What is the price of Realme 15 Pro in Bangladesh?

আপনি কি Realme 15 Pro Price in Bangladesh সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান? যদি জানার আগ্রহ থাকে তবে প্রিয় পাঠক আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো What is the price of Realme 15 Pro in Bangladesh?

Realme-15-Pro-Price-in-Bangladesh

আমরা আজকে Realme 15 Pro ফোনের দাম, সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, নেটওয়ার্ক সহ গেমিংয়ের জন্য এই ফোনটি কত ভালো তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো।

পোস্ট সূচিপত্র: What is the price of Realme 15 Pro in Bangladesh?

Realme 15 Pro Price in Bangladesh

Realme দিনকে দিন তাদের নতুন নতুন মডেলের ফোন মার্কেটে লঞ্চ করে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। চায়নিজ ব্র্যান্ড হিসেবে রিয়েলমি খুবই খ্যাতি ছড়িয়েছে। তারা গত ১৫ অক্টোবর ২০২৫ইং তারিখে মার্কেটে একটি নতুন ফোন লঞ্চ করে যার মডেল Realme 15 Pro। এই ফোনটি বর্তমান বাংলাদেশ বাজারে ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে যেটি অফিসিয়াল প্রাইজ। একই সাথে এটির আবার আন অফিসিয়াল ভ্যারিয়েন্টও রয়েছে যার দাম ৪৩,৫০০ টাকা।

Realme 15 Pro ফোনের কি প্রসেসর ব্যবহার করা হয়েছে?

আমরা উপরে জেনে নিলাম Realme 15 Pro Price in Bangladesh সম্পর্কে। চলুন এবার জেনে আসি এই ফোনের প্রসেসর কোয়ালিটি ও পারফরম্যান্সে কেমন সে নিয়ে।

রিয়েলমি 15 Pro ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm SM7750-AB Snapdragon 7 Gen 4, সিপিইউ রয়েছে Octa-core (1x2.8 GHz Cortex-720 & 4x2.4 GHz Cortex-720 & 3x1.8 GHz Cortex-520) যার কোর সংখ্যা ৮টি, জিপিইউ রয়েছে Adreno 722। ফোনটিতে ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে Realme UI 6.0 এবং অপারেটিং সিস্টেম হিসেবে রান করবে v15।

Realme তাদের 15 Pro মডেলের ফোনে যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটি মূলত একটি ভালোমানের প্রসেসর বলা চলে। আপনি ফোনটি ব্যবহারের সময় স্মুথনেস একটি ভাব পাবেন যা আপনার ফোন চালানোর অভিজ্ঞতাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে। প্রসেসরটি ভালো মানের হওয়ায় প্রতিটি এপ্সে ভালোভাবে ঢুকা সহ বাহির হওয়া যাচ্ছে এবং ল্যাগিং সমস্যার সম্মুখীনও হচ্ছেনা। আপনি ফোনটি চালিয়ে বেশ মজা পাবেন। আপনার সারাদিনের কাজ সেটা হোক হালকা কিংবা ভারী প্রতিটি কাজ আপনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন রিয়েলমির 15 Pro ফোনটি দিয়ে।

Realme 15 Pro ফোনে স্টোরেজ কেমন পাওয়া যাবে?

স্টোরেজ একটি ফোনের গুরুত্বপূর্ণ দিক। ফোনের স্টোরেজ যত বড় থাকবে ফোন ততটা দ্রুত কাজ করবে। আপনার ফোনের র‌্যাম যদি বড়সর হয় তবে আপনি প্রতিটি কাজ খুবই দ্রুত ও দারুনভাবে করতে পারবেন। আর র‌্যাম ম্যানেজমেন্ট যদি সমস্যা হয় তবে ফোন চালানোকে একটু ধীর গতি করে দিতে পারে যা প্রতিটি ফোন ব্যবহারকারীদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়।

তো Realme 15 Pro ফোনে স্টোরেজ কেমন থাকছে? Realme 15 Pro ফোনে অফিসিয়ালি ও আন অফিসিয়ালি LPDDR4X ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম থাকছে। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ফোনের দাম অনুযায়ী এর স্টোরেজ ভালোই বলা চলে। তবে আপনি যদি চান তবে এই স্টোরেজকে বাড়িয়ে নিতে পারেন যা আপনার একই ব্যক্তিগত ব্যাপার। তবে ১২ জিবি র‌্যাম যথেষ্ট বলে আমাদের মনে হয়। আপনি হালকা থেকে ভারী যেকোনো কাজ করেন না কেন এই ১২ র‌্যাম আপনার জন্য যথেষ্ট পরিমাণে ফোনে যেকোনো প্রকার কাজ করতে সাহায্য করবে।

Realme 15 Pro ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি কেমন?

