Tecno Pova Slim 5G ফোনের স্লিম ডিজাইন, শক্তিশালী ফিচার ও পারফরম্যান্স নিয়ে
আমরা আজকে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করবো। আপনি যদি একটি চিকন বা স্লিম
টাইপের ফোন খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে
যাচ্ছে।
আমরা আজকে এই আর্টিকেলে আরো জানবো এই ফোনের প্রাইজ কত?, ফিচার ও স্পেসিফিকেশন,
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তাই শেষ
পর্যন্ত পড়ুন এবং জেনে নিন Tecno Pova Slim 5G ফোনটি ফোনটি সম্পর্কে।
Tecno Pova Slim 5G Price in Bangladesh
স্লিম ডিজাইন ও শক্তিশালী ফিচার Tecno Pova Slim 5G ফোনটি বাংলাদেশ বাজারে গত
৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিসিয়ালি লঞ্চ করা হয়। যারা একটি স্লিম বা চিকন ফোন
খুঁজছেন এবং সহজে যেন যেখানে সেখানে নিয়ে বেড়ানো যায় তাদের জন্য টেকনো পোভা
স্লিম ৫জি ফোনটি একটি ভালো চয়েজ হতে পারে। এই ফোনটির অফিসিয়াল প্রাইজ রাখা
হয়েছে ২৯,৯৯৯ টাকা। ফোনটিতে স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ৮ জিবি র্যাম, র্যাম
টাইপ দেওয়া হয়েছে LPDDR4X ও ২৫৬ জিবি রম।
হার্ডওয়্যারের দিক থেকে কেমন থাকছে Tecno Pova Slim ফোনটি?
আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম Tecno Pova Slim 5G price in
Bangladesh সম্পর্কে এবং আমরা একই সাথে জেনে গেছি এই ফোনের স্টোরেজ কেমন থাকছে
সে সম্পর্কেও। চলুন এবার জেনে আসি Tecno Pova Slim ফোনের প্রসেসর বা
হার্ডওয়্যার পারফরম্যান্স কেমন পাওয়া যাবে সে সম্পর্কে।
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড
- অপারেটিং সিস্টেম ভার্সন: v15
- ইউজার ইন্টারফেস: HIOS 15
- প্রসেসর: Mediatek Dimensity 6400
-
সিপিইউ: Octa-core (2x2.5 GHz Cortex-A76 & 6x2.0 GHz Cortex-A55)
- জিপিইউ: Mali-G57 MC2
Tecno Pova Slim 5G ফোনে যে প্রসেসর বা চিপসেট দেওয়া হয়েছে এটি একটি মিড
রেঞ্জের প্রসেসর। এই প্রসেসর পারফরম্যান্স ফোনের ডিজাইন ও প্রাইজ অনুপাতে বেশ
ভালো ধরা চলে। আপনি আপনার সারাদিনের কাজকর্ম এই ফোনটি দিয়ে ভালোভাবে করতে
পারবেন। যারা ফোনকে শুধু সাদামাটা কাজের জন্য ব্যবহার করেন বা সাধারণ কাজগুলোর
জন্য দৈনন্দিন কাজ করেন তাদের জন্য এই চিপসেটটি ভালো বলা চলে।
তবে আপনি যদি ভারী বা হেভি ইউজার হন, যেমন: সবসময় গেমিং করেন, ভিডিও এডিটিং এর
কাজ করেন, ফোনের সারাক্ষণ ভিডিও দেখেন এই ধরনের ভারী কাজগুলো করেন তাদের জন্য
এই ফোনটি সেরা চয়েজ নাও হতে পারে। কেননা ফোনটি স্লিম হওয়ায় এতে যে প্রসেসরটি
দেওয়া হয়েছে এটি ভারী কাজের জন্য একদমই নয়। তবে আপনি যদি ভারী কাজগুলো কিছু
সময়ের জন্য করেন তবে আপনার জন্য এই ফোনটি ভালো হতে পারে। আর বিশেষ করে ভারী
গেমিং এর জন্য ফোনটি মোটেও ভালো চয়েজ নয়। যারা ভারী গেমার হন তারা এই প্রাইজ
পয়েন্টে অন্য ফোন দেখতে পারেন। কারণ এই ফোনে ভারী গেমিং করলে ফোন কিছুটা ল্যাগ
করতে পারে এবং একই সাথে ফোনটি হিট বা গরমও হয়। তাই গেমার বন্ধুদের জন্য ফোনটি
মোটেও ভালো হবেনা।
এই ফোনের দেওয়া হয়েছে HIOS 15 যা আপনার ফোন ব্যবহারকে আরো নিখুঁত ও দারুনভাবে
কাজ করতে সাহায্য করবে। ফোনটিতে আপনি বিভিন্ন ফিচার অর্থাৎ বিশেষ করে এআই ফিচার
ভরপুর পাবেন যা আপনার অনেক কাজে আসবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম ভার্সন
হিসেবে রান করবে v15 যা আমরা এখন অধিকাংশ ফোনের মাঝে দেখতে পায়।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি কেমন Tecno Pova Slim ফোনের?
