত
অ্যাপ চালানো, ইন্টারনেট ব্রাউজিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে মসৃণ কাজ
করে। গেম খেলতে বা মাল্টিটাস্কিং করতে চাইলে এটি একটি ভালো পারফরম্যান্স দিতে
সক্ষম। বিশেষ করে যারা স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাদের
জন্য টেকনো স্পার্ক গো ৫জি ফোনটি হতে পারে নির্ভরযোগ্য একটি অপশন। কেননা
ফোনটি কেবল সাশ্রয়ী মূল্যে নয়, ব্যবহারকারীদের জন্য কার্যকরী গতি ও
স্থিতিশীলতা প্রদান করবে।
টেকনো স্পার্ক গো ৫জি এর ডিসপ্লে কেমন হবে?
আমরা উপরে জেনে এসেছি, বাংলাদেশে টেকনো স্পার্ক গো ৫জি এর সর্বশেষ মূল্য
সম্পর্কে এবং আমরা আরো জেনেছি এই ফোনের ফিচার, ক্যামেরা+ব্যাটারি কোয়ালিটি ও
প্রসেসর সম্পর্কে। এখন আমরা আলোচনা করবো এই ফোনে ডিসপ্লে সম্পর্কে। চলুন জেনে
নেওয়া যাক টেকনো স্পার্ক গো ৫জি এর ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত।
টেকনোর এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি IPS LCD, 120Hz একটি দ্রুতগতি
সম্পূর্ণ ডিসপ্লে, যার সাইজ: 6.74 inches, 109.7 cm2 (~84.2%
screen-to-body ratio) এবং রেজুলেশন: 720 x 1600 pixels, 20:9 ratio
(~260 ppi density) যা ব্যবহারকারীদের জন্য বেশ চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা
এনে দেয়। এতে রয়েছে বড় আকারের স্ক্রিন যা ভিডিও দেখা, গেম খেলা ও ইন্টারনেট
ব্রাউজ করার সময় আরামদায়ক একটি ডিসপ্লে। ডিসপ্লের রং উজ্জ্বল ও স্পষ্ট
হওয়ায় ছবি এবং ভিডিও আরো প্রাণবন্ত দেখায়। এছাড়া টাচ রেসপন্সও দ্রুত, যা
স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সহজ করে তুলে। ফোনের দাম কম হওয়ার
সত্ত্বেও টেকনো স্পার্ক গো ৫জি এর ডিসপ্লে ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক
মানের হতে চলেছে।
টেকনো স্পার্ক গো ৫জি গেমিং পারফরম্যান্স কেমন?
এই ফোনের গেমিং পারফরম্যান্স নিয়ে বলতে গেলে ফোনটি গেম খেলার জন্য মোটামুটি
ভালো পারফরম্যান্স দিতে পারবে। এই ফোনে এমন প্রসেসর ব্যবহার করা হয়েছে যা
সাধারণ গেম যেমন: ক্যারম, লুডু, সাবওয়ে সার্ফার বা ক্যান্ডি ক্রাশ খুব সহজে
চালাতে পারবেন। তবে একটু বড় ও ভারী গেম যেমন: ফ্রি ফায়ার, পিইউবিজি,
ক্লাশঅপক্যালম এই টাইপের ভারি গেম খেলতে একটু অসুবিধা হতে পারে। কেননা এই
গেমগুলোর সাইজ এবং লোডিং স্পিড খুবই ভারী তাই ফোনকে হালকা স্লো করে দিতে পারে
বা মাঝে মাঝে ফোন ল্যাগো করতে পারে, তবে আপনি খেলতে পারবেন। কিন্তু খেলার সময়
ব্যাকগ্রাউন্ডে অন্য কোন এপ্স বা ব্রাউজার না রাখাই ভালো হবে কেননা ফোনের
উপরে যদি বেশি পরিমাণে প্রেশার পরে তবে ফোন গরম হয়ে যেতে পারে আর আপনি আগের
মতো ফোনে স্মুথনেছ আর নাও পেতে পারে। যারা দিনে দিনে একটু মজা করে গেম খেলতে
চান, তাদের জন্য ফোনটি ভালো হবে। তবে ওই আমি বললাম, খুব হাই গ্রাফিক্সের ভারী
গেম খেলতে চাইলে ফোনটি মাঝে মাঝে ল্যাগ করতে পারে। অর্থাৎ সহজভাবে বললে,
হালকা এবং মাঝারি মানের গেমের জন্য টেকনো স্পার্ক গো ৫জি একদম ঠিকঠাক।
টেকনো স্পার্ক গো ৫জি এর দামের তুলনায় অন্যান্য ব্র্যান্ডের ফোন কেমন
হবে?