আমরা তো উপরে বিস্তারিতভাবে জেনেছি What is the price of Realme 15 Pro in Bangladesh? এছাড়া আমরা জেনেছি, Realme 15 Pro ফোনের প্রসেসর ও স্টোরেজ সম্পর্কে। আমরা এখন আলোচনা করবো এবং জানবো এই ফোনের ডিজাইন ও বিল্ড কােয়ালিটি কেমন তা নিয়ে।

Realme-15-Pro-ফোনের-ডিজাইন-ও-বিল্ড-কোয়ালিটি
  • ফোনটির উচ্চতা: ১৬২.২৬ মিমি
  • প্রস্থ: ৭৬.১৫ মিমি
  • থিকন্সে (পুরুত্ব): ৭.৭৯ মিমি (প্রবাহিত রূপালী) এবং ৭.৮৪ মিমি (মখমল সবুজ)
  • ওজন: মাত্র ১৮৭ গ্রাম
  • বিল্ড করা হয়েছে: গ্লাস ফ্রন্ট (গরিলা গ্লাস ৭আই), অ্যালুমিনিয়াম ফ্রেম, ফাইবারগ্লাস ব্যাক অথবা সিলিকন পলিমার (ইকো লেদার) ব্যাক
  • ফোনের কালার ভ্যারিয়েন্ট থাকছে: ফ্লোয়িং সিলভার, মখমল সবুজ
  • ওয়াটার প্রুভ: হ্যাঁ ফোনটি ওয়াটার প্রুভ সাথে ধুলোবালি প্রতিরোধী
  • আইপি রেটিং: IP68/IP69
Realme 15 Pro ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর। এর ব্যাকসাইড বা পেছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি, তবে গ্লাস দিলে আরো ভালো হতো। এখানে তারা একটু কমতি রেখে। এছাড়া ফ্রেমটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং সামনের অংশে রয়েছে গরিলা গ্লাস এবং কিছুটা রাউন্ড সেপের যা ফোনটি প্রিমিয়াম লুক দেয়। ফোনটির পেছনের অংশে রয়েছে দুটি ক্যামেরা এবং একটি নোটিফিকেশন রিমাইন্ডার। আর রয়েছে দুটি দুই কালারের ফ্লাশ লাইট এবং এই দুটি ফ্লাশ লাইটের আলো আপনি ইচ্ছা মতো কমাতে বা বাড়াতে পারবেন।

ডিজাইনের ও বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে এবং ফোনের ব্যাকসাইডে কিন্তু হাতে ঝাপ বুঝা যায় না। সব মিলিয়ে এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভালোই কোনো অংশে খারাপ না।

Realme 15 Pro ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন?

ক্যামেরা, Realme 15 Pro ফোনের ক্যামেরা নিয়ে চলুন এবার জেনে আসি তারা ক্যামেরায় কি করেছে এবং কতটা দর্শকদের মন কেড়েছে নাকি মন হারিয়েছে সে সম্পর্কে জেনে নেই।