চলুন এবার Tecno Pova Slim ফোনটি যার জন্য বিখ্যাত অর্থাৎ এর মূল আকর্ষণ
এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।
- উচ্চতা: ১৬৪.২৩ মিমি
- প্রস্থ: ৭৫.৯১ মিমি
- থিকন্সে (চিকন): ৫.৯৫ মিমি
- ওজন: ১৫৬ গ্রাম
- বিল্ড: গ্লাস ফ্রন্ট (গরিলা গ্লাস ৭আই), ফাইবারগ্লাস ব্যাক
- রঙ: আকাশী নীল, স্লিম সাদা, কুল ব্ল্যাক
- জলরোধী: স্প্ল্যাশ প্রুফ
- আইপি রেটিং: আইপি৬৪
Tecno Pova Slim ফোনের নামের মতোই এর ডিজাইন একদম স্লিম ও হালকা। আমরা ফোনের
নাম দেখেই বা ছবি দেখেই বুঝে নিয়েছি এই ফোনটি খুবই পাতলা অর্থাৎ এর থিকন্সে
বা পুরুত্ব মাত্র ৫.৯৫ মিমি এবং ওজন মাত্র ১৫৬ গ্রাম। ফোনটি বিল্ড করা হয়েছে
ফ্রন্ট সাইড গ্লাসের যা গরিলা গ্লাস ৭আই এবং ব্যাক গাইডে দেওয়া হয়েছে
ফাইবারগ্লাস, যা হাতে নিলে একটি প্রিমিয়াম অনুভূতি দেয়। এই ফোনটিকে আরো
সুন্দর দেখানোর জন্য ফোনের কোণের দিকগুলো মসৃণভাবে বাঁকানো হয়েছে।
বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আরো বলি তবে, বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটি যথেষ্ট
শক্ত। দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা হালকা আঘাত থেকে এটি ভালোভাবে সুরক্ষা
দিতে পারে। এর বডিতে ফিঙ্গারপ্রিন্ট দাগ সহজে পড়ে না, যা ব্যবহারকারীর জন্য
বাড়তি সুবিধা। ফোনটিতে আইপি রেটিং দেওয়া হয়েছে ৬৪, যা হালকা পানি ও ধুলোবালী
থেকে সুরক্ষা করবে। ফোনটির কালার হিসেবে পাওয়া যাবে, আকাশী নীল, স্লিম সাদা,
কুল ব্ল্যাক।
এই ফোনের ব্যাক সাইডে রয়েছে মেইন ক্যামেরা যার ক্যামেরা লেন্সের চারদিক দিয়ে
বেশ সুন্দরভাবে সাদা লাইট জ্বলে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। ক্যামেরার
লাইটগুলো দেওয়ার মেইন কারণ হচ্ছে কোনো নোটিফিকেশন যদি আসে সেক্ষেত্রে আপনি
সহজে যেন বুঝতে পারেন তার জন্য এটি দেওয়া হয়েছে। সবদিক দিয়ে যদি বলি তবে,
Tecno Pova Slim-এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এই দামের মধ্যে চমৎকার বলা চলে।
যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন, তাদের কাছে এই মডেলটি বেশ আকর্ষণীয় মনে হবে।
ডিসপ্লে সাইজ ও কোয়ালিটি কেমন পাওয়া যাবে Tecno Pova Slim ফোনে?
