Samsung Galaxy A57 5G Price in Bangladesh

বাংলাদেশে Samsung Galaxy A26 ফোনের মূল্য ও স্পেসিফিকেশন

আমরা আজকে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করবো Samsung Galaxy A57 5G Price in Bangladesh নিয়ে। আমরা জানবো Samsung A57 5G Price, ফিচার ও স্পেসিফিকেশন সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

Samsung-Galaxy-A57-5G-Price-in-Bangladesh

আমাদের আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার বিশেষভাবে অনুরোধ রইল।

পোস্ট সূচিপত্র: Samsung Galaxy A57 5G Price in Bangladesh

Samsung Galaxy A57 5G Price in Bangladesh Official

চলুন প্রযুক্তি প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে জেনে আসি Samsung Galaxy A57 5G Price in Bangladesh নিয়ে অর্থাৎ আমরা জানবো স্যামসাং গ্যালাক্সি ফোনের অফিসিয়াল প্রাইজ কত সে সম্পর্কে।

আমরা বরাবর জেনে এসেছি, স্মার্টফোন জগতে স্যামসাং সবসময়ই প্রযুক্তি ও ডিজাইনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে Samsung Galaxy A57 5G ফোনটি, যা মিড রেঞ্জ বাজেটের ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অপশন হতে পারে। অনেকে ইতিমধ্যেই জানতে চেয়েছেন Samsung Galaxy A57 5G Price in Bangladesh এবং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আপনাদের জানিয়ে রাখি, যদিও এই মডেলটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, তবুও এর সম্ভাব্য দাম, ডিজাইন, পারফরম্যান্স ও ফিচার নিয়ে আমাদের মাঝে কৌতুহল বাড়ছে। তাই চলুন জেনে আসি এই ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে তা সম্পর্কে।

Samsung Galaxy A57 5G সম্ভাব্য দাম (ভ্যারিয়েন্ট অনুযায়ী)

নিচের টেবিলে বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী আনুমানিক বাংলাদেশি দাম দেখানো আছে। এগুলো আনুমানিক হিসাব, ভ্যাট ও আমদানী খরচ ধরা হয়েছে। অফিসিয়াল লঞ্চ হলে চূড়ান্ত দাম ভিন্ন হতে পারে।
ভ্যারিয়েন্ট আনুমানিক গ্লোবাল দাম (USD) আনুমানিক বাংলাদেশি দাম (ভ্যাট ও শুল্কসহ)
8GB + 128GB $400 ৳60,000 - ৳62,000
8GB + 256GB $450 ৳66,000 - ৳68,000
12GB + 256GB $500 ৳72,000 - ৳74,000
নোট: উপরে উল্লেখ করা দাম আনুমান। চূড়ান্ত দাম নির্ভর করবে আমদানির শুল্ক, ভ্যাট, ডলার রেট, শোরুম খরচ এবং প্রমোশনাল অফারের ওপর। অফিসিয়াল লঞ্চ হলে Samsung Bangladesh থেকে নিশ্চিত মূল্য প্রকাশ করা হবে।

