Honor 400 Lite মোবাইলের বর্তমান দাম বাংলাদেশে কত?
বাংলাদেশে Honor 400 Lite এর অফিসিয়াল দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা এবং এর
স্টোরেজ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম। তবে আপনি যদি
আনঅফিসিয়াল ফোনটি ক্রয় করতে চান তবে এর দাম কিছুটা কম হতে পারে। আনঅফিসিয়াল
ফোনের দাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে তবে আমরা যেটি
বেশিরভাগ জায়গাতে পেয়েছি সেটির মূল্য রাখা হচ্ছে ২৬,০০০-২৭,০০০ টাকার মধ্যে
এবং স্টোরেজ পেয়ে যাবেন অফিসিয়াল ফোনের মতোই।
Honor 400 Lite এর কি কি ফিচার পাওয়া যাবে?
আমাদের ফোনের আসল দিক হচ্ছে ফোনের ফিচার। আমরা যখন একটি ফোনের দাম ফিক্সড করে
ফেলি তখন আমরা নজর দেয় এই ফোনের ফিচারগুলোর দিকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।
কেননা ফোনের দামের উপর ফিচার নির্ভর করে। আপনি যত দামি ফোন কিনবেন আপনি সে
ফোনে ততবেশি ফিচার পাবেন। তাই চলুন জেনে আসি ৩২,৯৯৯ টাকা দামের ফোনটিতে কি কি
ফিচার রয়েছে তা সম্পর্কে।
বেসিক তথ্য |
ব্র্যান্ড | Honor |
মডেল | Honor 400 Lite |
রিলিজের তারিখ | 28 আগস্ট 2025 |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড |
অপারেটিং সিস্টেম ভার্সন | v15 |
ইউজার ইন্টারফেস | MagicOS 9 |
পারফরম্যান্স |
চিপসেট (প্রসেসর) | মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা |
সিপিইউ | অক্টা-কোর (2x2.5 GHz কর্টেক্স-A78 এবং 6x2.0 GHz কর্টেক্স-A55) |
জিপিউ | IMG BXM-8-256 |
স্টোরেজ |
র্যাম | 12 জিবি |
রম | 256 গিগাবাইট |
USB OTG | আছে |
ডিসপ্লে |
ডিসপ্লের ধরন | AMOLED |
স্কিন সাইজ | 6.7 ইঞ্চি (17.02 সেমি) |
রেজোলিউশন | 1080x2412 px (FHD+) |
পিক্সেল ঘনত্ব | 394 পিপিআই |
স্ক্রিন থেকে বডি রেশিও | 89.9% |
স্ক্রিন সুরক্ষা | গরিলা গ্লাস |
বেজেল-লেস ডিসপ্লে | হ্যাঁ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ |
টাচ স্ক্রিন | ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ |
ব্রাইটনেস | 3500 নিট |
রিফ্রেশ রেট | 120 Hz |
নচ/খাঁজ | পাঞ্চ-হোল |
ক্যামেরা |
মেইন/পেছনের ক্যামেরা | ডুয়াল (০২টি) 108 মেগাপিক্সেল, f/1.8, ওয়াইড অ্যাঙ্গেল 5 মেগাপিক্সেল, f/2.2, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা |
অটোফোকাস | আছে |
ফ্ল্যাশ | LED ফ্ল্যাশ |
ছবির রেজোলিউশন | 12032 x 9024 পিক্সেল |
সেটিংস | এক্সপোজার ক্ষতিপূরণ, ISO নিয়ন্ত্রণ |
শুটিং মোড | ক্রমাগত শুটিং, HDR |
অ্যাপারচার | f/1.8 |
ক্যামেরার বৈশিষ্ট্য | অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে স্পর্শ |
ভিডিও রেকর্ডিং | 1920x1080 |
ভিডিও FPS | 30 fps |
সেলফি ক্যামেরা | একক (01টি) 16 মেগাপিক্সেল, f/2.5, ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও: 1920x1080 @30fps |
