ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ - ইনফিনিক্স হট ১২ কত টাকা

টেকনো স্পার্ক গো 1 বাংলাদেশ প্রাইস

ইনফিনিক্স হট ১২ অফিশিয়াল দাম বাংলাদেশে কত আপনি কি তা জানেন? যদি আপনি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন এবং ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য।

ইনফিনিক্স-হট-১২-প্রাইস-ইন-বাংলাদেশ

একটি ফোন কিনতে গেলে অবশ্যই প্রশ্ন আসে এই ফোনটি কেমন ফোন। ঠিক সেভাবে ইনফিনিক্স হট ১২ কেমন ফোন এবং ইনফিনিক্স হট ১২ কত টাকা? চলুন জেনে আসি বিস্তারিত।

পোস্ট সূচিপত্র: ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ - ইনফিনিক্স হট ১২ কত টাকা

ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ

ইনফিনিক্স হট ১২ ফোনটির দুটি ভেরিয়েন্ট বাংলাদেশ বাজারে রয়েছে এবং যাদের প্রাইজ ভিন্ন ভিন্ন। বলে রাখা ভালো যে, এ দুটি ভেরিয়েন্টের ফোন কিন্তু অফিসিয়াল। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ফোনটির মূল্য ১৬,২৯৯/- টাকা। অপরদিকে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যেটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ফোনটি মূল্য ১৬,৪৯৯/- টাকা। ইনফিনিক্স কোম্পানি দ্রুত গতির সাথে তাদের নতুন নতুন মডেলের ফোনগুলোকে বাজারে লঞ্জ করছে যা ব্যবহারকারীদের নিকট খুবই ভালো বলে বিবেচিত হচ্ছে। তবে ইনফিনিক্স হট ১২ এর দাম এবং অফার প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে, তাই কেনার আগে একটু খোঁজখবর নেওয়াই ভালো।

ইনফিনিক্স হট ১২ মোবাইলটির ফিচার ও স্পেসিফিকেশন

আমরা উপরে জেনে আসলাম, ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। চলুন এবার আমরা ইনফিনিক্স হট ১২ ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি।
  • ব্র্যান্ড: ইনফিনিক্স
  • মডেল: ইনফিনিক্স হট ১২
  • রিলিজের তারিখ: ২৬শে এপ্রিল ২০২২
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভি১২
  • প্রসেসর: MediaTek Helio G85
  • সিপিইউ: Octa-core (2x2.0 GHz Cortex-A75 & 6x1.8 GHz Cortex-A55)
  • সিপিইউ কোর সংখ্যা: ৮
  • মূল্য: ১৬,২৯৯/- ও ১৬,৪৯৯/- (অফিসিয়াল)
  • স্টোরেজ: ৪ । ১২৮ এবং ৬ । ১২৮
  • ক্যামেরা সেটআপ: ট্রিপল
  • ক্যামেরা: পেছনের ক্যামেরা ১৩+২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  • ভিডিও রেকর্ডিং: ১৯২০x১০৮০
  • ডিসপ্লে: আইপিএস এলসিডি
  • ডিসপ্লে সাইজ: ৬.৮২ ইঞ্চি
  • ডিসপ্লে রেজুলেশন: ৭২০x১৬৪০ পিক্সেল (এইচডি+)
  • স্ক্রিন সুরক্ষা: গরিলা গ্লাস
  • উজ্জ্বলতা: ৪৬০ নিট
  • রিফ্রেশ রেট: ৯০Hz
  • ফোনের উচ্চতা: ১৭১.৫০ মিমি
  • ফোনের প্রস্থ: ৭৭.৫০ মিমি
  • ফোনের পুরুত্ব: ৯.২০ মিমি
  • ফোনের ওজন: ১৯৫ গ্রাম
  • বিল্ড: সামনের কাচ, পিছনের প্লাস্টিক, পিছনের প্লাস্টিকের ফ্রেম
  • রঙ: রেসিং ব্ল্যাক, লেজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু, লাকি গ্রিন
  • ব্যাটারির ধরণ: লি-পলি (লিথিয়াম পলিমার)
  • ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০mAh
  • দ্রুত চার্জিং: দ্রুত, ১৮ ওয়াট
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি
  • সিম স্লট: ডুয়াল সিম, জিএসএম+জিএসএম
  • ব্লুটুথ: v5.0
  • লাইট সেন্সর: লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
  • ফিঙ্গার সেন্সর পজিশন: সাইড-মাউন্টেড
  • ফেস আনলক: আছে
  • প্রস্তুতকারক দেশ: চীন