Samsung Galaxy A57 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম Samsung Galaxy A57 5G Price in Bangladesh সম্পর্কে। এখন আমরা Galaxy A57 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো। তাই চলুন আর দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বেসিক তথ্য
ব্র্যান্ডস্যামসাং
মডেলGalaxy A57 5G
রিলিজের তারিখসম্ভবত ২০২৫ সালের অক্টোবর মাসে।
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেম ভার্সনv16
ইউজার ইন্টারফেসSamsung One UI 8
হার্ডওয়্যার
চিপসেট (প্রসেসর)Samsung Exynos 1680
CPUঅক্টা-কোর (4 x 2.75 GHz Cortex A78 + 4 x 2.0 GHz Cortex A55)
GPUAMD Xclipse 540
RAM8/12 GB
RAM টাইপLPDDR5
রম128/256 জিবি (ইউএফএস 4.0)
এক্সটর্নাল মেমোরি/বাহ্যিক মেমোরিকোনো স্থান নেই
ডিজাইন
উচ্চতা161.1 মিমি
প্রস্থ77.7 মিমি
ওজন213 গ্রাম
থিকন্সে (পুরুত্ব)8.2 মিমি
বডিগরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম
জলরোধীহালকা পাতলা
ডাস্টপ্রুফহ্যাঁ
আইপি রেটিংIP68
ডিসপ্লে
ডিসপ্লে ধরণসুপার AMOLED
ডিসপ্লে সাইজ6.7 ইঞ্চি (17.02 সেমি বা 170.2 মিমি)
রেজোলিউশন1080 x 2340 পিক্সেল (FHD+)
এক্সপেক্ট রেসিও19.5:9
পিক্সেল প্রতি ইঞ্চি390 PPI
ডিসপ্লে-টু-বডি অনুপাত87.7%
ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছেকর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস
বেজেল-লেস ডিসপ্লেহ্যাঁ, পাঞ্চ-হোল সহ
স্পর্শযোগ্য প্রদর্শনক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ
ব্রাইটন্সে1900 নিট
HDR ডিসপ্লে ধরণHDR10+
সর্বোচ্চ রিফ্রেশ রেট120 Hz
নচপাঞ্চ-হোল
ডিসপ্লে কালার সাপোর্ট করবে১৬ মিলিয়ন
ক্যামেরা
মেইন/প্রাইমারি ক্যামেরাট্রিপল (৩টি)
ক্যামেরা কোয়ালিটি/রেজোলিউশন64 মেগাপিক্সেল, f/1.8, আল্ট্রা ওয়াইড 12 ডিসপ্লে, f/2.2, ম্যাক্রো 5 মেগাপিক্সেল, f/2.4
অটোফোকাসহ্যাঁ
ওআইএসহ্যাঁ
ফ্ল্যাশLED ফ্ল্যাশ
ছবির রেজোলিউশন8150 x 6150 পিক্সেল
জুম10x পর্যন্ত
ক্যাপচার মোডননস্টপ শুটিং, এইচডিআর, ম্যাক্রো ফটোগ্রাফি
ফাংশনঅটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে ট্যাপ, স্লো মোশন, এইচডিআর ভিডিও, প্রো
ভিডিও রেকর্ডিং4K (3840 × 2160) @30fps
স্লো মোশন240 fps @ HD
সেলফি ক্যামেরা
ক্যামেরা রেজোলিউশন32 মেগাপিক্সেল, ওয়াইড, f/2.2
ভিডিও4K (3840 × 2160) @30fps
ব্যাটারি
ধরণলি-আয়ন
ক্ষমতা/ক্যাপাসিটি5000 mAh
দ্রুত চার্জিং45 ওয়াট
প্লেসমেন্টনন-রিমুভাল
চার্জারইউএসবি টাইপ-সি
নেটওয়ার্ক
সাপোর্ট2G, 3G, 4G, 5G
সিস্টেমGSM, WCDMA, LTE FDD/TDD, Sub6
সিম স্লটডুয়াল সিম / হাইব্রিড / ডুয়াল ই-সিম
সিমের আকারন্যানো-সিম, এমবেডেড-সিম
জিপিএসজিপিএস, গ্লোনাস, বেইডু, গ্যালিলিও, কিউজেডএসএস
ওয়াই-ফাই৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এক্স, এইচই৮০, মিমো, ১০২৪-কিউএএম
ওয়াই-ফাই ডাইরেক্টআছে
ব্লুটুথv5.3
সিকিউরিটি ও সেন্সর
সেন্সরঅ্যাক্সিলোমিটার, জাইরো, জিওম্যাগনেটিক, হল, লাইট, ভার্চুয়াল প্রক্সিমিটি
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরহ্যাঁ, অন-স্ক্রিন, অপটিক্যাল
ফেস আনলকহ্যাঁ
নিরাপত্তা ও আপডেট
নিরাপত্তাস্যামসাং নক্স ভল্ট
ওএস আপডেট সময়৬ বছর
নিরাপত্তা আপডেট সময়৬ বছর
তৈরি দেশদক্ষিণ কোরিয়া

স্যামসাং গ্যালাক্সি 5G ফোনের প্রসেসর কতটা উন্নত ও শক্তিশালী?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে আসলাম স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে এবং আমরা এর আগে জেনিছি স্যামসাং গ্যালাক্সি  A57 5G ফোনের প্রাইজ সম্পর্কে। আমরা এখন আলোচনা করবো এবং জানবো এই ফোনের প্রসেসর নিয়ে।