ব্যাটারি |
ধরণ | Li-Poly (লিথিয়াম পলিমার) |
ক্ষমতা | 5230 mAh |
দ্রুত চার্জিং | 35W তারযুক্ত |
ব্যাটারি প্লেসমেন্ট | অপসারণযোগ্য |
চার্জার | ইউএসবি টাইপ-সি 2.0 |
ডিজাইন/বিল্ড কোয়ালিটি |
উচ্চতা | 161 মিমি |
প্রস্থ | 74.6 মিমি |
পুরুত্ব | 7.3 মিমি |
ওজন | 171 গ্রাম |
রং | মার্স গ্রিন, ভেলভেট ব্ল্যাক, ভেলভেট গ্রে |
জলরোধী | স্প্ল্যাশ প্রুফ |
আইপি রেটিং | IP65 |
রুক্ষতা | ধুলোবালী প্রতিরোধী |
নেটওয়ার্ক ও কানেক্টিভিটি |
সমর্থিত নেটওয়ার্ক | 2G, 3G, 4G, 5G |
সিম স্লট | ডুয়াল সিম, জিএসএম + জিএসএম |
সিমের আকার | ন্যানো (সিম 1 ও সিম 2) |
EDGE | আছে |
জিপিআরএস | আছে |
VoLTE | আছে |
স্পিড | HSPA, LTE, 5জি |
WLAN | Wi-Fi 5 (802.11 a/b/g/n/ac) 5GHz |
ব্লুটুথ | v5.3 |
জিপিএস | এ-জিপিএস, গ্লোনাস |
ওয়াই-ফাই হটস্পট | আছে |
ইউএসবি | ভর স্টোরেজ ডিভাইস, ইউএসবি চার্জিং |
সিকিউরিটি ও সেন্সর |
সেন্সর | হালকা সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | আছে (অন-স্ক্রীন, অপটিক্যাল) |
ফেস আনলক | আছে |
অন্যান্য |
লাউডস্পিকার | আছে |
অডিও জ্যাক | ইউএসবি টাইপ-সি |
ভিডিও | 1080p@30fps |
ডকুমেন্ট রিডার | আছে |
তৈরি করেছে | চীন |
আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম Honor 400 Lite ফোনের দাম বাংলাদেশে কত এবং
এর ফিচার সম্পর্কে জেনে নিলাম।
Honor 400 Lite মোবাইলের আনঅফিসিয়াল প্রাইস কত?
আমরা উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি Honor 400 Lite মোবাইলের বর্তমান
দাম বাংলাদেশে কত এবং আমরা একই সাথে জেনেছি এই ফোনের ফিচার সম্পর্কে। চলুন
এবার জেনে আসি Honor 400 Lite মোবাইলের আনঅফিসিয়াল প্রাইস কত তা
সম্পর্কে।
আমরা অনেকেই হয়তো বা জানি যে, আনঅফিসিয়াল ফোন অফিসিয়ালের তুলনায় কিছু কম
দামের হয়। আমরা জেনেছি বাংলাদেশে Honor 400 Lite এর অফিসিয়াল দাম রাখা হয়েছে
৩২,৯৯৯ টাকা। তবে আনঅফিসিয়াল ফোনটির দাম কিছু কম। আপনি এই ফোনটি আনঅফিসিয়াল
পেয়ে যাবে ২৫,০০০ হাজার থেকে ২৬,০০০ হাজার টাকার মধ্যে এবং স্টোরেজ অফিসিয়াল
ফোনের মতোনই পেয়ে যাবেন।
Honor 400 Lite এর র্যাম ও রম কেমন?
বর্তমান বাংলাদেশ বাজারে Honor 400 Lite ফোনটির স্টোরেজ হিসেবে আমরা
পাচ্ছি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে। এই ভ্যারিয়েন্টটি
অফিসিয়াল ও আনঅফিসিয়াল দুটির ক্ষেত্রেই একই। তবে আপনি যদি আনঅফিসিয়ালের ফোনের
দিকে দেখেন তবে আরো কিছু ভ্যারিয়েন্ট পেতে পারেন যেমন: র্যাম হিসেবে ৬, ৮,
১২ জিবি পেতে পারেন এবং রম হিসেবে ১২৮, ২৫৬, ৫১২ জিবি পেতে পারেন। তবে
অফিসিয়াল ফোনের ক্ষেত্রে আপনি একটি ভ্যারিয়েন্ট ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম
পাবে যা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল।
Honor 400 Lite এর প্রসেসর কতটা শক্তিশালী?