আমরা তো জেনে গেছি বাংলাদেশে টেকনো স্পার্ক গো ৫জি এর সর্বশেষ মূল্য
সহ আরো অনেককিছু বিষয় সম্পর্কে। চলুন এবার জেনে আসি আমরা যে টাকা দিয়ে
টেকনো স্পার্ক গো ৫জি ফোনটি ক্রয় করবো সেই দামে অন্য ব্র্যান্ডের ফোন কেমন
হবে তা সম্পর্কে।
টেকনো স্পার্ক গো ৫জি বাজারে মূলত আনা হয়েছে যাদের স্বল্প বাজেট সেসব
ক্রেতাদের জন্য। এর দাম তুলনামূলকভাবে কম হলেও এতে 5G সাপোর্ট, বড় ব্যাটারি
এবং ভালো মানের ডিসপ্লে রয়েছে। একই দামের মধ্যে যদি আপনি স্যামসাং, শাওমি
বা রেডমি, ভিভো, অপো ফোন দেখতে চান, সেই ফোনগুলোতে হয়তো প্রসেসর একটু
শক্তিশালী পাবেন, কিন্তু 5G সাপোর্ট পাবেন না। একই সাথে ক্যামেরা ও বিশাল
ব্যাটারি তো পাওয়া খুবই মুশকিল ব্যাপার আবার রিয়েলমি বা ইনফিনিক্স ফোনেও
ভালো ক্যামেরা বা ডিজাইন পাওয়া যেতে পারে, তবে দাম সামান্য বেশি হতে পারে।
টেকনো স্পার্ক গো ৫জি এর সবচেয়ে বড় সুবিধা হলো 5G সাপোর্ট এবং বাজেট
ফ্রেন্ডলি দাম। যারা খুব বেশি হেভি গেমিং খেলেন না, বরং স্মার্টফোন দিয়ে
দৈনন্দিন কাজ, ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা মাঝেমধ্যে
ছবি তোলার মতো ছোটখাটো কাজগুলো করে থাকেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে
একটি পছন্দের ফোন। অন্য ব্র্যান্ড একই দামে কিছু ফিচার ভালো দিলেও সব
মিলিয়ে টেকনো স্পার্ক গো ৫জি একটি ব্যালান্সড অপশন। তাই বলা যায়, কম দামে
যারা নতুন প্রযুক্তি সহ অনেক বেশি ফিচার পেতে চান, তাদের জন্য টেকনো
স্পার্ক গো ৫জি অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা গুরুত্ব রাখে।
টেকনো স্পার্ক গো ৫জি কোথা থেকে কিনলে ভালো হবে?
টেকনো স্পার্ক গো ৫জি কেনার জন্য সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক জায়গা হলো
অনলাইন শপিং প্ল্যাটফর্ম। বিক্রয়ডটকম, রকমারি, দারাজ, আজকেরডিল বা পিকাবুর
মতো ই-কমার্স সাইটগুলোতে প্রায়ই স্পেশাল ডিসকাউন্ট, কুপন এবং ফ্ল্যাশ সেল
থাকে। ফলে আপনি দোকান থেকে কেনার চেয়ে কিছুটা কম দামে ফোনটি পেতে পারেন।
অনলাইনে কেনার আরেকটি সুবিধা হলো বাসায় বসেই সহজে অর্ডার করা যায় এবং আপনি
যে ঠিকানা প্রদান করবেন তারা আপনাকে সেখানে হোম ডেলিভারির মাধ্যমে ফোন হাতে
পৌছে দিবে। অনেক সময় অনলাইনে এক্সক্লুসিভ অফার থাকে যেগুলো দোকানে পাওয়া
যায় না।
তবে যদি আপনি হাতে ফোন নিয়ে পরীক্ষা করে নিজ চোখে দেখতে চান, তাহলে অবশ্যই
নিকটস্থ ব্র্যান্ড শোরুম বা মোবাইল মার্কেট থেকে কিনতে পারেন। শোরুম থেকে
কিনলে অরিজিনাল ফোনের নিশ্চয়তা মেলে এবং সাথে সাথে অফিসিয়াল ওয়ারেন্টিও
পাওয়া যায়। এছাড়া দোকানদাররা অনেক সময় ছোটখাটো গিফট বা এক্সেসরিজ দিয়ে
থাকে। তাই অনলাইনে কম দামে অফার পেতে পারেন, আবার শোরুম থেকে কিনলে
নিশ্চিন্তে আসল প্রোডাক্ট হাতে পাওয়ার সুবিধা পাবেন। আর আপনি যদি অফলাইন
থেকে ফোন ক্রয় করেন তবে ফোনে যদি কোন অসুবিধা ধরা পড়ে বা দেখা যায় তবে তা
সহজে শোরুম থেকে সারিয়ে নিতে পারবেন যা আপনি অনলাইন সহজে পারবেন না।
এখন আপনি যদি প্রশ্ন করেন কোনটি ভালো হবে? তবে আমার উত্তর হচ্ছে, আপনি যদি
ব্যস্ত মানুষ হয়ে থাকে, আপনার হাতে শোরুম বা মার্কেটে গিয়ে ফোন কেনার মতো সময়
না থাকে তবে আপনি অনলাইন মাধ্যমটিকে বেছে নিতে পারেন। আর যদি আপনি বলেন যে,
না আমি সরাসরি গিয়ে, নিজের চোখে দেখে, হাত দিয়ে নাড়াচারা করে, সঠিকভাবে
যাচাইবাছাই করে নিবো তবে অফলাইন মাধ্যমটি হতে পারে আপনার জন্য সেরা একটি
চয়েজ।
শেষ মন্তব্য
আমরা আজকের আর্টিকেলে শেষ অংশে চলে এসেছি। আর আমরা শেষ অংশে এসে বলতে পারি যে,
টেকনো স্পার্ক গো ৫জি ফোনটি হচ্ছে বর্তমান বাজারে একটি বাজেট ফ্রেন্ডলি ফোন,
যেখানে আপনি ৫জি সাপোর্ট সহ আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছে। তাই যাদের বাজেট
১৩,০০০ হাজার থেকে ১৫,০০০ হাজার এর ভেতরে তারা ফোনটি ক্রয় করে ফোনটির সকল ফিচার
উপভোগ করতে পারেন।