Infinix Hot 60 Pro price in Bangladesh
আপনি কি গেমিং এর জন্য ফোন খুঁজছেন? আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। আমরা আজকে
আলোচনা করবো এবং জানবো বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix GT 30 Pro
এর দাম কত? এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।
গেমারদের জন্য বিশেষভাবে তৈরি Infinix GT 30 Pro স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এই
ফোনের প্রসেসর, ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে ফিচার, ডিজাইন নিয়ে জানবো এবং জানবো
Infinix GT 30 Pro Price in Bangladesh সম্পর্কে।
পোস্ট সূচিপত্র: বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix GT 30 এর দাম
কত?
Infinix GT 30 Pro Price in Bangladesh
বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix GT 30 Pro এর দাম কত বা Infinix
GT 30 Pro Price in Bangladesh সম্পর্কে চলুন এবার জেনে নেই। বর্তমান
বাংলাদেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন নতুন মডেলের ফোন নিয়ে আসছে। গত ২৫ মে
২০২৫ তারিখে তারা একটি মডেল লঞ্চ করেছে যেটি গেমিং এর সেরা একটি ফোন, ফোনটি
মডেল হচ্ছে GT 30। এই ফোনটির অফিসিয়াল প্রাইজ রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। এই
ফোনটির স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম এবং এই ফোনটি
একটি অফিসিয়াল ফোন। আর বাজারে Infinix GT 30 Pro ফোনের আন অফিসিয়াল ফোন এখনো
বাহির হয়নি, তাই যারা Infinix এর GT 30 Pro ফোনের আন অফিসিয়ালটি কোন কেনার
কথা চিন্তা করছেনা বা কিনে থাকেন এটি তাদের জন্য একটি দুঃখজনক বিষয়।
Infinix GT 30 Pro ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম Infinix GT 30 Pro Price in
Bangladesh সম্পর্কে। আমরা এখন আলোচনা করবো এবং জানবো Infinix GT 30 Pro
ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
ব্র্যান্ড | ইনফিনিক্স |
মডেল | GT 30 Pro |
রিলিজের তারিখ | 25 মে 2025 |
অপারেটিং সিস্টেম |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড |
অপারেটিং সিস্টেম ভার্সন | v15 |
ইউজার ইন্টারফেস | XOS 15 |
চিপসেট ও পারফরম্যান্স |
চিপসেট (প্রসেসর) | Mediatek Dimensity 8350 Ultimate |
CPU | অক্টা-কোর (1x3.35 GHz Cortex-A715 এবং 3x3.20 GHz Cortex-A715 এবং 4x2.20 GHz Cortex-A510) |
GPU | Mali G615-MC6 |
স্টোরেজ |
র্যাম | 12 GB |
র্যাম টাইপ | LPDDR5X |
রম | 256 GB |
স্টোরেজের ধরন | UFS 4.0 |