ইনফিনিক্স হট ১২ ক্যামেরা কেমন

আমরা ইনফিনিক্স হট ১২ ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি মেইন ক্যামেরা অর্থাৎ পেছনের ক্যামেরা হিসেবে পাচ্ছি তিনটি সেনসর ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের একটি সেনসর এবং একটি কিউভিজিএ সেনসর। ছবির কথা নিয়ে বলতে গেলে, পেছনের ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবিতে একটু বেশি কালারভাব চলে আসে মানে ছবিটি একটু বেশি কালারাজাইড করে ফেলছে তবে এই দামে এই ফোনে ক্যামেরা মোটামুটি ভালোই বললে চলে। অপরদিকে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পেছনের ক্যামেরার মতো এর ছবি তোলার ভাবটি একই মানে হালকা কালারফুল করে তুলছে ছবিটি এবং সফ্টনেস বজায় রাখছে। বলায় যায় যে, এই দামের অনুসারে ক্যামেরাটি আরেকটু উন্নত করতে পারতো।

ইনফিনিক্স হট ১২ মোবাইলের ব্যাটারি ও চার্জিং ক্ষমতা সম্পর্কে

আমরা তো জেনে গেছি ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে এবং একই সাথে জেনেছি এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। তবে চলুন জেনে আসি ফোনটি ব্যাটারি ও চার্জিং ক্ষমতা সম্পর্কে।

আমরা ইনফিনিক্স হট ১২ মোবাইলটিতে পেয়ে যাচ্ছি ৫০০০mAh ব্যাটারি এবং মোবাইলটিকে চার্জ করার জন্য পাচ্ছি দ্রুত গতির ১৮ ওয়ার্টের একটি চার্জার যা দিয়ে ফোন চার্জ করতে আপনার আনুমানিক ২.২৫ মিনিট থেকে শুরু করে ২.৪৫ মিনিট লাগতে পারে। যদি বলা যায় কতক্ষণ যাবৎ চার্জ ধরে রাখবে মানে আমি ফুল চার্জ করে কতক্ষণ ধরে ফোনটি চালাতে পারবো? আপনি যদি সাধারণ কোন কাজ করেন সেই ফোন দিয়ে তবে ১ দিনের বেশি চার্জ থাকবে এবং যদি কোনো ভারি কাজ করেন তবে ১ দিনের কম চার্জ থাকবে। তাই আপনার কাজের উপর ভিত্তি করে এই ফোনের চার্জ থাকবে।

ইনফিনিক্স হট ১২ মোবাইলটি কোথা থেকে কিনলে সবচেয়ে ভালো হবে?

আমরা তো বিস্তারিতভাবে জেনেছি, ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। তবে আমরা যখন একটি ফোন কেনার কথা চিন্তা করি তখন মাথায় একটি জিনিস ঘুরে যে ফোনটি কিনবো তো কোথা থেকে কিনবো। অনেকে আছে সারা অনলাইনে কিনতে পছন্দ করে আবার অনেকে আছে যারা অফলাইন অর্থাৎ সরাসরি মার্কেটে গিয়ে যাচাই-বাছাই করে কেনাটাকে ভালো মনে করে।

অনলাইনে কেনার নিয়মটি হচ্ছে- আপনি বিক্রয়ডটকম, দারাজ, রকমারি এই টাইপের কিছু ই-কমার্স সাইট থেকে কিনতে পারেন এবং কেনার পূর্বে সেখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে তারপর আপনি সেটি অর্ডার করলে আপনার ঘরে এসে পৌছে যাবে। অপরদিকে অফলাইন কেনাকাটাটি হচ্ছে- আপনি সরাসরি মোবাইলের শো-রুমে গিয়ে যাচাই-বাছাই করে, নিজের হাতে নাড়াচাড়া করে, নিজের চোখে দেখে কিনতে পারেন।

এখন প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে ভালো? অনলাইনে কিনলে আপনাকে বাজারে যেতে হচ্ছেনা এবং আপনি দামে সামান্য কম পেতে পারেন। তবে ছবি দেখে আপনাকে এটি কিনতে হবে নিজে হাতে নিয়ে, নিজের চোখে না দেখে কিনতে পারবেন না। তবে কেনার আগে একটু বিষয় চেক করে নিবেন যে, ফোনটির রিভিউ কেমন আছে মানে যারা এই ফোনটি কিনেছি তারা এই ফোনের রিভিউ করেছে, আপনি তাদের রিভিউ দেখে কিনতে পারেন। অপরদিকে অফলাইন যেটা সবচেয়ে শ্রেয় বলে আমি মনে করি। কারণ এটাতে আমি সরাসরি গিয়ে চেক করে কিনতে পারছি। তাই এটি কেনার সবচেয়ে ভালো দিক।

সস্তায়-ইনফিনিক্স-হট-১২-মোবাইলটি-কোথায়-কিনতে-পাবো

সস্তায় ইনফিনিক্স হট ১২ মোবাইলটি কোথায় কিনতে পাবো?

