Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত?

Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত জানতে চান? আমাদের এই আর্টিকেলে পাবেন সর্বশেষ দাম, ফুল স্পেসিফিকেশন ও Oppo A6 Pro ফোনটির সব আপডেটেড তথ্য।

Oppo-A6-Pro-এর-বাংলাদেশে-অফিসিয়াল-প্রাইজ-কত

আমরা আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করবো Oppo A6 Pro Price in Bangladesh, স্পেসিফিকেশন ও ফিচার, প্রসেসর পারফরম্যান্স, ডিজাইন ও ক্যামেরা কোয়ালিটি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

পোস্ট সূচিপত্র: Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত?

Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত?

বর্তমান বাংলাদেশ বাজারে Oppo A6 Pro ফোনটির অফিসিয়াল প্রাইজ রাখা হয়েছে ৩৪,৯৯০ টাকা। স্টোরেজ হিসেবে থাকছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম। এই ফোনটির এখনো কোনো আন অফিসিয়াল ভ্যারিয়েন্ট বাহির হয়নি এবং একই সাথে অফিসিয়াল ভ্যারিয়েন্টও একটি ৮ | ২৫৬ জিবি।

Oppo A6 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচারসমূহ

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম Oppo A6 Pro Price in Bangladesh সম্পর্কে। চলুন এবার Oppo A6 Pro ফোনটির স্পেসিফিকেশন ও ফিচারগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বেসিক তথ্য
ব্র্যান্ডOppo
মডেলA6 প্রো
রিলিজের তারিখ30 সেপ্টেম্বর 2025
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেম ভার্সনv15
ইউজার ইন্টারফেসColorOS 15
চিপসেট ও প্রসেসর
চিপসেট (প্রসেসর)Mediatek Helio G100
CPUঅক্টা-কোর (2x2.2 GHz Cortex-A76 এবং 6x2.0 GHz Cortex-A55)
GPUMali-G57 MC2
স্টোরেজ
র‍্যাম8 জিবি
RAM টাইপLPDDR4X
রম256 জিবি
স্টোরেজের ধরনUFS 2.2
ডিজাইন ও বিল্ড
উচ্চতা158.20 মিমি
প্রস্থ75.02 মিমি
থিকন্সে (পুরুত্ব)8.0 মিমি
ওজন188 গ্রাম
রংলুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু, কোরাল পিঙ্ক, রোজউড লাল
ওয়াটারপ্রুভহ্যাঁ
ওয়াটারপ্রুভ হালকা-পাতলা ও ধুলোবালি প্রতিরোধীআইপি রেটিং: IP68/IP69
ডিসপ্লে
ডিসপ্লে টাইপAMOLED
স্ক্রিনের আকার6.57 ইঞ্চি (16.69 সেমি)
রেজোলিউশন1080x2372 পিক্সেল (FHD+)
পিক্সেল ঘনত্ব397 পিপিআই
স্ক্রিন টু বডি অনুপাত88.5%
স্ক্রিন সুরক্ষাAGC DT-স্টার D+
বেজেল-লেস ডিসপ্লেহ্যাঁ
পাঞ্চ-হোল ডিসপ্লে সহহ্যাঁ
টাচ স্ক্রিনক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ
ব্রাইটন্সে1400 নিট
রিফ্রেশ রেট120 Hz
নচপাঞ্চ-হোল
ক্যামেরা
মেইন/প্রাইমারি ক্যামেরাডুয়াল (02টি)
রেজোলিউশন50 মেগাপিক্সেল, f/1.8 (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা), 2 মেগাপিক্সেল, f/2.4 (ডেপথ)
অটোফোকাসহ্যাঁ
ফ্ল্যাশLED ফ্ল্যাশ
ছবির রেজোলিউশন8150 x 6150 পিক্সেল
সেটিংসএক্সপোজার ক্ষতিপূরণ, ISO নিয়ন্ত্রণ
শুটিং মোডক্রমাগত শুটিং, HDR
অ্যাপারচারf/1.8
ক্যামেরার বৈশিষ্ট্যঅটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, SLO-MO, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপস, স্টিকার, HI-RES, গুগল লেন্স, আন্ডারওয়াটার, PRO
ভিডিও রেকর্ডিং1920x1080, 1280x720
ভিডিও FPS60 fps, 120 fps
সেলফি ক্যামেরা
ক্যামেরা সেটআপসিঙ্গেল (01টি)
রেজোলিউশন16 মেগাপিক্সেল, f/2.4 (ওয়াইড অ্যাঙ্গেল)
ভিডিও রেকর্ডিং1920x1080
ভিডিও FPS30 fps
অ্যাপারচারf/2.4
ব্যাটারি
ব্যাটারির ধরণLi-আয়ন (লিথিয়াম আয়ন)
ক্যাপাসিটি7000 mAh
চার্জার80W তারযুক্ত, 33W PPS, 13.5W PD
প্লেসমেন্টনন-রিমুভাল
চার্জার টাইপUSB টাইপ-সি 2.0
নেটওয়ার্ক ও কানেকশন
নেটওয়ার্ক2G, 3G, 4G
সিম স্লটডুয়াল সিম, GSM+GSM
সিম আকারSIM1: ন্যানো, SIM2: ন্যানো
EDGEআছে
GPRSআছে
VoLTEআছে
স্পিডHSPA, LTE
WLANWi-Fi 5 (802.11 a/b/g/n/ac) 5GHz
ব্লুটুথv5.4
GPSহ্যাঁ (A-GPS, Glonass)
ওয়াই-ফাই হটস্পটআছে
সেন্সর এবং নিরাপত্তা
লাইট সেন্সরলাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরআছে
ফিঙ্গার সেন্সর অবস্থানঅন-স্ক্রিন
ফিঙ্গার সেন্সরের ধরণঅপটিক্যাল
ফেস আনলকআছে
অতিরিক্ত তথ্য
তৈরির দেশচীন