আমরা জেনে গেছি Honor 400 Lite মোবাইলের বর্তমান দাম বাংলাদেশে কত? চলুন
এবার আমরা জেনে আসি এই ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্রসেসর সম্পর্কে।
Honor 400 Lite ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে মিডিয়াটেক
ডাইমেনসিটি 7025 আল্ট্রা, ইউজার ইন্টারফেস আমরা পেয়ে যাবো MagicOS 9,
সিপিইউ রয়েছে অক্টা-কোর (2x2.5 GHz কর্টেক্স-A78 এবং 6x2.0 GHz
কর্টেক্স-A55), সিপিইউতে কোর থাকছে ৮টি এবং জিপিউ হিসেবে
থাকছে IMG BXM-8-256।
Honor 400 Lite ফোনটিতে প্রসেসর কতটা শক্তিশালী? এই প্রাইজে ফোনটির প্রসেসর
বলা যায় মোটামুটি ভালো। আপনি যদি ভারী রকমের কাজ করেন বিশেষ করে গেমিং তবে
ফোন কিছুটা হালকা গরম হতে পারে এবং হালকা ল্যাগও হতে পারে। তবে আপনি
সারাদিনের সাধারণ কাজগুলো যেমন কলিং করা, কল রিসিভ করা, হালকা-পাতলা ছবি
তোলা, ভিডিও দেখা এই ধরনের ছোটখাটো কাজগুলোর জন্য ফোনটির প্রসেসর খুবই
বন্ধুসুলভ আচরণ করে।
Honor 400 Lite ফোনটি কি গেমিং ফোন?
আমরা উপরে এই ফোনের প্রসেসর সম্পর্কে জেনেছি এবং আমরা বলেছি যে, এই ফোনটি
ভারী গেমিং করার জন্য ভালো হবে না। কারণ মাঝে মাঝে আপনি ভারী গেম যেমন PUBG,
Free Fire এই টাইপের হাই গ্রাফিক্স গেম যদি খেলেন তবে ফোন হালকা গরম হতে পারে
এবং ল্যাগ করতে পারে আর মূল কথা হচ্ছে এই ফোনটি ভারী গেমিং এর জন্য ভালো
হবেনা। তবে আপনি চাইলে হালকা-পাতলা গেমিং করতে পারেন মানে যে গেমগুলোতে
গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি এবং গেমের সাইজ কম আপনি সেই গেমগুলো খুব আনন্দের
সাথে খেলতে পারেন।
আর হ্যাঁ যারা মাঝেমধ্যে গেম খেলে মজা নিতে চান, তাদের জন্য Honor 400
Lite ফোনটি যথেষ্ট ভালো একটি ডিভাইস হতে পারে। হালকা-পাতলা গেমিং ছাড়াও এই
ফোনটি মাল্টিটাস্কিং, ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্যও খুব
উপযোগী। ফোনটিতে ব্যাটারির ক্যাপাসিটি ভালো হওয়ায় গেম খেলার সময় দীর্ঘ সময়
ব্যাটারি ব্যাকআপ সুবিধা পাওয়া যায়। তাই বলা যায়, Honor 400 Lite একটি
ব্যালেন্সড ফোন যেখানে সাধারণ ব্যবহারকারীদের জন্য সাধারণ টাইপের গেমিং
অভিজ্ঞতা মোটামুটি সন্তোষজনক।
Honor 400 Lite ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি কতটা ভালো?
Honor 400 Lite ফোনটি ডিজাইনের দিক থেকে আধুনিক এবং স্টাইলিশ একটি ফোন।
ফোনটির উচ্চতা 161 মিমি, প্রস্থ 74.6 মিমি, পুরুত্ব (চিকন) 7.3 মিমি এবং
ফোনটির ওজন মাত্র 171 গ্রাম, ফোনটির রং হিসেবে আমরা পাবো তিনটি কালার মার্স
গ্রিন, ভেলভেট ব্ল্যাক, ভেলভেট গ্রে, ফোনটিতে আমরা পেয়ে যাবে আইপি রেটিং
হিসেবে IP65 আর ফোনটি কিন্তু ধুলোবালী প্রতিরোধী।
ফোনটি স্লিম এবং হালকা ওজনের হওয়ায় হাতে ধরলে বেশ আরামদায়ক অনুভূতি দেয় এবং
পকেটে নিয়ে বা হাতে নিয়ে সহজে চলাফেরা করতে পারবো। ফোনটির পিছনের অংশে
প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে, যা প্লাস্টিক হলেও চকচকে ফিনিশিংয়ের কারণে
দেখতে অনেকটাই গ্লাসের মতো লাগে। ক্যামেরা মডিউলও আকর্ষণীয়ভাবে ডিজাইন করা,
যা ব্যবহারকারীদের কাছে ফোনটিকে আরো আকর্ষণীয় করে তোলে। সামনের দিকে বড়
ডিসপ্লে থাকায় ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং কিংবা গেম খেলার অভিজ্ঞতা অনেকটাই
ভালো হয়।
বিল্ড কোয়ালিটির দিক থেকেও ফোনটি শক্তপোক্ত। সাধারণ ব্যবহার যেমন দৈনন্দিন
