টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস - Tecno Spark Go 1

Tecno Spark Go 2 Price In Bangladesh

টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস সম্পর্কে আমরা আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করবো। আপনি যদি টেকনো স্পার্ক গো ১ ফোনটি নেওয়ার কথা চিন্তা করে থাকেন তবে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

টেকনো-স্পার্ক-গো-1-বাংলাদেশ-প্রাইস

আমরা আজকে টেকনো স্পার্ক গো ১ ফোনটি খুটিনাটি না যাবতীয় জিনিস আমাদের জানা প্রয়োজন সেগুলো সব বিষয় সম্পর্কে জানবো। চলুন তবে জেনে আসি।

পোস্ট সূচিপত্র: টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস

টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস

টেকনো স্পার্ক গো ১ এর বর্তমান বাজার মূল্য কত? বর্তমানে বাজারে টেকনো কোম্পানির এই ফোনটি দুটি ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। অপরদিকে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা।

টেকনো স্পার্ক গো ১ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার

আমরা উপরে টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস সম্পর্কে জেনে গেছি। চলুন এবার জেনে আসি টেকনো স্পার্ক গো ১ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচারসমূহ সম্পর্কে।
  • কোম্পানি: টেকনো
  • মডেল: TECNO Spark Go 1
  • রিলিজের তারিখ: ২৯ আগষ্ট ২০২৪
  • মূল্য (অফিসিয়াল): ৯,৯৯৯/- । ১০,৯৯৯/-
  • রং: স্টারট্রেইল কালো, চকচকে সাদা, ম্যাজিক স্কিন গ্রিন, টাইটানিয়াম গোল্ড
  • প্রসেসর: Unisoc T615 (12 nm)
  • সিপিইউ: Octa-core
  • ক্যামেরা: মেইন/পেছনের ক্যামেরা 13MP, 1.8, 27mm (wide), PDAF এবং সেলফি/সামনের ক্যামেরা 8MP
  • ভিডিও রেকর্ডিং: 1080p@30fps
  • ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি (আইপিএস এলসিডি)
  • ডিসপ্লে রেজুলেশন: ৭২০ x ১৬০০px
  • রিফ্রেশমেন্ট রেট: ১২০Hz
  • ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার
  • প্রোটেক্টশন: গরিলা গ্লাস
  • স্টোরেজ: র‌্যাম- ৩ জিবি । ৪ জিবি, রম- ৬৪ জিবি । ১২৮ জিবি
  • স্পিকার: ডুয়াল স্পিকার
  • নেটওয়ার্ক সংযোগ:ডুয়াল সিম ইম্পিলিমেন্ট
  • ইউএসবি: টাইপ-সি
  • অডিও জ্যাক সাইজ: ৩.৫ এমএম
  • ব্যাটারি: ৫০০০ mAh
  • চার্জার: ১৫ ওয়ার্ট
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন)
  • বডি ম্যাটেরিয়াল: সামনের দিকে কাচ, পিছনে প্লাস্টিক, পিছনে প্লাস্টিকের ফ্রেম
  • ওয়ারেন্টি: ১ বছর (কেনার সময় বক্সের গায়ে এটি লেখা থাকবে চেক করে নিবেন)

টেকনো স্পার্ক গো ১ এর ক্যামেরা পারফরম্যান্স কেমন?

টেকনো স্পার্ক গো 1 ফোনটি আমরা পেয়ে যাচ্ছি মেইন মানে পেছনের ক্যামেরা হিসেবে পাচ্ছি ২টি ক্যামেরা। মূল ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল এবং সাথে পাচ্ছি আরেকটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে আপনি দিনের আলোতে ভালো মানের ছবি তুলতে পারবেন তবে রাতের বেলাতেও এর ছবির মান মোটামুটি ভালোই বললে চলে এবং এর দাম হিসেবে ক্যামেরা ভালোই আছে। আর যদি বলি এর সামনের মানে সেলফি ক্যামেরার কথা তবে আমরা এতে পাচ্ছি ৮ মেগাপিক্সেল হিসেবে। ছবির মান নিয়ে বলতে গেলে, আউটডোরে ছবি তুললে ভালোই উঠে এবং ন্যাচেরালি ভাবটি আপনি ছবির মাঝে বুঝতে পারবেন। একই সাথে ছবিগুলোতে সফটনেস খুবই ভালোভাবে ধরে রাখে। এই ফোনের দাম অনুযায়ী ক্যামেরা ভালোই বললে চলে যা দামের সাথে খুবই সামঞ্জস্য।

টেকনো স্পার্ক গো ১ এর ডিজাইন ও ডিসপ্লে কেমন?