স্যামসাং-গ্যালাক্সি-5G-ফোনের-প্রসেসর-কতটা-উন্নত-ও-শক্তিশালী

স্যামসাং গ্যালাক্সি  A57 5G ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380 nm। এই প্রসেসরটি মূলত স্যামসাং এর নিজেস্ব। তারা তাদের অধিকাংশ ফোনগুলোতে Exynos প্রসেসরটি দিয়ে থাকে। এবারও তারা এর কোনো পরিবর্তন রাখেনি, তারা তাদের Galaxy A57 5G ফোনের Exynos 1380 nm প্রসেসরটি দিয়েছে। এই প্রসেসর বা চিপসেটের পারফরম্যান্সে যথেষ্ট শক্তিশালী। আর আমরা সকলে জানি যে, স্যামসাং এর প্রতিটি ফোনের প্রসেসর খুবই উন্নতমানে ও তারা এটি ব্যবহারকারীদের কথা মাথা রেখে তৈরি করে। এই প্রসেসর সাধারণ ব্যবহার থেকে শুরু করে হালকা গেমিং পর্যন্ত আপনি দারুনভাবে চালাতে পারবেন।


স্যামসাং যদিও বা তাদের Samsung A57 5G ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেনি তাই এখনো বলা যাচ্ছেনা এই প্রসেসর আপনি ভারী কাজ বা ভারী গেমিং করতে পারবেন কিনা। তবে আমরা যতটুকু রিসার্চ করে পেয়েছি স্যামসাং বরাবরই তাদের ফোনগুলো ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করে এবং এই ফোনটি দাম সম্পর্কে আমরা যতটুকু জেনেছি আমরা এতে আশা করছি যে এর প্রসেসরের মান অত্যান্ত ভালো হবে এবং আপনি হালকা থেকে ভারী যেকোনো কাজ সহজে করতে পারবেন। আর আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা বা অফিসের সাধারণ কাজগুলো আপনি চোখ বন্ধ করে করতে পারবেন।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে স্যামসাং গ্যালাক্সি 5G ফোনটি কেমন?

Galaxy A57 5G ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলা যায় তবে এই ফোনের ডিজাইন আপনাদের কাছে খুব একটা নতুন বলে নাও মনে হতে পারে। কারণ ফোনের ক্যামেরা পজিশন সেই আগের মতো থাকছে মানে স্যামসাং যে স্থানে ক্যামেরা বসায় সে স্থানে থাকছে। Samsung Galaxy A56 ফোনে যে ক্যামেরা পজিশন আমরা পেয়েছিলাম ঠিক সে পজিশনে পাওয়া যাবে। ফোনটির থিকন্সে হবে ৭.৩মিমি এবং এর বডি কিছুটা রাউন্ড সেপে পাওয়া যাবে যেটি আমরা Samsung Galaxy A56 পেয়েছিলাম তবে এর থেকে একটু বেশি হবে রাউন্ড সেপটি। ফোনটির কালার হিসেবে আমরা পাবো Onyx Black, Artic Silver, Coral Pink। 

ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তবে আমরা পাবো, Glass front (Gorilla Glass Victus+), glass back (Gorilla Glass Victus+), aluminum frame। ফোনটি IP67 dust/water resistant পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যায়, এটি দেখতে প্রিমিয়াম এবং হাতে নেওয়ার সময় আরামদায়ক একটি ফোন হবে বলে ধারণা করা যায়।

স্যামসাং গ্যালাক্সি এর ডিসপ্লে কোয়ালিটি কেমন?

চলুন এবার জেনে নেওয়া যাক Samsung Galaxy A57 5G ফোনটির ডিসপ্লে সম্পর্কে।

আমরা Galaxy A57 ফোনের ডিসপ্লের ধরণ হিসেবে পাবো Super AMOLED যা স্যামসাং বরাবরই তাদের ফোনগুলোতে ব্যবহার করে আসছে। ডিসপ্লে বা স্ক্রিনের সাইজ হিসেবে থাকছে ৬.৭ ইঞ্চি যার রেজোলেশন 1080 x 2340 pixels। ডিসপ্লেটি ফুল HD+। ব্রাইটন্সে হিসেবে থাকছে 1900 nits এবং Refresh Rate 120Hz। ফোনের ডিসপ্লেতে ফুল HD+ সাপোর্ট থাকায় প্রতিটি ভিডিও ও ছবি আপনি নিখুঁতভাবে দেখতে পারবেন এবং একই সাথে গেমিং করেও বেশ মজা পাবেন।

আরো সহজভাবে যদি বলি তবে, ফোনটির মাঝে উচ্চ রেজোলিউশনের কারণে ইউটিউব, নেটফ্লিক্স বা গেমের ভিজ্যুয়াল কোয়ালিটি হবে আরো স্পষ্ট হবে। সূর্যের আলোতেও স্ক্রিনের ব্রাইটন্সে পর্যাপ্ত থাকবে বলে আশা করা যায়। আর রিফ্রেশিং রেট ১২০ হার্জ থাকায় প্রতিটি কাজ হবে নিখুঁত ও দ্রুত।

গেমিংয়ের জন্য Samsung Galaxy A57 ফোনটি কেমন হবে?

