আমাদের অনেকের স্মার্টফোনে মোবাইল ডাটা চালু করলে মোবাইল গরম হয়ে উঠে। আমরা
কিন্তু এই গরম হওয়ার পেছনে সঠিক ব্যাখ্যা জানি না। তাই আমরা আজকের আর্টিকেলের
মধ্যে আপনাদের বিস্তারিতভাবে জানাবো ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন? এর
প্রতিকার কি সে সম্পর্কে।
ডাটা অন করলে ফোন গরম হয় কেন? তার আসল কারণ, প্রযুক্তিগত ব্যাখ্যা, বাস্তব
উদহারণ ও মোবাইল ঠান্ডা রাখার কার্যকর উপায় সম্পর্কে আমরা আজকে জানবো।
পোস্ট সূচিপত্র: ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন?
ডাটা অন করলে ফোন গরম হচ্ছে, এটি কি স্বাভাবিক?
আমরা হয়তো অনেকে খেয়াল করি না, ফোনের মোবাইল ডাটা অন করলেই ফোনটা ধীরে ধীরে
গরম হয়ে যাচ্ছে। ফেসবুক স্ক্রলিং করা, ইউটিউব দেখা বা ডাটা ব্যবহার করে
যেকোনো কাজ করা অবস্থায় এবং কাজ শেষে পকে রাখার পরও ফোনটি অস্বস্তিকরভাবে গরম
হয়ে যাচ্ছে এবং আমরা তা অনুভব করতে পারছি। অনেকেই আবার ভেবে নেই, এটি বুঝি
ফোন নষ্ট হওয়ার লক্ষণ। আবার অনেকে মনে করে যে, নতুন ফোনে এমন সমস্যা হয় না,
শুধু পুরোনো বা সেকেন্ড হ্যান্ড ফোনেই সমস্যা হয়।
বাস্তবতা হলো, ডাটা চালু করলে মোবাইল গরম হওয়া একটি সাধারণ সমস্যা কিন্তু
গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয়ও বটে। সব সময় এটি বিপজ্জনক নয়, আবার এটিকে
একেবারে যে উড়িয়ে দিবেন বা উপক্ষো করবেন তাও ঠিক নয়। আমি নিজে বিভিন্ন বাজেট
ও মিড-রেঞ্জ স্মার্টফোন ব্যবহার করে দেখেছি, একই কাজ করলেও একেক ফোনে গরম
হওয়ার মাত্রা একেক রকম। এখানেই বোঝা যায়, বিষয়টি শুধু ডাটার উপর নয়, ভেতরের
হার্ডওয়্যার, নেটওয়ার্ক এবং ব্যবহার প্যাটার্নের উপর নির্ভর করে।
আমাদের এই আর্টিকেলে আপনি জানতে পারবেন, ডাটা চালু করলে মোবাইল গরম হয়
কেন, এর পেছনের বিজ্ঞান কী, কখন এটি স্বাভাবিক আর কখন সর্তক থাকা জরুরি।
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন?