ডিসপ্লে |
ডিসপ্লে ধরন | AMOLED |
স্ক্রিনের আকার | 6.78 ইঞ্চি (17.22 সেমি) |
রেজোলিউশন | ১২২৪x২৭২০ পিক্সেল (FHD+) |
আসপেক্ট রেশিও | ২০:৯ |
পিক্সেল ঘনত্ব | ৪৪০ পিপিআই |
স্ক্রিন টু বডি রেশিও | ৮৯.৪% |
স্ক্রিন সুরক্ষা | কর্নিং গরিলা গ্লাস ৭আই |
বেজেল-লেস ডিসপ্লে | হ্যাঁ, পাঞ্চ-হোল ডিসপ্লে সহ |
টাচ স্ক্রিন | ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ |
ব্রাইটন্সে | ৪৫০০ নিট |
রিফ্রেশ রেট | ১৪৪ হার্জ |
নচ | পাঞ্চ-হোল |
ক্যামেরা |
ক্যামেরা সেটআপ | ডুয়াল (২টি) |
রেজোলিউশন | ১০৮ এমপি, f/১.৯, ওয়াইড অ্যাঙ্গেল + ৮ এমপি, f/২.২, আল্ট্রা-ওয়াইড |
অটোফোকাস | হ্যাঁ |
ফ্ল্যাশ | ডুয়াল-এলইডি ফ্ল্যাশ |
ছবির রেজোলিউশন | ১২০০০ x ৯০০০ পিক্সেল |
সেটিংস | এক্সপোজার কম্পেনসেশন, আইএসও নিয়ন্ত্রণ |
শুটিং মোড | কন্টিনিউয়াস শুটিং, HDR |
অ্যাপারচার | f/1.9 |
ক্যামেরার বৈশিষ্ট্য | অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস |
ভিডিও রেকর্ডিং | 3840x2160, 1920x1080 |
ভিডিও FPS | 60 fps, 240 fps |
সেলফি ক্যামেরা |
ক্যামেরা সেটআপ | সিঙ্গেল (১টি) |
রেজোলিউশন | 13 MP, f/2.2, ওয়াইড অ্যাঙ্গেল |
ভিডিও রেকর্ডিং | 3840x2160, 1920x1080 |
ভিডিও FPS | 30 fps |
অ্যাপারচার | f/2.2 |
ডিজাইন |
উচ্চতা | 163.7 মিমি |
প্রস্থ | 75.8 মিমি |
থিকন্সে | 8 মিমি |
ওজন | 189 গ্রাম |
রঙ | গাঢ় ফ্লেয়ার, ব্লেড হোয়াইট, শ্যাডো অ্যাশ |
জলরোধী | স্প্ল্যাশ প্রুফ |
আইপি রেটিং | IP64 |
শক্তিশালীতা | ধুলো প্রতিরোধী |
ব্যাটারি |
ধরণ | লি-পলি (লিথিয়াম পলিমার) |
ক্ষমতা | 5200 mAh |
ওয়্যারলেস চার্জিং | 30W ওয়্যারলেস |
দ্রুত চার্জিং | 45W তারযুক্ত |
রিভার্স চার্জিং | 10W বিপরীত তারযুক্ত |
প্লেসমেন্ট | অপসারণযোগ্য নয় |
চার্জার টাইপ | USB টাইপ-সি 2.0 |
নেটওয়ার্ক |
নেটওয়ার্ক | 2G, 3G, 4G, 5G |
সিম স্লট | ডুয়াল সিম, GSM+GSM |
সিম আকার | SIM1: ন্যানো, SIM2: ন্যানো |
EDGE | আছে |
GPRS | আছে |
VoLTE | আছে |
গতি | HSPA, LTE, 5G |
WLAN | Wi-Fi 6 (802.11 a/b/g/n/ac/ax) 5GHz, MIMO |
ব্লুটুথ | v5.4 |
GPS | হ্যাঁ, A-GPS সহ, Glonass |
ওয়াই-ফাই হটস্পট | হ্যাঁ |
সেন্সর এবং নিরাপত্তা |
সেন্সর | লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | আছে |
ফিঙ্গার সেন্সর অবস্থান | অন-স্ক্রিন |
ফিঙ্গার সেন্সরের ধরণ | অপটিক্যাল |
ফেস আনলক | আছে |
তৈরি করেছেন | বাংলাদেশ |
গেমিং এর জন্য Infinix GT 30 Pro ফোনটি ভালো হবে কি?