প্রিয় গেমার বন্ধুগণ তোমাদের জন্য এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা এখন আলোচনা করবো Samsung Galaxy A57 ফোনটি গেমিংয়ের জন্য কেমন হবে সে সম্পর্কে। আর আমরা তো উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি Samsung Galaxy A57 5G Price in Bangladesh সম্পর্কে।

গেমিংপ্রেমীদের জন্য A57 5G একটি ব্যালান্স ফোন হতে পারে। এতে আপনি PUBG, Free Fire, Call of Duty, Asphalt 9 ইত্যাদি জনপ্রিয় গেম খেলতে পারবেন। আপনি এই গেমগুলো মাঝারি থেকে উচ্চ গ্রাফিক্সে নির্বিঘ্নে খেলতে পারবেন। ফোনটি শক্তিশালী 5G নেটওয়ার্ক থাকায় এবং পর্যাপ্ত RAM থাকায় গেমিং চলবে ঠিকভাবে। অতিরিক্ত গেম খেললে ফোন গরম হতে পারে, তবে Samsung তাদের নতুন মডেলগুলোতে হিট ম্যানেজমেন্ট অনেক উন্নত করেছে। তাই গেমিং এক্সপেরিয়েন্স হবে মোটামুটি ভালো।

ক্যামেরা কোয়ালিটি Samsung Galaxy A57 ফোনটি কেমন?

আমরা বরাবরই জেনে এসেছি এবং দেখি এসেছি স্যামসাং এর ক্যামেরা খুবই উন্নতমানে এবং এর কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করার থাকেনা। ক্যামেরায় স্যামসাং সেরা বলা চলে। তবে প্রশ্ন আসে স্যামসাং এর A57 মডেলের ফোনটির ক্যামেরা কেমন হবে? চলুন সঠিক উত্তর জেনে নেওয়া যাক।

ক্যামেরা-কোয়ালিটি-Samsung-Galaxy-A57-ফোনটি-কেমন

আমরা Samsung A57 ফোনের মেইন বা প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবো তিনটি শুটার যার রেজোলিউশন 64 মেগাপিক্সেল, f/1.8, আল্ট্রা ওয়াইড 12 ডিসপ্লে, f/2.2, ম্যাক্রো 5 মেগাপিক্সেল, f/2.4। এছাড়ার ক্যামেরা থাকছে অটোফোকাস, ওআইএস, LED ফ্ল্যাশ এবং 10x পর্যন্ত জুমিং অপশন। ক্যামেরায় ছবির রেজোলিউশন থাকছে 8150 x 6150 পিক্সেল, ক্যাপচার মোড হিসেবে থাকছে ননস্টপ শুটিং, এইচডিআর, ম্যাক্রো ফটোগ্রাফি, ক্যামেরা ফাংশন: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে ট্যাপ, স্লো মোশন, এইচডিআর ভিডিও, প্রো। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে 4K (3840 × 2160) @30fps এবং স্লো মোশন: 240 fps @ HD। মেইন ক্যামেরার ৬৪ মেগাপিক্সেল দিয়ে আপনি ছবি তুললে ছবির মান পাবেন স্পষ্ট, রঙ হবে প্রাকৃতিক এবং ছবিতে মূল দৃশ্য বিস্তারিতভাবে দেখা যাবে


সেলফি ক্যামেরা হতে পারে ১৬ বা ৩২ মেগাপিক্সেল, তবে ৩২ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা বেশি। এই ৩২ মেগাপিক্সেল দিয়ে ছবি তুলা, ভিডিও কল বা ভ্লগিংয়ের জন্য দারুণ হবে। ভিডিও রেকর্ডিংয়ে স্ট্যাবিলাইজেশন এবং নাইট মোডের সুবিধা পাওয়া যাবে যা কম আলোতেও ভালো ছবি পাওয়া যাবে।

Samsung Galaxy A57 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং ব্যাকআপ কেমন?