চলুন এবার জেনে নেওয়া যাক ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন সে
সম্পর্কে। বিস্তারিতভাবে আমরা ধাপে ধাপে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো।
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কারণ তখন ফোনের একাধিক হার্ডওয়্যার অংশ একসাথে
কাজ শুরু করে, বিশেষ করে নেটওয়ার্ক মডেম, প্রসেসর এবং ব্যাটারি। এই অংশগুলো
একসাথে কাজ করলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা তৈরি হয়। প্রিয় পাঠক আপনি একটু
কল্পনা করুন, যদি আপনি একসাথে রান্না করেন, ফ্যান চালান আর মোবাইল চার্জ দেন,
তখন ঘরের বিদ্যুৎ লাইনে চাপ পড়ে। ঠিক একইভাবে, ডাটা অন করলে ফোনের ভেতরের
সিস্টেমে চাপ বাড়ে। এটিকে যদি সংক্ষেপে বলি তবে ডাটা চালু করলে মোবাইল গরম
হওয়ার প্রধান কারণগুলো এমন হবে:
-
মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল ধরে রাখার জন্য অতিরিক্ত শক্তি খরচ বাড়ে, যার
ফলে ফোন গরম হয়।
- প্রসেসরের ওপর বাড়তি লোড পড়ে, ফলে মোবাইল ফোন গরম হয়।
- ব্যাটারি থেকে দ্রুত পাওয়ার ড্র হতে থাকে।
- ব্যাকগ্রাউন্ড অ্যাপের ডাটা ব্যবহার শুরু হয়।
মূলত এই কারণগুলো আলাদা আলাদা ভাবে কাজ করে না, বরং একসাথে কাজ করে ফোনের
তাপমাত্রা বাড়ায়। তাই প্রধান কারণ হিসেবে এগুলোকে আমরা ধরতে পারি। এছাড়া আরো
অনেক কারণ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করবো।
মোবাইল ডাটা এবং নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা জনিত কারণে
ডাটা চালু করলে মোবাইল গরম হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে নেটওয়ার্ক
সিগন্যাল, আর এটি হচ্ছে একটি বড় কারণ। বিশেষ করে বাংলাদেশে যারা 4G বা সীমিত
আকারে বিভিন্ন এলাকায় 5G ব্যবহার করেন, তারা বিষয়টি টের পেয়েছেন। যখন আপনার
ফোনে সিগন্যাল দুর্বল থাকে তখন ফোন বারবার নিকটবর্তী টাওয়ারের সাথে কানেক্ট
করার চেষ্টা করে, নেটওয়ার্ক মডেম ফুল পাওয়ারে কাজ করে এতে করে ব্যাটারি থেকে
বেশি শক্তি ব্যয় হয় এবং এই প্রক্রিয়ায় তাপ তৈরি হয়।
আমি নিজে লক্ষ্য করেছি, গ্রাম বা লিফটের ভেতরে ডাটা চালু থাকলে ফোন অনেক
দ্রুত গরম হয়, কিন্তু একই ফোন শহরের খোলা জায়গায় তুলনামূলক ঠান্ডা থাকে।
কারণ একটাই, দুর্বল সিগন্যাল। এছাড়া 4G বা 5G ডাটা তুলনামূলকভাবে 3G এর
চেয়ে বেশি পাওয়ার ব্যবহার করে। কারণ ডাটা স্পিড বেশি, ডাটা আদান-প্রদানও
বেশি। স্পিড যত বেশি, তাপ উৎপাদনও তত বেশি।
প্রসেসর ও ডাটা ব্যবহারের মধ্যে সমস্যা
ডাটা চালু করলেই শুধু ইন্টারনেট চলে না, বরং প্রসেসরও একটানা কাজ করতে থাকে।
আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু ফেসবুক দেখছি, এতে আবার এত কাজ কী? মূলত এখানে
ঘটনা অন্য, কী ঘটনা চলুন আপনাদের জানায়: আপনি যখন নেট অন করে ফেসবুক বা অন্য
কোনো ব্রাউজার বা সফটওয়্যার ব্রাউজ করেন তখন ছবি ও ভিডিও লোড হয় যে
সফটওয়্যারটি আপনি ব্যবহার করছেন তার। এছাড়া বিজ্ঞাপন রিফ্রেশ হয়, নোটিফিকেশন
চেক হয়, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট বা সিঙ্ক্রোনাইজ চলে। এই সবকিছু
প্রসেসরের উপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে লো-এন্ড বা পুরোনো প্রসেসর হলে তাপ
নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
চলুন আপনাদের একটি সহজ উদাহরণ দিয়ে বুঝায়। দুইজন মানুষ যদি একই ওজন
তুলতে যায়, একজন ফিট আর একজন অসুস্থ, কে বেশি ক্লান্ত হবে? অসুস্থ জনই। ঠিক
তেমনি, দুর্বল বা পুরোনো প্রসেসর ডাটা ব্যবহারে বেশি গরম হয়।
ব্যাটারি কেন ডাটা চালু করলে গরম হয় জেনে নিন
আমরা তো ধাপে ধাপে জেনে যাচ্ছে ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন সে
সম্পর্কে। আরো কিছু কারণ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো, তাই আর
দেরি না করে চলুন জেনে আসি।
আমরা অনেকে জানি ডাটা চালু করলে ব্যাটারি দ্রুত চার্জ খরচ করে। কিন্তু এটি
কেন করেন আমরা তার সঠিক ব্যাখ্যা জানি না। চলুন তবে জেনে আসি মূল কারণটি কি
সে সম্পর্কে। ডাটা ব্যবহারে ব্যাটারি থেকে দ্রুত পাওয়ার ড্র হয়, বিশেষ করে
লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশি লোডে তাপ তৈরি করে আর একটানা ডাটা ব্যবহারে
ব্যাটারি বিশ্রাম পায় না। যদি আপনি ডাটা চালু রেখে ফোন চার্জে দেন, তবে ঝুঁকি
আরো বেড়ে যায়। কারণ চার্জিংয়ের তাপ আর ডাটা ব্যবহারের তাপ একসাথে ব্যাটারির
উপর চাপ ফেলে, ফলে ব্যাটারি ও ফোন দুটি গরম হয়ে যায়।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার। হালকা গরম হওয়া স্বাভাবিক, কিন্তু
যদি ফোন ধরাই যায় না এমন গরম হয়, তবে সেটি স্বাভাবিক নয়।
কোন পরিস্থিতিতে ডাটা চালু করলে মোবাইল বেশি গরম হতে পারে?