ফোন কল, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা ভিডিও দেখা অথবা হালকা গেমিং করা এসব
ক্ষেত্রে ফোনটিতে কোনো ধরনের সমস্যা হয়না। তাই যারা একটি স্টাইলিশ এবং
ব্যবহারবান্ধব ফোন খুঁজছেন, তাদের জন্য Honor 400 Lite ভালো একটি অপশন হতে
পারে।
বাংলাদেশে Honor 400 Lite এর দাম চেক করার সহজ উপায়
আমরা বিস্তারিতভাবে জেনেছি Honor 400 Lite মোবাইলের বর্তমান দাম
বাংলাদেশে কত তা সম্পর্কে। তবে আপনি কি জানেন এই ফোনটি দাম কিভাবে আপনি
সহজে চেক করতে পারবেন? আমরা মূলত এই ফোনের দাম অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে
চেক করতে পারি। চলুন তবে এই বিষয় বিস্তারিতভাবে জেনে আসি।
বাংলাদেশে Honor 400 Lite এর দাম চেক করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি
হচ্ছে অনলাইন শপগুলো ভিজিট করা। যেমন মোবাইলদোকান, পিকাবু, এসএমএস গ্যাজেট,
গ্যাজেট অ্যান্ড গিয়ার, দারাজ অথবা অফিসিয়াল Honor স্টোরের ওয়েবসাইট। এসব
অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত নতুন দাম আপডেট হয় এবং সেখানে ফোনটির
ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের পার্থক্যও দেখা যায়। এছাড়া অনেক সময় অফার বা
ডিসকাউন্টও পাওয়া যায়, যা সরাসরি দোকানে গেলে পাওয়া যায় না। তাই অনলাইনে
দাম চেক করা সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ একটি উপায়।
অফলাইনে দাম জানতে চাইলে আপনার এলাকার মোবাইল মার্কেট বা ব্র্যান্ড শপে
যাওয়া যেতে পারে। যেমন আপনি যদি জেলা, উপজেলা এলাকায় বসবাস করেন তবে আপনার
এলাকার বড় মার্কেটে খোঁজ নিয়ে দেখবে শোরুমগুলোতে গিয়ে সরাসরি দাম জেনে
কিন্তু কেনা যায়। তবে অনলাইন এবং অফলাইন দামের মধ্যে কিছু পার্থক্য থাকতে
পারে। তাই কেনার আগে কয়েকটি জায়গায় দাম যাচাই করে নিয়ে ফোন কিনবেন। এভাবে
আপনি সঠিক দামে Honor 400 Lite কিনতে পারবেন।
পুরনো ও সেকেন্ড হ্যান্ড Honor 400 Lite এর দাম কেমন হতে পারে?
আমরা বাংলাদেশে Honor 400 Lite এর সর্বশেষ দাম সম্পর্কে জেনেছি। তবে
আপনি যদি পুরনো ও সেকেন্ড হ্যান্ড Honor 400 Lite ফোন কিনতে চান তবে
তার দাম কেমন হতে পারে আপনি কি তা জানেন? যদি না জেনে থাকেন জেনে নিন।
পুরনো বা সেকেন্ড হ্যান্ড Honor 400 Lite এর দাম নির্ভর করে ফোনটির
কন্ডিশন, ব্যাটারির লাইফ এবং কতদিন ফোনটি ব্যবহার করা হয়েছে তার ওপর।
সাধারণত নতুন ফোন লঞ্চ হওয়ার পর কয়েক মাসের মধ্যেই এর সেকেন্ড হ্যান্ড ফোন
বাজারে চলে আসে। যেমন, যদি নতুন ফোনটির দাম হয় ৩২,০০০ টাকা, তাহলে ব্যবহার
করা ফোনটির দাম হতে পারে ২৩,০০০ থেকে ২৭,০০০ টাকার মধ্যে। মনে রাখবেন,
ফোনটি কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে এবং কোনো বড় সমস্যা আছে কি না, তার
ওপর দাম ওঠানামা করবে।
বাংলাদেশে পুরনো ফোন কেনার জন্য বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম জনপ্রিয়। যেমন
বিক্রয় ডটকম, ফেসবুক মার্কেটপ্লেস বা স্থানীয় মোবাইল শপগুলো রয়েছে। এসব
জায়গায় সেকেন্ড হ্যান্ড ফোন সহজেই পাওয়া যায়। তবে কেনার আগে অবশ্যই ফোনটি
ভালোভাবে চেক করে নিবেন, বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে ও ক্যামেরার
অবস্থার দিকে নজর দিয়ে তা যাচাই করে ক্রয় করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে,
তাহলে সেকেন্ড হ্যান্ড Honor 400 Lite একটি আপনার জন্য ভালো ডিল হতে পারে।