আমরা উপরে এর টেকনো স্পার্ক গো ১ এর ডিসপ্লে সাইজ সম্পর্কে জেনেছি। আমরা এই ফোনে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবো 6.67 Inch একটি বড় রকমে ডিসপ্লে, IPS LCD, 263 PPI Density, HD+, 120 HZ। এই ফোনের আকর্ষণীয় বিষয় হচ্ছে যে, মূল্য অনুযায়ী এই ফোনের ডিসপ্লে অসাধারন এবং এতে আমরা পাচ্ছি 120 HZ যা খুবই সুন্দরভাবে কাজ করে। আর আমরা ফোনের ডিসপ্লে রেজুলেশন হিসেবে পাচ্ছি 720x1600px। দিনের আলোতে ঘরে বসে এর ব্রাইটনেস আপনি খুবই ভালোভাবে পেতে পারেন তবে যখন বাহিরের আলোর মাত্রা একটু বেশি থাকে বা রোদের মধ্যে ডিসপ্লেটি চলে আসে তখন চালাইতে হালকা কষ্ট হবে কিন্তু অতটাও না আপনি চালিয়ে নিতে পারবেন। তবে ছায়ায় বা হালকা আলোতে আপনি সুন্দরভাবে এর আলোতে কাজ করতে পারবেন এবং এতে কোনো সমস্যায় পড়বেন না আপনি। বিশেষ করে এই ফোনের ডিসপ্লেতে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, ডিসপ্লের মাঝে যখন পানি বা তেল পড়ছে সে অবস্থায় আমরা ভালোমতো কাজ করতে পারছিলাম। এর দাম অনুযায়ী এই ফোনের ডিসপ্লে খুবই নিখুত ও ভালোভাবে বানানো হয়েছে।

টেকনো স্পার্ক গো ১ এর ব্যাটারি লাইফ ও চার্জিং কেমন?

আমরা তো উপরে জেনেছি টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস সম্পর্কে। তবে এখন আমরা আলোচনা করবো টেকনো স্পার্ক গো ১ এর ব্যাটারি লাইফ ও চার্জিং সম্পর্কে।

এই ফোনটি আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি যা দিয়ে আপনি সাধারণ কাজগুলি মোটামুটি এক ঘন্টা ধরে চালাতে পারবেন। তবে যদি কোনো ভারি কাজ করে যেমন: গেম খেলা, ছবি তোলা, ভিডিও শুট করা, ভিডিও দেখা এ জাতীয় কাজ করেন তবে ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ হবেনা। কারণ এগুলো হচ্ছে লংটাইমের কাজ এবং এগুলোতে ফোনে চার্জ দ্রুত খরচ হবেই। তবে চার্জ শেষ হয়ে ফোনটিকে চার্জে দেওয়ার জন্য আপনি পাচ্ছেন 15W এর চার্জ যা ফোন চার্জ হতে ২ ঘন্টার মতো সময় লাগে। তাহলে বলাই যায় যে, ফোনটির দাম অনুযায়ী এর ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারী লাইফ ও চার্জিং সময় অত্যান্ত ভালো।

টেকনো স্পার্ক গো ১ ফোনটি কোথা থেকে কিনলে ভালো হবে?

এখন চলুন জেনে আসি টেকনো স্পার্ক গো ১ ফোনটি কোথা থেকে কিনলে সবচেয়ে ভালো হবে। আমরা অনেকে ফোন কেনার কথা চিন্তা করি এবং টাকা-পয়সা সবকিছু জোগার করার পরে একটি বিষয় চিন্তা করে যে ফোনটি কিনবো তো কোথা থেকে কিনবো? আপনি ফোন মূলত দুটি মাধ্যমে কিনতে পারেন, একটি হচ্ছে অফলাইনের মাধ্যমে অর্থাৎ সরাসরি টেকনো কোম্পানি বা আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনের শো-রুমে গিয়ে সরাসরি যাচাই-বাছাই করে, নিজে হাতে নিয়ে, নিজের চোখে দেখে আপনি ফোনটি ক্রয় করতে পারেন। আর আপনি মূলত আপনার নিজ উপজেলা বা আপনার এলাকার মার্কেটে গেলে এই ফোনের শো-রুম পাবেন এবং সেখান থেকে সহজে গিয়ে ক্রয় করতে পারবেন।

আরেকটি কেনার মাধ্যম হচ্ছে অনলাইন। যেমন: দারাজ, রকমারি, বিক্রয়ডটকম ইত্যাদি ই-কমার্স সাইট থেকে অনলাইনে অর্ডার করে টেকনো স্পার্ক গো ১ ফোনটি ক্রয় করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনি এটি দাম যাচাই করে, অনলাইনে ছবি দেখে অর্ডার করলে এটি আপনার ইচ্ছে মতো ঠিকানায় চলে আসবে। তবে আপনি যদি অনলাইন থেকে কেনার কথা ভাবেন তবে অবশ্যই সেই ফোনের রিভিউ দেখে তা ক্রয় করবেন কেননা অনেক সময় অনলাইনের প্রোডাক্ট ফেইকও হতে পারে যেমন আনঅফিসিয়াল ফোন আপনাকে অফিসিয়াল বলে চালিয়ে দিতে পারে বিধায় যাচাই-বাছাই করে অনলাইনে ফোন অর্ডার করবেন।