আমরা অনেকেই আছি যাদের বাজেট খুবই কম এবং বাজেট খুবই কম থাকায় আমরা সস্তায় ফোন খুঁজে থাকি। আর আপনি যদি ইনফিনিক্স হট ১২ মোবাইলটি কিনতে চান, তাহলে আপনি দেশের জনপ্রিয় অনলাইন শপ যেমন দারাজ, পিকাবু, অথবা এবং আজকের ডিল-এ এই ফোনটি সহজেই পেয়ে যাবেন। আপনি চাইলে এসব ওয়েবসাইটে গিয়ে দাম, স্পেসিফিকেশন ও রিভিউ দেখে অর্ডার করতে পারেন। আপনি চাইলে অনলাইন ছাড়াও অফলাইনে খুঁজে দেখতে পারেন যেমন: আপনার এলাকার অনেক মার্কেটে সস্তায় এই ফোনটি কিনতে পারেন। তবে কিনে নেওয়ার আগে যাচাই করে নিন ফোনটি আসল কিনা এবং দোকানে ওয়ারেন্টি আছে কিনা। আবার অফার চলাকালে অনেক সময় ডিসকাউন্টেও পাওয়া যায়। তাই সঠিক জায়গা থেকে কিনলে আপনি ভালো দামে একটি ভালো মানের স্মার্টফোন পেয়ে যাবেন।

ইনফিনিক্স কোম্পানির আরো কিছু মোবাইলের মডেল, মূল্য ও ফিচার তালিকা

আমরা তো সম্পূর্ণভাবে জেনে গেছি ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। তবে চলুন এবার আমরা জেনে আসি ইনফিনিক্স কোম্পানির আরো কিছু মোবাইলের মডেল, মূল্য ও ফিচার তালিকা সম্পর্কে। আপনার যদি ইনফিনিক্স হট ১২ ফোনটির পছন্দ না হয় তবে নিচের ফোনগুলি দেখুন এগুলো আপনি কিনতে পারেন।

ইনফিনিক্স হট ১২i ফোনটি মূল্য ও ফিচার

  • ব্র্যান্ড: ইনফিনিক্স
  • মডেল: ইনফিনিক্স হট ১২আই
  • রিলিজের তারিখ: ১২ই এপ্রিল ২০২২
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভি১১
  • প্রসেসর: Mediatek MT6761 Helio A22
  • সিপিইউ: Quad core, 2 GHz, Cortex A53
  • সিপিইউ কোর সংখ্যা: ৪
  • মূল্য: ১২,৪৯৯/- (অফিসিয়াল)
  • স্টোরেজ: ৪ । ৬৪
  • ক্যামেরা সেটআপ: ট্রিপল
  • ক্যামেরা: পেছনের ক্যামেরা ১৩+১.৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে সাইজ: ৬.৬ ইঞ্চি
  • ডিসপ্লে রেজুলেশন: ৭২০x১৬১২ পিক্সেল (এইচডি+)
  • স্ক্রিন সুরক্ষা: গরিলা গ্লাস
  • উজ্জ্বলতা: ৪৬০ নিট
  • ফোনের ওজন: ১৯০ গ্রাম
  • রঙ: রেসিং ব্ল্যাক, হরাইজন ব্লু, হ্যাজ গ্রিন, শ্যাম্পেন গোল্ড
  • ব্যাটারির ধরণ: লি-আয়ন (লিথিয়াম আয়ন)
  • ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০mAh
  • দ্রুত চার্জিং: দ্রুত, ১০ ওয়াট
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি
  • সিম স্লট: ডুয়াল সিম, জিএসএম+জিএসএম
  • ব্লুটুথ: v5.0
  • লাইট সেন্সর: লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
  • ফিঙ্গার সেন্সর পজিশন: সাইড-মাউন্টেড
  • ফেস আনলক: আছে
  • প্রস্তুতকারক দেশ: চীন