আমাদের এই আর্টিকেলের শিরোনাম দেখেই হয়তো আপনি আন্দাজ করতে পেরেছেন, Infinix
GT 30 Pro আসলেই গেমিং ফোন কি না। যদি এখনো বিষয়টি আপনার কাছে পরিষ্কার না
হয়ে থাকে, তবে চলুন এবার সেই দ্বিধা দূর করি এবং সত্যিকারের উত্তরটা জেনে
আসি।
Infinix GT 30 মূলত একটি গেমিং ফোন। যারা গেমিং একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের
জন্য Infinix GT 30 Pro ফোনটি হবে একটি সেরা চয়েজ। ইনফিনিক্সের জিটি ৩০
প্রো ফোনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে এবং এর মাঝে যে প্রসেসরটি ব্যবহার করা
হয়েছে যা গেমিং এর জন্য সেরা একটি প্রসেসর। আপনি মাঝারি টাইপের গেমি থেকে
শুরু করে ভারী গেম সকল প্রকারের গেমগুলো খেলে বেশ মজা পাবেন এবং গেমগুলো
দারুনভাবে উপভোগ করতে পারবেন।
তাই যারা গেমিং ফোন খুঁজছেন এবং এত যাচাইবাছাই করার পরও চয়েজ করতে পারছেনা যে
কোন ফোনটি সেরা হবে তবে তাদের জন্য Infinix GT 30 Pro ফোনটি হতে পারে
সেরা একটি চয়েজ। আপনি এই ফোনের অন্য কিছু ভালো পান চাই না পান গেমিং এর জন্য
এটি আপনার কাছে ও সেরা হতে পারে।
ফ্রি ফায়ার ও PUBG গেমিং এর জন্য Infinix GT 30 Pro কেমন হবে?
প্রিয় গেমার বন্ধুরা, আপনার উপরে জেনেই গেছেন যে Infinix GT 30 ফোনটি
গেমিং এর জন্য কেমন হবে এবং একই সাথে আমরা সকলে জেনে গেছি Infinix GT 30 Pro
Price in Bangladesh সম্পর্কে। চলুন এবার আমরা আলোচনা করি ফ্রি ফায়ার ও পাবজি
গেমের জন্য Infinix GT 30 ফোনটি কেমন হবে সে সম্পর্কে।
আমরা উপরে জেনেছি Infinix GT 30 Pro মূলত গেমারদের কথা মাথায় রেখে তৈরি করা
হয়েছে। এই ফোনে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী, ফোনের
ডিসপ্লেতে রয়েছে উচ্চ রিফ্রেশ রেটে এবং বড় ব্যাটারি যা ফ্রি ফায়ার ও PUBG
খেলার জন্য বেশ উপযুক্ত হিসেবে ধরা হয়। ফ্রি ফায়ার খেললে আপনি সহজেই ৯০ থেকে
১২০fps পর্যন্ত মসৃণ গেমপ্লে পাবেন, আর PUBG তে Balanced বা HD সেটিংসে ৬০
থেকে ৯০fps পাওয়া সম্ভব। গেমিং করার সময় আপনি ফোনের মাঝে ল্যাগিং বা গরম
হওয়ার ভাব পাবেননা অর্থাৎ দীর্ঘ সময় গেম খেলার পরও ফোন অতিরিক্ত ল্যাগ করে
না, তবে তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। ফোনে কুলিং সিস্টেম দেওয়া আছে বলে
গরমের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
সব মিলিয়ে বলা যায় যে, Infinix GT 30 Pro গেমারদের সেরা একটি ফোন। যারা গেমিং
ফোন খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তারা তাদের চয়েজ লিস্টে এই ফোনটি রাখতে পারেন।
Infinix GT 30 Pro ফোনের প্রসেসর পারফরম্যান্স কেমন?
বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix GT 30 Pro এর দাম কত আমরা সে
সম্পর্কে জেনেছি এবং আমরা এই ফোনটি সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
সম্পর্কেও জেনেছি। চলুন এবার জেনে আসি Infinix GT 30 Pro ফোনের প্রসেসর
সম্পর্কে।
Infinix GT 30 Pro ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek
Dimensity 8350 Ultimate, CPU অক্টা-কোর (1x3.35 GHz Cortex-A715 এবং
3x3.20 GHz Cortex-A715 এবং 4x2.20 GHz Cortex-A510), GPU Mali G615-MC6।
এই ফোনের অপারেটিং সিস্টেম ভার্সন হিসেবে রান করছে v15 এবং ইউজার ইন্টারফেস
XOS 15। আমরা উপরে জেনেছি এতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি গেমিং
প্রসেসর। এই প্রসেসরের ফলে গ্রাফিক্স-নির্ভর গেমগুলো মসৃণভাবে খেলা যায় যা
সম্পর্কে আমরা জেনেছি। আপনি চাইলে মাল্টি টাস্কিং বা একাধিক অ্যাপ একসাথে
চালাতে পারবেন এবং এতে ফোন চালানোর সময়ও সহজে স্লো হবে না। গেমিং এর সময়
গ্রাফিক্স ও লোডিং টাইম কমে যায়, ফলে গেমে দ্রুত সাড়া পাওয়া যায়। সবদিক
দিয়ে বিবেচনা করলে, প্রসেসরের পারফরম্যান্স খুবই ভালো এবং এই দামে এটি
সত্যিকারের গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম।
Infinix GT 30 Pro ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন?
Infinix GT 30 Pro ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে AMOLED অর্থাৎ
এই ফোনের ডিসপ্লে প্যানেল AMOLED। ফোনটির স্ক্রিনের আকার 6.78 ইঞ্চি,
স্ক্রিন রেজোলিউশন হিসেবে থাকছে ১২২৪x২৭২০ পিক্সেল (FHD+)। ডিসপ্লে HD+
হওয়ায় আপনি যেকোনো প্রকার দৃশ্য বা ভিডিও, গেমিং করে বেশ দারুন মজা পাবেন
এবং প্রতিটি দৃশ্য একদম স্বচ্ছ দেখা যাবে। এই ফোনের ডিসপ্লেতে ১ বিলিয়ন
কালার বা রঙ সাপোর্ট করে। ফোনের স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং
গরিলা গ্লাস ৭আই, ফোনতে থাকছে ৪৫০০ নিট ব্রাইটন্সে। ৪৫০০ নিট ব্রাইটন্সে
থাকার ফলে আপনি সূর্যের কড়া আলোতে বেশ দারুনভাবে ডিসপ্লেতে সবকিছু দেখতে
পাবেন এবং যা হবে পরিষ্কার। এই ফোনের ডিসপ্লের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে
এতে ব্যবহার করা হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট যা আপনার কাজকে দ্রুত করতে
অনেক সাহায্য করবে।
ক্যামেরা কোয়ালিটি কেমন হবে Infinix GT 30 Pro ফোনটিতে?
Infinix GT 30 Pro Price in Bangladesh নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনেছি এবং
একই সাথে আরো কয়েকটি বিষয় সম্পর্কেও আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করবো এই
ফোনের ক্যামেরা নিয়ে।
এই ফোনের মেইন বা প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ২টি শুটার যার প্রথমটি ১০৮
মেগাপিক্সেল ও আরেকটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। দিনের আলোতে
ছবির ডিটেইলস ও রঙের মান খুবই ভালো আসে। ভিডিও রেকর্ডিংয়ে ৪কে রেজোলিউশন
সাপোর্ট থাকায় ক্লিয়ার ফুটেজ পাওয়া যায়। তবে কম আলোতে ক্যামেরার মান কিছুটা
কমে যায়, কারণ এখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) দেওয়া হয়নি।
ফ্রন্ট বা সেলফি ক্যামেরাতে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা সেলফি ও ভিডিও
কলের মানও যথেষ্ট ভালো বলা যায়। তবে আমাদের কাছে সেলফি ক্যামেরার ছবির মান
কিছুটা কম লেগেছে। কারণ আপনি যখন ছবি তুলবেন তখন আপনার ফেসকে কিছুটা স্মুথ
করে দিবে অর্থাৎ রিয়েল ফেস অ্যাকুরেটভাবে না রেখে ছবিটা কিছু স্মুথ করে দিবে।
তবে আপনি যদি চান তবে এটি কিছু মনে না করে চালিয়ে নিতে পারবেন। কেননা আপনি
যখন কোনো একটি ফোনকে সবদিক দিয়ে সেরা চাইবেন তখন সেটি আপনি পাবেননা, একটি না
একটি দিক আপনি কম পাবেন।
ডিজাইনের দিক থেকে Infinix GT 30 Pro ফোনটি কেমন?