আমাদের অনেকে প্রশ্ন, কোন পরিস্থিতিতে ডাটা চালু করলে মোবাইল বেশি গরম হতে
পারে? আমাদের জেনে রাখা উচিত স্মার্টফোন মূলত সব সময় সমানভাবে ফোন গরম হয় না।
কিছু স্বাভাবিক কারণ রয়েছে যেগুলোর কারণে ফোন গরম হয়ে থাকে যেমন: দুর্বল
নেটওয়ার্ক এলাকায় ডাটা চালু থাকলে, রোদে বা গরম পরিবেশে ফোন ব্যবহার করলে,
একসাথে ডাটা, গেমিং ও চার্জিং করলে, অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে,
পুরোনো বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ব্যবহার করলে এবং সর্বশেষ অ্যাপগুলোকে সঠিকভাবে
আপডেট না করলে।
আমি অনেক ব্যবহারকারীর কাছ থেকে শুনেছি, বাসে বা ট্রেনে ভ্রমণের সময় ডাটা চালু
থাকলে ফোন বেশি গরম হয়। এর কারণ হলো চলমান অবস্থায় ফোন বারবার নতুন টাওয়ারের
সাথে কানেক্ট করে এবং তার এই কানেক্টিং প্রচেষ্টায় ফোনকে গরম করে ফেলে।
ডাটা চালু করলে মোবাইল গরম হওয়া কি ফোনের জন্য ক্ষতিকর?
আমাদের আজকের আর্টিকেলের এই পয়েন্টে যে প্রশ্নটি রয়েছে তা প্রায় সবাই করে
থাকে, আর প্রশ্নটি করাটা খুবই যৌক্তিক। সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দেয় তবে
উত্তর হবে, সব সময় না, কিন্তু নিয়মিত হলে ক্ষতি হতে পারে।
আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলো
নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তাপ সহ্য করতে পারে। আপনি যদি ডাটা চালু করে
ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া বা হালকা ভিডিও দেখেন এবং সে সময় যদি হালকা গরম হয়
তবে এটি স্বাভাবিকভাবে ধরে নিন। এটি ফোনের ডিজাইন সীমার ভেতরেই থাকে। তবে
সমস্যা হতে পারে তখন যখন ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, দীর্ঘ সময় ধরে তাপমাত্রা
কমে না, বারবার হিট ওয়ার্নিং আসে এবং নিজে থেকেই অ্যাপ বন্ধ হয়ে যায়। এই
অবস্থায় মূলত ফোনের ভেতরের যন্ত্রাংশ অর্থাৎ হার্ডওয়্যার ধীরে ধীরে
ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ব্যাটারির উপর বেশি প্রভাব পড়ে। আমাদের
এখনকার ফোনগুলোতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, আর এই লিথিয়াম ব্যাটারি
বেশি তাপে দ্রুত পুরোনো হয়, চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়।
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারা দিনের বেশিরভাগ সময় ডাটা চালু রেখে চার্জে
দিয়ে ফোন ব্যবহার করেন, তাদের ফোন এক থেকে দেড় বছরের মধ্যেই ব্যাটারি
পারফরম্যান্স খারাপ হয়ে যাবে। তাই বিষয়টাকে একদম হালকাভাবে নিবেন না। সময়
থাকতে সর্তক ও সচেতন হন।
মোবাইল অতিরিক্ত গরম হলে কী কী সমস্যা হতে পারে?