ইনফিনিক্স হট 12 5G প্রাইস ইন বাংলাদেশ

  • ব্র্যান্ড: ইনফিনিক্স
  • মডেল: ইনফিনিক্স হট ১২ ৫ জি
  • রিলিজের তারিখ: ০৮ জুলাই ২০২২
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১২, এক্সওএস ১০.৬
  • প্রসেসর:MediaTek MT6833P Dimensity 810 (6 nm)
  • সিপিইউ: Octa-core (2x2.4 GHz Cortex-A76 6x2.0 GHz Cortex-A55)
  • মূল্য: ২০,০০০/-
  • স্টোরেজ: ৬ । ৬৪ (র‌্যাম বাড়াতে পারবেন ৯ জিবি এবং রম ২ টেরাবাই পর্যন্ত)
  • ক্যামেরা: পেছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল
  • ডিসপ্লে সাইজ: ৬.৭ ইঞ্চি
  • ডিসপ্লে রেজুলেশন: ১০৮০x২৪০০ পিক্সেল
  • স্ক্রিন সুরক্ষা: কর্নিং গরিলা গ্লাস ৩
  • ফোনের ওজন: ১৮৬ গ্রাম
  • রঙ: রেসিং ব্ল্যাক, হরাইজন ব্লু, হ্যাজ গ্রিন, শ্যাম্পেন গোল্ড
  • ব্যাটারির ধরণ: নন-রিমুভাল লি-পো
  • ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০mAh
  • দ্রুত চার্জিং: দ্রুত, ৩৩ ওয়াট
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি
  • নেটওর্য়াক স্পিড: HSPA 42.2/5.76 Mbps, LTE-A (5CA) Cat18 1200/150 Mbps, 5G 7.5 Gbps DL
  • সিম স্লট: ডুয়াল সিম, জিএসএম+জিএসএম
  • গঠন: কাচের সামনের অংশ, প্লাস্টিকের ফ্রেম, প্লাস্টিকের পিছনের অংশ
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
  • ফিঙ্গার সেন্সর পজিশন: সাইড-মাউন্টেড
  • প্রস্তুতকারক দেশ: চীন

ইনফিনিক্স হট ৩০ প্রাইস ইন বাংলাদেশ

  • ব্র্যান্ড: ইনফিনিক্স
  • মডেল: ইনফিনিক্স হট ৩০
  • রিলিজের তারিখ: ৩১ মার্চ ২০২৩
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভি১৩
  • প্রসেসর:MediaTek Helio G88
  • সিপিইউ: Octa core (2 GHz, Dual core, Cortex A75 + 1.8 GHz, Hexa Core, Cortex A55)
  • স্টোরেজ ও মূল্য: ৪ জিবি র‌্যাম । ১২৮ জিবি রম= ১৩,৯৯৯/- এবং ৮ জিবি র‌্যাম । ১২৮ জিবি রম= ১৪,৯৯৯/-
  • ক্যামেরা: পেছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে সাইজ: ৬.৭৮ ইঞ্চি
  • ডিসপ্লে রেজুলেশন: ১০৮০x২৪৬০ পিক্সেল
  • রিফ্রেশ রেট: ৯০ হার্জ
  • ফোনের উচ্চতা: ১৬৮.৬ মিমি
  • ফোনের প্রস্থ: ৭৬.৬ মিমি
  • ফোনের পুরুত্ব: ৮.৪ মিমি
  • ফোনের ওজন: ১৯৬ গ্রাম
  • ব্যাটারির ধরণ: লি-পলিমার
  • ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০mAh (নন-রিমুভাল)
  • দ্রুত চার্জিং: দ্রুত, ৩৩ ওয়াট
  • নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি
  • সিম স্লট: ডুয়াল সিম, জিএসএম+জিএসএম
  • নেটওর্য়াক স্পিড: এইচএসপিএ, এলটিই
  • গঠন: কাচের সামনের অংশ, প্লাস্টিকের ফ্রেম, প্লাস্টিকের পিছনের অংশ
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
  • ফিঙ্গার সেন্সর পজিশন: সাইড-মাউন্টেড
  • প্রস্তুতকারক দেশ: চীন

শেষ মন্তব্য

ইনফিনিক্স হট ১২ প্রাইস ইন বাংলাদেশ বিষয়ক এই আর্টিকেলে আমরা ফোনটির দাম, স্পেসিফিকেশন, পারফরম্যান্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা একটি বাজেট-ফ্রেন্ডলি এবং ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন, ইনফিনিক্স হট ১২ হতে পারে তাদের জন্য উপযুক্ত একটি পছন্দ।
Next Post Previous Post