স্লিম ডিজাইন ও শক্তিশালী ফিচার Tecno Pova Slim 5G ফোনটি সম্পর্কে আমরা বেশ
কিছু জিনিস জেনেছি। তবে আমাদের আলোচনা এখনো শেষ হয়নি। আমরা এখন আলোচনা করবো
Tecno Pova Slim ফোনের ডিসপ্লে নিয়ে। চলুন তবে জেনে আসি।
- ডিসপ্লের ধরণ: AMOLED
- স্ক্রিনের আকার: ৬.৭৮ ইঞ্চি
- রেজোলিউশন: ১২২৪x২৭২০ পিক্সেল (FHD+)
- আসপেক্ট রেশিও: ২০:৯
- পিক্সেল ডেনসিটি: ৪৪০ পিপিআই
- স্ক্রিন টু বডি রেশিও: ৮৯.১%
- স্ক্রিন প্রোটেকশন: কর্নিং গরিলা গ্লাস ৭আই
- বেজেল-লেস ডিসপ্লে: হ্যাঁ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ
- টাচ স্ক্রিন: ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ
- ব্রাইটন্সে: ৪৫০০ নিট
- রিফ্রেশ রেট: ১৪৪ হার্জ
- নচ: পাঞ্চ-হোল
ডিসপ্লের দিক থেকেও Tecno Pova Slim ফোনটি বেশ সবার নজর কেড়েছে। এই ফোনে
ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে AMOLED, যার সাইজ ৬.৭৮ ইঞ্চি এবং ভালো বিষয় হচ্ছে
এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস সাপোর্ট থাকায় আপনি
গেমিং, ভিডিও স্ট্রিমিং ও স্ক্রোলিং সহ যাবতীয় কাজ করে করে বেশ মজা পাবেন।
ডিসপ্লের কালার বেশ স্বচ্ছ ও দারুন। আপনি প্রতিটি দৃশ্য বেশ দারুনভাবে উপভোগ
করতে পারবেন। ফোনের স্ক্রিন প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস
৭আই যা আপনার ফোনের ডিসপ্লেকে ছোট থেকে শুরু করে মাঝারি রকমের স্ক্র্যাচ থেকে
সুরক্ষা করবে।
Tecno Pova Slim 5G ফোনের ডিসপ্লের বেজেল খুবই দারুনভাবে দেওয়া হয়েছে যা
ডিসপ্লেকে আরো আকর্ষণীয় করে তুলে। আর হ্যাঁ ডিসপ্লের টপ পজিশনে রয়েছে পাঞ্চ হোল
সেলফি ক্যামেরা যা দেখতে দারুন ও আকর্ষণীয় বটে। ডিসপ্লের নিচের রয়েছে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনকে আনলক করতে ব্যবহার করা হয়। ডিসপ্লের
ব্রাইটন্সে টেকনো বলছে ৪৫০০ নিট দেওয়া হয়েছে, যা খুবই ভালো একটি বিষয়। সূর্যের
আলোতে বেশ স্পষ্ট ও ক্লিয়ারভাবে ডিসপ্লেতে প্রতিটি জিনিস দেখা যায় এবং বেশ
ব্রাইট। রিফ্রেশিং রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ যা মূলত ১২০ হার্জ হিসেবে কাজ
করে। আপনি কয়েকটি অ্যাপ্সে ১৪৪ হার্জ পাবেন আর অধিকাংশ অ্যাপ্সে ১২০ হার্জ। তবে
আমরা জানি যে, এই প্রাইজ পয়েন্টে এখন প্রতিটি ফোন তাদের ডিসপ্লে রিফ্রেশিং রেট
দিয়ে থাকে ১২০ হার্জ, যা খুবই ভালো এবং দ্রুত যেকোনো কাজ করতে সাহায্য করে।
তো সব মিলিয়ে যদি বলা যায়, তবে Tecno Pova Slim ফোনের ডিসপ্লে কোয়ালিটি বেশ
ভালো রকমে এবং উন্নতমানে একটি ডিসপ্লে। এই প্রাইজে তারা দর্শকদের ভালোই নজর
কেড়েছে।
Tecno Pova Slim ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন?