চলুন এবার স্যামসাং গ্যালাক্সি A57 ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং ব্যাকআপ সম্পর্কে জেনে নেই। Galaxy A57 ফোনটিতে ব্যাটারি হিসেবে পাওয়া যাবে 5000mAh এর বিশাল ক্যাপাসিটির ব্যাটারি। আপনি এই ব্যাটারি দিয়ে আপনার দৈনন্দিন জীবনের কাজ সহজে করতে পারবেন এবং আপনাকে ব্যাকআপ হিসেবেও বেশ ভালো দিবে। আপনি যদি সাদামাটা কাজের জন্য ফোনটিকে চালান তবে দুই দিনের কাছাকাছি আপনি ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন। আর যদি আপনি হেভি ইউজার হন এবং গেমিং করতে বেশি পছন্দ করেন তবে আপনি ১৫-১৬ ঘন্টা ব্যাকআপ হিসেবে পেয়ে যাবে।

এই বিশাল 5000mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য পাওয়া যাবে ৪৫ ওয়াটের একটি সুপার ফাস্ট টাইপ সি চার্জার। এই ৪৫ ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে ১% থেকে ১০০% চার্জ করতে সময় লাগবে আনুমানিক ৪৫-৫০ মিনিটের মতো।

স্টোরেজ ভ্যারিয়েন্টে Samsung Galaxy A57 5G কয়টি অপশন থাকছে?

আমরা যখন একটি ফোন কেনার কথা চিন্তা করি তখন আমরা স্টোরেজের প্রতি নজর দেই বেশি। আবার এমন অনেক মানুষ আছে যারা এই বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করেনা বা এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণাও রাখেনা। একটি ফোনে স্টোরেজ অর্থাৎ RAM ও ROM যত বেশি থাকবে ফোন তত বেশি ফাস্ট কাজ করবে এবং আপনি কাজ করেও বেশ মজা পাবেন।

আমরা আজকে আলোচনা করছি Samsung Galaxy A57 5G Price in Bangladesh নিয়ে এবং আমরা এই বিষয়টি নিয়ে জেনেছি সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনেছি। আমরা Galaxy A57 5G ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়েও উপরে জেনেছি। তবে আরেকটু পরিষ্কার করে বলা জরুরি কেননা এই স্টোরেজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনের স্টোরেজ অফিসিয়ালি পেতে পারি RAM 8 | 12 GB এবং ROM 256 | 512 GB। আর বলে রাখি, এই ফোনের যদি আন অফিসিয়াল ভ্যারিয়েন্ট বাহির হয় তবে উপরের স্টোরেজ সহ 6 GB RAM এবং 128 GB ROM পেতে পারি। আর হ্যাঁ স্টোরেজ ভেদে ফোনের দাম কম বেশ হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি 5G ফোনে কয় বছর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে?

সফটওয়্যার আপডেট প্রতিটি ফোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর Samsung এখন সফটওয়্যার আপডেটে বেশ উন্নত হয়েছে। A সিরিজের ফোনগুলো সাধারণত ৩-৪ বছর Android আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। তাই Samsung Galaxy A57 5G ফোনটিতে তারা ৬ বছরের সফটওয়্যার ও ৬ বছরের সিকিউরিটি আপডেট দিয়ে যা খুবই লম্বা সময়ের জন্য। এই আপডেটগুলোতে আপনি নতুন ভার্সন ও নিরাপত্তা আপডেট উপভোগ করতে পারবেন। এটা Samsung ফোনের একটি বড় সুবিধা বলা যায়। এই আপডেটগুলোর ফলে আপনার ফোন হবে আরো সিকিউর ও উন্নত।

শেষ মন্তব্য

আমরা আজকে Samsung Galaxy A57 5G Price in Bangladesh এর শেষ অংশে চলে এসেছি। আর আমরা এই শেষ পর্যায়ে এসে বলতে পারি যে, Samsung Galaxy A57 5G হতে যাচ্ছে একটি চমৎকার মিড-রেঞ্জ স্মার্টফোন, যেখানে পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ও ডিজাইন সবদিক থেকে উন্নতমানে। এটি এমন একটি ফোন যা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে টেকপ্রেমী সবার চাহিদা মেটাতে পারবে।
Previous Post
No Comment
Add Comment
comment url