মেইন বা প্রাইমারি ক্যামেরা:
  • ক্যামেরা সেটআপ: ডুয়াল
  • রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, এফ/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল, এফ/২.০, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
  • ক্যামেরা সেন্সর: সনি আইএমএক্স৮৯৬
  • অটোফোকাস ও ওআইএস: আছে
  • ফ্ল্যাশ লাইট: ডুয়াল এলইডি ফ্ল্যাশ
  • ছবির রেজোলিউশন: ৮১৯২ x ৬১৪৪ পিক্সেল
  • সেটিংস হিসেবে: এক্সপোজার ক্ষতিপূরণ, আইএসও নিয়ন্ত্রণ
  • জুমিং অপশন: ডিজিটাল জুম
  • শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (এইচডিআর), স্টারি মোড
  • অ্যাপারচার: এফ/১.৮
  • ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডুয়াল ভিডিও রেকর্ডিং, স্লো মোশন, ভিডিও এইচডিআর, ভিডিও প্রো মোড
  • ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
  • ভিডিও এফপিএস: ৩০ এফপিএস, ১২০ এফপিএস, ২৪০ এফপিএস
সেলফি ক্যামেরা:
  • ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
  • রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, এফ/২.৪, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
  • ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
  • ভিডিও এফপিএস: ৬০ এফপিএস
  • অ্যাপারচার এফ/২.৪
ক্যামেরায় 15 Pro ফোনের প্রতিটি শুটারের রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল করে রয়েছে। আর প্রতিটি শুটারের কোয়ালিটি মানসম্মত। আপনি যদি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তবে এই ফোনটি আপনার জন্য একটি ভালো চয়েজ হতে পারে। মেইন ক্যামেরা দিয়ে আপনি বেশ চমৎকার ভাবে ছবি তুলতে পারবেন আর ছবির কোয়ালিটিও উন্নতমানে। দিনের আলোতে বেশ ভালোভাবে ছবির তুলতে পারে আর সাবজেক্টকে তার ন্যাচারল রুপে রাখার চেষ্টা করে। আপনি যদি মেইন ক্যামেরা দিয়ে প্রোটেইট মুডে 2x ছবি তুলেন তবে দেখবেন এর কোয়ালিটি ও ক্যাপচার বেশ চমৎকার ও নিখুঁত।

ডিসপ্লের টপ পজিশনের রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা যার কোয়ালিটি ৫০ মেগাপিক্সেল। আপনি যদি সেলফি লাভার হয়ে থাকেন তবে এই ক্যামেরা আপনাকে নিরাশ করবেনা। আপনি সেলফি বেশ ভালোভাবে তুলতে পারবেন যার কোয়ালিটি নিয়ে কোন ক্লেইম বা অভিযোগ নেই। আর আপনি মেইন ক্যামেরা সাথে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিও করতে পারবেন যার স্টেবিলিটি বেশ ভালো বলা চলে।

গেমিংয়ের জন্য Realme 15 Pro ফোন কতটা শক্তিশালী?

প্রিয় গেমার বন্ধুদের জন্য আমাদের আর্টিকেলের এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। কারণ আপনি যদি গেমিংয়ের জন্য Realme 15 Pro ফোনটি কেনার কথা চিন্তা করেন তবে আপনাকে আগে জানতে হবে এই ফোনটি আদৌও গেমিংয়ের জন্য প্রস্তুত কি-না? তাই চলুন জেনে আসি।

গেমিংয়ের-জন্য-Realme-15-Pro-ফোন-কতটা-শক্তিশালী

Realme 15 Pro ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা মূলত উন্নতমানে একটি প্রসেসর বা চিপসেট। আপনি এই ফোনে গেমিং করতে পারবেন। তবে আপনি যদি হেভি টাইপের গেমার হয়ে থাকেন বা ভারী ও হাই গ্রাফিক্স সম্পূর্ণ গেমিং করার কথা চিন্তা করেন তবে আপনার জন্য এক বালতি সমবেদনা জানায়। কেননা এই ফোনটি হেভি গেমারদের জন্য একদম নয়। যারা মোটামুটি গেমিং করেন ভারী গেমার না, দিনে হালকা পাতলা গেম খেলেন দীর্ঘ সময় ধরে না তাদের জন্য Realme 15 Pro ফোনটির ভালো চয়েজ হতে পারে।


আমরা বলছিনা যে আপনি ভারী গেমিং করতে পারবেন না, করতে পারবেন তবে দীর্ঘ সময় ধরে করলে ফােন কিছুটা হিট বা গরম হতে পারে এবং মাঝে মাঝে ল্যাগিং সমস্যাও দেখা দিতে পারে। তাই আপনি যদি হালকা-পাতলা গেমার হন তবে আমরা আপনাকে এই ফোনটি নেওয়ার জন্য সাজেস্ট করতে পারি, তবে আপনি যদি হেভি গেমার হন তবে এই ফোনটির আপনার জন্য সেরা চয়েজ নাও হতে পারে। তবে সিদ্ধান্ত একান্তই আপনার।

ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাকআপ কেমন পাওয়া যাবে Realme 15 Pro ফোনে?