আমরা বিস্তারিতভাবে জেনেছি Tecno Pova Slim 5G price in Bangladesh
সম্পর্কে, আমরা একই সাথে জেনেছি এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, প্রসেসর সহ
আরো অনেক গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। চলুন এবার জেনে নেওয়া যাক Tecno Pova Slim 5G
Camera Review সম্পর্কে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ডুয়াল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, f/১.৭৯, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা, ২ মেগাপিক্সেল, ডেপথ ক্যামেরা
- অটোফোকাস: আছে
- ফ্ল্যাশ: এলইডি ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
- সেটিংস এক্সপোজার ক্ষতিপূরণ, আইএসও নিয়ন্ত্রণ
- জুম: ডিজিটাল জুম
- শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (এইচডিআর)
- অ্যাপারচার: f/১.৭৯
-
ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডুয়াল
ভিডিও রেকর্ডিং, ভ্লগ মোড
- ভিডিও রেকর্ডিং: ২৫৬০x১৪৪০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ১৩ মেগাপিক্সেল, f/২.০, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
- ভিডিও রেকর্ডিং: ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/২.০
Tecno Pova Slim 5G ফোনের মেইন ক্যামেরা ও সেলফি ক্যামেরা মোটামুটি বলা চলে।
মেইন শুটার আমরা যদিও দেখি দুটি তবে আসলে মেইন শুটার একটি যার কোয়ালিটি ৫০
মেগাপিক্সেল ও আরেকটি শুটার ২ মেগাপিক্সেল যেটির কোনো কাজ নেই। ছবির কোয়ালিটি
মোটামুটি চলে। তবে আপনি এর ক্যামেরায় বেশ ভালো রকমের এআই ফিচার পেয়ে যাবেন,
যেমন: সাবজেক্ট রিমুভার, sharpness, enhance সহ আরো অনেক ফিচার। আপনি যদি
ক্যামেরার দিক থেকে এই ফোনটিকে বিবেচনা করেন তবে এটি মিড রেঞ্জে থেকে একটু নিচে
থাকে। দিনের আলোতে ছবি ভালো দেয় তবে যদি একটু আলো কম হয়ে যায় তবে ছবিতে কিছুটা
নয়েজ দেখা যায়। আর রাতের বেলা ছবি অতটাও উন্নতমানে না তবে চলার মতো। মেইন
ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে ২৫৬০x১৪৪০, ১৯২০x১০৮০ এবং এফপিএস পাওয়া
যাবে ৩০, ভিডিও স্ট্যাবিলিটি মোটামুটি চলে। তবে আপনি যদি ভিডিও করার সময় ফোনকে
বেশি নাড়ান তবে ভিডিও মান নষ্ট হতে পারে।
সেলফি ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল। তবে তারা যদি এটি একটু উন্নত করতো তবে
আরো ভালো হতে বলে আমরা মনে করি। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে
১৯২০x১০৮০ এবং এফপিএস পাওয়া যাবে ৩০। ক্যামেরা দিক থেকে যদি বলা যায় তবে, Tecno
Pova Slim 5G ফোনটি স্লিম হওয়ায় এর ক্যামেরা মোটামুটি চলার মতো। তবে যারা
ক্যামেরার দিক থেকে একটু ভালো মানের ফোন চান তাদের জন্য Tecno 7 Pro অথবা Camon
40 Pro ফোনটি ভালাে হতে পারে।
Tecno Pova Slim ফোনে কি 5G নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যাবে?
বর্তমান বাজারে আমরা অনেক ফোন দেখছি যাদের প্রাইজ ২৫ হাজার থেকে ৩০ হাজার
টাকার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ফোনগুলোতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট
দিচ্ছেনা বা আগ্রহ দেখাচ্ছেনা। তবে টেকনাে আমাদের নিরাশ করেনি। তারা তাদের
Pova Slim মডেলটিতে ৫জি সাপোর্ট রেখেছে। তাই যারা প্রশ্ন করে থাকেন, Tecno
Pova Slim ফোনে কি 5G নেটওয়ার্ক সাপোর্ট থাকছে কি-না তাদের জন্য সু-খবর
হ্যাঁ, Tecno Pova Slim ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে।
ফোনটির 5G মডেম শক্তিশালী এবং নেটওয়ার্ক স্ট্যাবিলিটি ভালো রাখে। এছাড়া এটিতে
নেটওয়ার্কিং সুবিধায় থাকছে 2G, 3G, 4G, 5G ও VoLTE-তেও অসাধারণভাবে কাজ
করে। যারা আগামীর নেটওয়ার্ক সুবিধা উপভোগ করতে চান, তাদের জন্য Tecno Pova
Slim ফোনটি বেশ দারুন চয়েজ হতে পারে।
Tecno Pova Slim ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কত?