আমরা তো উপরে বিস্তারিতভাবে জেনে গেছি, ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন?
চলুন এবার জেনে নেওয়া যাক স্মার্টফোন অতিরিক্ত গরম হলে কী কী সমস্যা হতে পারে
সে সম্পর্কে।
ডাটা চালু থাকা অবস্থায় ফোন যদি অতিরিক্ত গরম হয়, তাহলে কিছু সমস্যা ধীরে
ধীরে দেখা দিতে পারে। অনেক সময় আমরা কারণ বুঝতে পারি না, কিন্তু সমস্যাগুলো
জমতে থাকে আমাদের ফোনের ভেতরে। এর মধ্যে প্রধান সমস্যাগুলো হলো:
- ব্যাটারির চার্জ দ্রুত কমে যাওয়া
- ক্যামেরার পারফরম্যান্স কমে যাওয়া
- নেটওয়ার্ক স্পিড কমে যাওয়া
এমন কিছু ফোন রয়েছে যেগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। আর অতিরিক্ত গরম হলে
সিস্টেম নিজে থেকেই প্রসেসরের স্পিড কমিয়ে দেয়, যাকে থার্মাল থ্রটলিং বলা হয়।
এতে ফোন রক্ষা পায়, কিন্তু পারফরম্যান্স কমে যায়। আরেকটি বড় ঝুঁকি হলো
নিরাপত্তা। খুব বেশি তাপে বিরল ক্ষেত্রে ব্যাটারি ফুলে যেতে পারে। যদিও
এখনকার অধিকাংশ ফোনগুলোতে এই ঝুঁকি কম, তবুও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই
সর্তক থাকাই ভালো।
ডাটা চালু করলে মোবাইল কম গরম রাখার কার্যকর উপায়
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন আমরা বিস্তারিতভাবে জেনেছি। এখন আমাদের
জানতে হবে ডাটা চালু রেখে কিভাবে মোবাইলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় এবং
কোন উপায়ে ফোনকে গরম হওয়া থেকে বাঁচাতে পারি।
কিছু সহজ অভ্যাস বদলালেই আমরা ডাটা ব্যবহার করেও ফোনকে অনেকটা ঠান্ডা রাখতে
পারে যা আমাদের জন্য একটি ভালো খবর। অনেকে ফোনকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন
থার্টপার্টি অ্যাপ ব্যবহার করে থাকে, যা একেবারে উচিত নয়। আপনি ফোনকে ঠান্ডা
রাখতে কোনো অ্যাপ ব্যবহার না করেই নিজের অভ্যাসকে পরিবর্তন করে করতে পারে।
কিভাবে? জেনে নিন তবে:
-
আপনার প্রথম যেটি কাজ হবে তা হচ্ছে, দুর্বল নেটওয়ার্ক এলাকায় ডাটা বন্ধ
রাখুন।
- প্রয়োজন না হলে 5G বন্ধ রেখে 4G ব্যবহার করুন।
-
ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিস্ট্রিক্ট করুন, যা ফোনকে ঠান্ডা রাখতে অনেক
সাহায্য করে।
-
ডাটা চালু রেখে চার্জিং এড়িয়ে চলুন। এছাড়া চার্জিংয়ের সময় ফোন ব্যবহার
করা থেকে বিরত থাকুন।
-
রোদে বা গরম জায়গায় ফোন ব্যবহার কমান এবং এমন স্থানে ফোন রাখা থেকে বিরত
থাকুন
-
বিনা প্রয়োজনে ডাটা অন রাখবেন না। প্রয়োজন শেষ হয়ে গেলে ডাটা বন্ধ করে
রাখুন এবং সাথে ব্লুথুট, লোকেশনও বন্ধ করুন।
আমি নিজে ফোন ব্যবহার করি এমন একটি অভ্যাস হচ্ছে, রাতে ঘুমানোর সময় ডাটা ও
ওয়াইফাই দুটিকে বন্ধ করে রাখি। এতে ফোন ঠান্ডা থাকে এবং ব্যাটারি হেলথ ভালো
থাকে।
কোন ফোনে ডাটা চালু করলে বেশি গরম হয়?