Oppo A6 Pro ফোনের ডিজাইন কোয়ালিটি কেমন?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত? এবং এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। আমরা এখন আলোচনা করবো এই ফোনের ডিজাইন কোয়ালিটি কেমন সে সম্পর্কে।

Oppo-A6-Pro-ফোনের-ডিজাইন-কোয়ালিটি

Oppo A6 Pro ফোনটির উচ্চতায় থাকছে 158.20 মিমি, প্রস্থে 75.02 মিমি, থিকন্সে বা চিকন 8.0 মিমি এবং ওজন মাত্র ওজন 188 গ্রাম। ফোনটির ওজন কম হওয়ায় এটি নিয়ে বেশ প্রিমিয়াম ফিল দেয় এবং আপনি এটিকে সহজে হাতে নিয়ে চলাফেরা করতে পারবেন। ফোনটি ওয়াটারপ্রুভ তবে বেশি না হালকা-পাতলা ও ধুলোবালি প্রতিরোধী, তবে আপনি ফোনটিকে পানি ভেতরে রেখে ছবি তুলতে পারবেন এর জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং যার ফলে ফোনের মাঝে হালকা-পাতলা পানির ছিটিফোটা পড়লে তেমন কোনো কিছু হবেনা এবং আপনি সহজে কাজ করতে পারেন।


ফোনটির কালার হিসেবে পাওয়া যাবে স্টেলার ব্লু, রোজউড লাল এই দুটি। এই দুটি কালারের মধ্য হতে স্টেলার ব্লু কালারটি দেখতে বেশ দারুন লাগে। যখন সূর্যের আলো এর ব্যাক সাইডে পড়ে তখন দারুন একটি গ্লেসি ভাব দেয় এবং ব্লু কালারটি বেশ দারুনভাবে ফুটে উঠে।

Oppo A6 Pro ফোনের প্রসেসর ও পারফরম্যান্স কতটা উন্নত ও শক্তিশালী?

আমরা জেনে এসেছি Oppo A6 Pro Price in Bangladesh সম্পর্কে, একই সাথে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনেছি। এখন চলুন জেনে আসি এই ফোনটির প্রসেসর ও পারফরম্যান্স কতটা ভালো সে সম্পর্কে।

Oppo A6 Pro ফোনটির মাঝে প্রসেসর বা চিপসেট হিসেবে রয়েছে Mediatek Helio G100, CPU অক্টা-কোর (2x2.2 GHz Cortex-A76 এবং 6x2.0 GHz Cortex-A55), GPU Mali-G57 MC2 এবং ফোনটির মাঝে অপারেটিং সিস্টেম ভার্সন রান করবে v15 এবং এর বিশেষ ফিচার হচ্ছে ইউজার ইন্টারফেস ColorOS 15 যা আমরা এখন অনেক ফোনের মাঝে দেখতে পায়।