চলুন এবার জেনে আসি Realme 15 Pro ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাকআপ কেমন পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিতভাবে।
  • ব্যাটারি টাইপ: লি-আয়ন (লিথিয়াম আয়ন)
  • ক্ষমতা: ৭০০০mAh
  • চার্জার: ৮০ ওয়াট তারযুক্ত
  • ব্যাটারি প্লেসমেন্ট: নন-রিমুভাল
  • চার্জার টাইপ: ইউএসবি টাইপ-সি ২.০
তো আপনি যদি  ব্যাটারি ব্যাকআপ হিসেবে একটি ভালো চান তবে Realme 15 Pro ফোনটি আপনার সেরা একটি চয়েজ হবে। এই ফোনের দেওয়া হয়েছে বিশাল 7000mAh এর ব্যাটারি। ব্যাকআপ হিসেবে আপনি দেড় থেকে দুই দিনের মতো পাবেন এবং মাঝারি থেকে ভারী কাজের ক্ষেত্রে ১৪-১৫ ঘন্টার মতো পেতে পারেন। আর ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন ৮০ ওয়াটের টাইপ-সি ২.০ চার্জার, যা দিয়ে ফোনটিকে চার্জ করতে সময় লাগবে আনুমানিক ১ ঘন্টার মতো।

Realme 15 Pro ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যাবে কি?

হ্যাঁ Realme 15 Pro ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনে নেটওয়ার্ক সাপোর্ট করবে 2G, 3G, 4G, 5G এবং আপনি খুবই দ্রুত গতিতে ইন্টারনেট চালাতে পারবেন। যারা দ্রুত গতির ইন্টারনেট সাপোর্ট পেতে চান তাদের জন্য এই ফোনটি সেরা একটি চয়েজ হতে পারে। নেটওয়ার্কিং সুবিধায় আরো থাকছে:
  • সিম স্লট: ডুয়াল সিম, জিএসএম+জিএসএম
  • সিম সাইজ: সিম১: ন্যানো, সিম২: ন্যানো
  • EDGE: আছে
  • GPRS: আছে
  • VoLTE: আছে
  • স্পিড থাকছে: এইচএসপিএ, এলটিই, ৫জি
  • এসএআর ভ্যালু হেড: ১.১৮৬ ওয়াট/কেজি, বডি: ০.৪৬৪ ওয়াট/কেজি
  • WLAN: ওয়াই-ফাই ৬ (৮০২.১১ এ/বি/জি/এন/এসি/অ্যাক্স) ৫গিগাহার্জ, মিমো
  • ব্লুটুথ: ভি৫.৪
  • জিপিএস: আছে সাথে-জিপিএস সহ, গ্লোনাস
  • ওয়াই-ফাই হটস্পট: আছে

শেষ মন্তব্য

আমরা Realme 15 Pro Price in Bangladesh এই আর্টিকেলের শেষ অংশে চলে এসেছি। আর আপনাদের শেষ অংশে জানিয়ে রাখি Realme তাদের 15 Pro মডেলের ফোনটিতে অর্থাৎ আমরা আজকে যে ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সে ফোনে অফিসিয়ালি ৩ বছরের সফটওয়্যার আপডেট ও ৪ বছরের সিকিউরিটি আপডেট দিবে যা ব্যবহারকারীদের জন্য খুবই ভালো একটি সংবাদ। এছাড়া এই ফোনের আরো কিছু ভালো দিক হচ্ছে, ফ্রিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে যা খুবই নিখুঁতভাবে কাজ করে।

এই ফোনটি নিয়ে কোনো অভিযোগ নেই বললে চলে। আপনাদের বাজেট যদি ৬০ হাজার টাকা হয়ে থাকে তবে আপনি এই ফোনটি আপনার চয়েজ লিস্টে রাখতে পারেন। সবদিক যদি বিবেচনা করা যায় তবে Realme 15 Pro 5G ফোনটি অত্যান্ত চমৎকার ও ব্যবহার বান্ধব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url