আপনি কি জানেন কোন ফোনে ডাটা চালু করলে বেশি গরম হয়? মূলত সব ফোন একরকম নয়।
একই ডাটা ব্যবহারেও এক ফোন বেশি গরম হয়, অন্য ফোন তুলনামূলক ঠান্ডা থাকে।
কিভাবে বুঝবেন আপনার ফোন ডাটা চালু করলে বেশি গরম হবে কি-না? সাধারণ কিছু
লক্ষ্য ও ট্রিক্স রয়েছে যেগুলো দেখে বুঝে নিতে হয় যে এই ফোন গরম হওয়ার
সম্ভাবনা বেশি। আপনি কিভাবে বুঝবেন?
- ফোন যদি লো-বাজেটের হয় তবে এর গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
পুরোনো মডেলের ফোনগুলো গরম বেশি হয়, কারণ এতে ব্যবহৃত হার্ডওয়্যারগুলো
বর্তমান প্রযুক্তি নির্ভর অ্যাপ, সফটওয়্যারগুলোর সাথে সামঞ্জস্য নয়।
- দুর্বল বা পুরোনো প্রসেসরযুক্ত ফোনগুলােতেও এই সমস্যা থাকতে পারে।
- আপনার ফোনের ব্যাটারি যদি খারাপ হয় তবে ফোন গরম হতে পারে।
এছাড়া ভালো কুলিং সিস্টেম ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত থাকে
যেমন গ্রাফাইট লেয়ার, ভেপার চেম্বার ইত্যাদি যুক্ত করা থাকে। তাই ডাটা
ব্যবহারে সেগুলো তুলনামূলকভাবে কম গরম হয়। তবে দাম বেশি মানেই যে সমস্যা হবে
না, এমনও নয়। যদি ব্যবহারের অভ্যাস খারাপ হয়, তাহলে দামি ফোনও গরম হয়।
ডাটা চালু রেখে ফোন চার্জ দিলে কেন বেশি গরম হয়?
আমরা তো জেনেছি ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন? তবে আমরা কি
জানি ডাটা চালু রেখে ফোন চার্জ দিলে কেন বেশি গরম হয়? চলুন তবে বিষয়টি
সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, ডাটা চালু রেখে ফোন চার্জ দিলে ফোন গরম
হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কেন এটি গরম হয়? মূলত তখন ব্যাটারি চার্জ
নিচ্ছে, একই সাথে ডাটা খরচ হচ্ছে এবং প্রসেসর ও নেটওয়ার্ক মডেম সক্রিয় অবস্থা
রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে কাজ করেই চলেছে। এই তিনটি কাজ একসাথে চলতে থাকার
কারণে তাপ উৎপাদন স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে চার্জার যদি
ফাস্ট চার্জিং হয় তবে সমস্যা আরো বাড়ে।
আমরা ব্যক্তিগত পরামর্শ হলো, জরুরি না হলে চার্জিংয়ের সময় ডাটা ব্যবহার না
করা। যদি করতেই হয়, তাহলে কভার খুলে রেখে ঠান্ডা জায়গায় ফোন রাখুন।
শেষ মন্তব্য
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন, এই প্রশ্নটার উত্তর আসলে এক লাইনে বলা যায়
না। আমরা আজকের এই আর্টিকেল জুড়ে আপনাদের জানিয়েছি, এর পেছনে একাধিক বাস্তব ও
প্রযুক্তিগত কারণ কাজ করে। নেটওয়ার্ক সিগন্যাল, প্রসেসরের চাপ, ব্যাটারির
অবস্থা, ব্যবহার অভ্যাস এবং পরিবেশের তাপমাত্রা সবকিছু মিলেই ফোন গরম হওয়ার মূল
কারণ হিসেবে বলা যায়।
সহজভাবে যদি বলি তবে, ডাটা আপনার ফোনের শত্রু নয়। ভুলভাবে ডাটা ব্যবহার করাই
আসল সমস্যা। সঠিক অভ্যাস গড়ে তুললে আপনার ফোন দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে
এবং গরম হওয়ার ঝামেলাও অনেক কমে যাবে।