এখন প্রশ্ন হচ্ছে এই Mediatek Helio G100 প্রসেসরটি কতটা ভালো। এই প্রসেসরটিকে ধরা শক্তিশালী মিড-রেঞ্জ প্রসেসর, যা দিয়ে দৈনন্দিন ব্যবহার ও মাল্টিটাস্কিং আপনি সহজে করতে পারবেন। আপনি এই প্রসেসরে ফোনটি চালিয়ে খুবই মজা পাবেন এবং এতে ফোন খুবই স্মুথলি কাজ করে। এই প্রসেসর আপনি গেমিং ও বেশ ভালো খেলতে পারবেন। একইসাথে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং বা ওয়েব ব্রাউজিং সব কিছুই স্মুথ পারফরম্যান্সে চালাতে পারবেন। ফোনটির বিশেষ দিক হচ্ছে এটি দীর্ঘসময় চালানোর পরও তেমন গরম বা হিট হয়না এবং ল্যাগিং নেই বললে চলে। ফোনের প্রতিটি অ্যাপ্স খুবই সুন্দর অ্যানিমেশন দেয় এবং দেখতেও বেশ দারুন লাগে। আপনি এই প্রসেসরে ফোনটি চালিয়ে বেশ দারুন মজা পাবেন এবং আপনার চালানোকে বেশ প্রিমিয়াম একটি ফিল দিবে।

ক্যামেরার দিক থেকে Oppo A6 Pro ফোনটিকে কেমন বিবেচনা করা যায়?

Oppo A6 Pro ফোনটির মেইন বা প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল, f/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল, f/২.৪, ডেপথ ক্যামেরা, যার মধ্যে রয়েছে অটোফোকাস, LED ফ্ল্যাশ এবং মেইন ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির রেজোলিউশন পাওয়া যাবে ৮১৫০ x ৬১৫০ পিক্সেল। মেইন ক্যামেরার অ্যাপারচার পাওয়া যাবে f/১.৮ এবং ক্যামেরার আসল বৈশিষ্ট্য হচ্ছে, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, SLO-MO, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপস, স্টিকার, HI-RES, গুগল লেন্স, আন্ডারওয়াটার, PRO। ভিডিও রেকর্ডিং করা যাবে ১৯২০x১০৮০, ১২৮০x৭২০, ভিডিও FPS পাওয়া যাবে ৬০ fps, ১২০ fps।

মেইন ক্যামেরার দুটি ক্যামেরার মধ্যে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটা কাজের এবং অপর আরেকটি ক্যামেরা ২ মেগাপিক্সেলের ক্যামেরাটি শো। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরায় আপনি বেশ মানে ছবি পাবেন। এই ক্যামেরায় ছবি সবচেয়ে বেশি ভালো আসে প্রোটেইট মুডে এবং ব্লার অপশনটি বেশ ভালো মতো কাজ করে ও ছবির মানও বেশ উন্নত দেয়। ছবি তোলার সময় ক্যামেরা মূলত ছবিকে তার আসল অবস্থায় রাখে মানে ছবিকে কোনরুপ পরিবর্তন না করে সাবজেক্টকে তার আসল অবস্থায় রাখার চেষ্টা করে। আপনি ডে লাইটে ছবি বেশ ভালো তুলতে পারবেন কিন্তু লো লাইটে ছবি কিছুটা কালো আসতে পারে।

অপরদিকে সেলফি ক্যামেরায় পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল, f/২.৪, ওয়াইড অ্যাঙ্গেল, ভিডিও রেকর্ডিং করা যাবে ১৯২০x১০৮০ এবং ভিডিও FPS ৩০ fps ও অ্যাপারচার হিসেবে পাওয়া যাবে f/২.৪। সেলফি ক্যামেরায় ছবি মোটামুটি ভালোই তোলা যায়। তবে ছবি তুলার সময় সাবজেক্টকে একটু বিউটি করে দেয় অর্থাৎ স্মুথ করে দেয়।

গেমিংয়ের জন্য Oppo A6 Pro কেমন হবে?

Oppo A6 Pro Price in Bangladesh নিয়ে আমরা উপরে জেনে এসেছি এবং একই সাথে আমরা আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনেছি। আমরা এখন আলোচনা করবো এই ফোনটি কি গেমিং ফোন কি-না সে সম্পর্কে।

গেমিংয়ের-জন্য-Oppo-A6-Pro-কেমন-হবে

গেমিং প্রিয় বন্ধুরা, তোমরা যদি গেমিংয়ের জন্য Oppo A6 Pro ফোনটি কেনার কথা চিন্তা করে থাকো তবে তোমাদের চয়েজ লিস্টে এটিকে রাখতে পারো। তবে আপনি এই ফোনটি দিয়ে ভারী কোনো গেম দীর্ঘসময় ধরে খেলতে পারবে না। তুমি যদি গেমিংয়ের জন্য শুধু ফোনটিকে কেনার কথা চিন্তা করে থাকো তবে ফোনটি গেমিংয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। তবে তুমি হালকা পাতলা গেমিং করতে পারবে, আর আমরা বলছিনা যে তুমি এটি দিয়ে ভারী গেম খেলতে পারবেনা, খেলতে পারবে তবে ফোন কিছুটা গরম হতে পারে এবং হালকা পাতলা ল্যাগও দেখা দিতে পারে।