আমরা বিস্তারিতভাবে জেনে গেছি বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix
GT 30 Pro এর দাম কত? সে সম্পর্কে। আবার আমরা একই সাথে এই ফোনের অনেক
গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কেও জেনেছি। চলুন এবার Infinix GT 30 Pro ফোনটির
ডিজাইন সম্পর্কে জেনে আসি।
ডিজাইনের দিক থেকে ফোনটি দেখতে স্টাইলিশ এবং গেমিং ফোনের ফিল এনে দেয়। এই
ফোনের ব্যাক সাইটে RGB লাইটিং সিস্টেম দেওয়া আছে, যা গেমারদের জন্য বাড়তি
আকর্ষণ। ফোনটি তুলনামূলক হালকা ও হাতে ধরতে আরামদায়ক। ফোনটির উচ্চতা 163.7
মিমি, প্রস্থ 75.8 মিমি, থিকন্সে (পুরুত্ব) 8 মিমি এবং ওজন মাত্র 189 গ্রাম।
এছাড়া এতে IP64 রেটিং আছে, ফলে পানি বা ধুলো থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।
ফোনের কালার হিসেবে আমরা পেয়ে যাবো ৩টি রং গাঢ় ফ্লেয়ার, ব্লেড হোয়াইট,
শ্যাডো অ্যাশ। Corning Gorilla Glass 7i সামনের দিকে ব্যবহার হওয়ায় লুক
আরো প্রিমিয়াম মনে হয়।
ফোনটিতে ব্যাটারি পারফরম্যান্স কেমন?
Infinix GT 30 Pro তে রয়েছে ৫৫০০ mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেম খেলার জন্য
উপযুক্ত। একবার চার্জে সহজেই একদিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি
দীর্ঘক্ষণ ব্যবহার করে বা ভারী গেম খেলেন তবে ৭-৮ ঘন্টার মতো ব্যাকআপ হিসেবে
পেয়ে যাবেন। ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, ফলে ১ ঘন্টা ২০
মিনিটের মধ্যে ব্যাটারি চার্জ হয়ে যাবে। পাশাপাশি ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
সুবিধাও রয়েছে এই ফোনটিতে। যারা ঘণ্টার পর ঘণ্টা গেম খেলেন, তাদের জন্য
bypass charging ফিচারটি কাজে লাগবে, কারণ এটি ফোনকে সরাসরি পাওয়ার সাপ্লাই
থেকে চালাতে সাহায্য করে এবং ব্যাটারির অতিরিক্ত গরম হওয়া কমায়।
শেষ মন্তব্য
আমরা জেনেছি বাংলাদেশে গেমিং এর জন্য সেরা ফোন Infinix GT 30 Pro এর দাম কত?
একই সাথে আমরা জেনেছি এই ফোনের গেমিং কোয়ালিটি, প্রসেসর, ডিসপ্লে, ডিজাইন,
ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে। প্রিয় গেমার বন্ধুরা, তোমাদের জন্য Infinix
GT 30 Pro ফোনটি হতে পারে একটি সেরা গেমিং ফোন। ফোনটির ডিজাইন কোয়ালিটি ও
প্রসেসর পারফরম্যান্স এতটাই ভালো ও উন্নত যে গেমিং এর জন্য এটি সেরা।
প্রিয় বন্ধুরা, তোমার যদি পরিচিত কেউ গেমিং ফোন কেনার কথা চিন্তা করে থাকে
তবে তুমি তাকে Infinix GT 30 Pro ফোনটি সাজেস্ট করতে পারো বা আমাদের এই
আর্টিকেলটি প্রমাণ হিসেবে তাকে শেয়ার করতে পারো যেন সে এই ফোনটি সম্পর্কে
বিস্তারিতভাবে জেনে ফোনটি কিনতে পারে।