আপনি হয়তো প্রশ্ন করতে পারেন অনলাইনে কেনা ভালো হবে নাকি অফলাইনে? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে অফলাইন। কেননা এখানে আপনি নিজের হাতে নিয়ে, নিজের চোখে দেখে যাচাই-বাছাই নিজে করে নিতে পারবেন। আর অপরদিকে রইল অনলাইন, এটি অর্ডার দিতে হয় অনলাইনের এবং অনলাইনে ছবি দেখে নিতে হবে হাতে ঝুয়ে দেখতে পারবেন না। তাই বেস্ট হচ্ছে অফলাইন।

টেকনো কোম্পানির আরো কিছু ফোনের তালিকা ও দাম

টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস সম্পর্কে তো আমরা বিস্তারিতভাবে জেনেছি। তবে আপনি যদি এই ফোনটি কিনতে না চান তবে চলুন নিচে জেনে আসি টেকনো কোম্পানির আরো কিছু টেকনো মোবাইল প্রাইস সম্পর্কে।

টেকনো-কোম্পানির-আরো-কিছু-ফোনের-তালিকা-ও-দাম

Tecno Spark Go 1S

কোম্পানি/ব্র্যান্ড: টেকনো
মডেল: Tecno Spark Go 1S
রিলিজের তারিখ: ০৬ জানুয়ারি ২০২৫
তৈরির দেশ: চায়না
মূল্য: ১০,০০০/-
প্রসেসর: Mediatek Helio G50
সিপিইউ: Octa-core 2.2 GHz Cortex-A53
সিপিইউ কোর: ৮
ক্যামেরা: মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
স্টোরেজ: র‌্যাম- ৩ জিবি ও রম- ৬৪ জিবি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন: ৭২০ x ১৬০০px (HD+)
রিফ্রেশমেন্ট রেট: ৯০Hz
নেটওয়ার্ক সংযোগ:২ জি, ৩ জি, ৪ জি, ডুয়াল সিম এবং VoLTE রয়েছে।
ইউএসবি: টাইপ-সি
অডিও জ্যাক সাইজ: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ mAh
চার্জার: ১৫ ওয়ার্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪

Tecno Spark 30 5G

কোম্পানি/ব্র্যান্ড: টেকনো
মডেল: Tecno Spark 30 5G
রিলিজের তারিখ: ০৮ অক্টোবর ২০২৪
তৈরির দেশ: চায়না
মূল্য: ১৮,০০০/-
প্রসেসর: Mediatek Dimensity 6300
সিপিইউ: Octa-core (2x2.4 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55)
সিপিইউ কোর: ৮
ক্যামেরা: মেইন ক্যামেরা ১০৮+২+০.০৮ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
স্টোরেজ: র‌্যাম- ৬ জিবি ও রম- ১২৮ জিবি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন: ৭২০ x ১৬০০px (HD+)
রিফ্রেশমেন্ট রেট: ১২০Hz
নেটওয়ার্ক সংযোগ:২ জি, ৩ জি, ৪ জি, ৫ জি ডুয়াল সিম এবং VoLTE রয়েছে।
ইউএসবি: টাইপ-সি ২.০
অডিও জ্যাক সাইজ: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ mAh
চার্জার: ১৮ ওয়ার্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪

Tecno Camon 18

কোম্পানি/ব্র্যান্ড: টেকনো
মডেল: Tecno Camon 18
রিলিজের তারিখ: ০৮ নভেম্বর ২০২৪
তৈরির দেশ: চায়না
মূল্য: ১৮,০০০/-
প্রসেসর: MediaTek Helio G85
সিপিইউ: Octa core (2 GHz, Dual core, Cortex A75 + 1.8 GHz, Hexa Core, Cortex A55)
সিপিইউ কোর: ৮
ক্যামেরা: মেইন ক্যামেরা ৪৮+২+২ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল
স্টোরেজ: র‌্যাম- ৪ জিবি ও রম- ১২৮ জিবি
ডিসপ্লে: ৬.৬৮ ইঞ্চি
ডিসপ্লে রেজুলেশন: ১০৮০ x ২৪৬০px (FHD+)
রিফ্রেশমেন্ট রেট: ৯০Hz
নেটওয়ার্ক সংযোগ:২ জি, ৩ জি, ৪ জি, ডুয়াল সিম এবং VoLTE রয়েছে।
ইউএসবি: টাইপ-সি ২.০
অডিও জ্যাক সাইজ: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ mAh
চার্জার: ১৮ ওয়ার্ট
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভি ১১

শেষ মন্তব্য

আমরা আজকের এই আর্টিকেল এবং আমাদের মূল বিষয় টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস'এর শেষ অংশে চলে এসেছি। আপনার যদি বাজেট অল্প থাকে এবং অল্প বাজেটে ভালো মানের একটি ফোন খুঁজেন তবে টেকনো কোম্পানির এই ফোনটি মানে টেকনো স্পার্ক গো ১ ফোনটি হতে পারে আপনার জন্য খুবই বন্ধুত্বপূর্ণ একটি ফোন। কম দামে ভালো ক্যামেরা, ব্যাটারি পারফরম্যান্স, ডিজাইন এবং চার্জিং টাইম অনুযায়ী প্রযুক্তি প্রিয়দের জন্য হতে পারে একটি দুর্দান্ত পছন্দের ফোন।
Next Post Previous Post