তুমি যদি দিনের দুই-তৃতীয়াংশ সময় ভারী রকমের গেমিং যেমন: পাবজি, ফ্রি ফায়ার, কল অপ ডিউটি বা এই ধরেন ভারী গ্রাফিক্স গেম খেলতে চাও তবে তোমার জন্য এই ফোনটি সেরা নাও হতে পারে বলে আমরা মনে করি। তবে তুমি যদি এই গেমগুলো হালকা পাতলা খেলতে চাও তবে তুমি খেলতে পারো এবং এতে ফোনের পারফরম্যান্সে কোনো ঘাটতি হবেনা। গেমিংয়ের জন্য Oppo A6 Pro ফোনটি মিড রেঞ্জে ধরা যায় এবং বলা যায় মাঝারি মাপের যারা গেমার তাদের জন্য Oppo A6 Pro ফোনটি একটি ভালো চয়েজ হতে পারে। 

গেমিং ফোন যদি আপনি খুঁজে তবে আমাদের এই আর্টিকেলটি পড়ুন এখানে আমরা এই বাজেটের চেয়ে একটু বেশি দামে একটি গেমিং ফোন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পড়তে ক্লিক করুন...

ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সুবিধা কেমন থাকছে Oppo A6 Pro ফোনে?

Oppo তাদের A6 Pro ফোনটি এবার নজর দিয়েছে ব্যাটারির দিকে। ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর বিশাল 7000mAh ব্যাটারি। যারা ব্যাটারি ব্যাকআপ ভালো চান আর চার্জিং নিয়ে খুবই অসুবিধায় ভুগেন তাদের জন্য এই ফোনটি হবে চোখ বন্ধ করে একটি সেরা চয়েজ। আপনি এই ফোনটিকে একবার চার্জ করে দুই থেকে দেড় দিনের মতো চালাতে পারবেন। আর যদি আপনি দীর্ঘ সময় ধরে চালান তবে একদিনের মতো ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন। আর ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি পাচ্ছেন ৮০ ওয়াটের একটি টাইপ-সি চার্জার যা দিয়ে ফোনটিকে চার্জ করতে সময় লাগবে আনুমানিক ১ ঘন্টার কাছাকাছি। ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং মিলিয়ে এটি লং-টাইম ইউজারদের জন্য বেশ কার্যকরী ফোন হবে।

এই ফোনের ব্যাটারির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রিভার্স চার্জার অর্থাৎ আপনি এটিকে পাওয়ার ব্যাংক হিসেবে চালাতে পারবেন। 7000mAh এর ব্যাটারি থাকায় আপনি চাইলে যেকোনো ডিভাইস বা ছোট ইলেকট্রনিক জিনিসকে চার্জ করতে পারবেন।

Oppo A6 Pro ফোনটি কয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে?

আমরা বিস্তারিতভাবে জেনে এসেছি Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত? একই সাথে আমরা কিন্তু এই ফোনের স্টোরেজ সম্পর্কেও জেনেছি। তাও চলুন জেনে আসি Oppo A6 Pro ফোনটি কয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তা সম্পর্কে।

Oppo মূলত তাদের A6 Pro ফোনটির একটি ভ্যারিয়েন্ট বাহির করেছে যা অফিসিয়াল এবং স্টোরেজ হিসেবে পাচ্ছি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম। র‌্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। অপো এ৬ প্রো ফোনের এখনো কোনো আন অফিসিয়াল ভ্যারিয়েন্ট বাহির হয়নি শুধু একটিই অফিসিয়াল ভ্যারিয়েন্ট বাহির হয়েছে এবং আমরা Oppo A6 Pro Price in Bangladesh সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করেছি।

Oppo A6 Pro এর বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ কত তা নিয়ে শেষ মন্তব্য

বাংলাদেশে Oppo A6 Pro এর অফিসিয়াল প্রাইজ ৩৪,৯০০ টাকা আমরা জেনেছি। এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে উন্নত প্রসেসর, প্রিমিয়াম ফিচার, বিশাল ব্যাটারি, আকর্ষণীয় ডিসপ্লে, ভালো মানের ক্যামেরা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স। যারা বাজেট-ফ্রেন্ডলি কিন্তু ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo এর A6 Pro মডেলটি দারুন একটি পছন্দ হতে পারে।
Previous Post
No Comment
Add Comment
comment url