আমরা তো বিস্তারিতভাবে উপরে জেনে এসেছি স্লিম ডিজাইন ও শক্তিশালী ফিচার
Tecno Pova Slim 5G ফোনটি সম্পর্কে। আমরা একই সাথে জেনেছি Tecno Pova
Slim 5G price in Bangladesh সম্পর্কেও। এখন আমরা আলোচনা করবো এই ফোনের
ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাটারি রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
Tecno Pova Slim ফোনে ব্যবহৃত হয়েছে 5160 mAh এর বড় ক্ষমতার ব্যাটারি।
এর ডিজাইন ও পুরুত্ব অনুযায়ী বেশ ভালো সাইজের ব্যাটারি ফোনটিতে রাখা হয়েছে।
ব্যাকআপ হিসেবে আপনি ১ দিনের মতো পেয়ে যাবেন। আর যদি আপনি ভারী ইউজার হন তবে
৭-৮ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, যা আপনার জন্য খুবই উপকার।
ফোনটির ফাস্ট চার্জিং ফিচারও উল্লেখযোগ্য। এই ফোনের চার্জার হিসেবে দেওয়া
হয়েছে ৪৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি ২.০ চার্জার, যা দিয়ে ফোনটিকে ১০০% চার্জ
করতে সময় লাগবে ১ ঘন্টার মতো। আরো রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম অর্থাৎ আপনি
চাইলে আমার এই ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য ফোনকে চার্জ
করতে পারেন এবং এটির জন্য দেওয়া হয়েছে ১০ ওয়াটের রিভার্স চার্জার।
Tecno Pova Slim ফোনে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট কয় বছর পর্যন্ত পাওয়া
যাবে?
আমাদের প্রত্যেকের জানা উচিত, ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি এর মেজর
সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি আডটেড সম্পর্কে। কেননা এই আপডেটগুলোর ফলে ফোনের
নতুন নতুন কিছু ফিচার যুক্ত হয় এবং ফোনকে দ্রুত কাজ করতে অনেক সাহায্য করে।
চলুন তবে জেনে আসি Tecno Pova Slim 5G ফোনের গুরুত্বপূর্ণ আপডেটগুলাে
সম্পর্কে।
আমরা উপরে জেনেছি Tecno Pova Slim ফোনটি সর্বশেষ Android ভার্সনে v15 এবং
Tecno এর নিজস্ব HiOS15 ইন্টারফেস রয়েছে। কোম্পানি সাধারণত নিয়মিত সিকিউরিটি
প্যাচ ও সফটওয়্যার আপডেট দেয়, যা ২ থেকে ৩ বছর পর্যন্ত পাওয়া যায়। ফলে ফোনটি
দীর্ঘ সময় আপডেটেড অবস্থায় ব্যবহার করা সম্ভব।
টেকনো তাদের Pova Slim 5G ফোনটিতে সফটওয়্যার আপডেট দিয়েছে ১ বছর এবং
সিকিউরিটি আপডেট দিয়েছে ৩ বছর। যা একটি অটোমেশন প্রক্রিয়া, তবে সফটওয়্যার
আপডেটগুলো নিয়মিত চেক করে দিবেন তবে আপনার ফোন আরো দ্রুত কাজ করবে। আর আমরা
মনে করি, সফটওয়্যার আপডেটটি যদি ২ বছর দিত তবে আরো ভালো হতো। এছাড়া ফোনটিকে
সিকিউর রাখার জন্য রয়েছে, ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও
নির্ভুলভাবে কাজ করে।
শেষ মন্তব্য
আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জানানোর সর্বোচ্চ চেষ্টা করেছি স্লিম ডিজাইন
ও শক্তিশালী ফিচার Tecno Pova Slim 5G ফোনটি কেমন হবে সে সম্পর্কে। সবদিক দিয়ে
যদি বিবেচনা করা যায় তবে, Tecno Pova Slim 5G ফোনটি একটি ভারসাম্যপূর্ণ
স্মার্টফোন। এর স্লিম ও প্রিমিয়াম ডিজাইন, প্রসেসর বা চিপসেট, ডিসপ্লে ব্রাইটন্সে
সাথে রিফ্রেশিং রেট, শক্তিশালী ব্যাটারি এবং 5G সাপোর্ট সহ আরো অনেক ফিচার মিলিয়ে
বলা যায়, এটি একটি সম্পূর্ণ প্যাকেজ। যারা মিড-বাজেটে ভালো ডিজাইন ও পারফরম্যান্স
খুঁজছেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় পছন্দ হতে পারে এবং যারা স্লিম একটি ফোন
এতদিন ধরে খুঁজছেন তাদের জন্য Tecno Pova Slim 5G ফোনটি দারুন একটি চয়েজ হতে
পারে।