Xiaomi 17 Pro Max Price in Bangladesh

Xiaomi 17 Pro Max Price in Bangladesh সম্পর্কে আপনি কি জানতে চান? শাওমি ১৭ প্রো ম্যাক্স ফোনটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। তাই চলুন শাওমির এই নতুন ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই।

Xiaomi-17-Pro-Max-Price-in-Bangladesh

শাওমি ১৭ প্রো ম্যাক্স এর দাম কত? এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন ইত্যাদি সম্পর্কে আমরা আজকের এই আর্টিকেলে জানবো। তাই চলুন আর দেরি না করে বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্র: শাওমি ১৭ প্রো ম্যাক্স এর দাম কত?

Xiaomi 17 Pro Max Price in Bangladesh

Xiaomi একটি চাইনিজ ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি পুরো বিশ্ব খুবই খ্যাতি অর্জন করেছে তাদের অত্যাধনিক সব ফোনগুলোর জন্য। বর্তমান তারা iPhone এর ডিজাইনের মতো একটি ফোন লঞ্চ করেছে। ফোনটির লুক সত্যি বলতে চমৎকার। বর্তমান বাংলাদেশ বাজারে Xiaomi 17 Pro Max ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি, তাই এই ফোনটির প্রাইজ অফিসিয়াল এবং আন অফিসিয়াল কত হবে তা সঠিক বলা যাচ্ছেনা। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটির দাম ১,২০,০০০ টাকা থেকে শুরু করে ১,৪০,০০০ টাকার মধ্যে থাকতে পারে।

Xiaomi 17 Pro Max ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম শাওমি ১৭ প্রো ম্যাক্স এর দাম কত সে সম্পর্কে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক Xiaomi 17 Pro Max ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।
📱 Xiaomi 17 Pro Max সম্পূর্ণ স্পেসিফিকেশন
ব্র্যান্ড ও মডেল
ব্র্যান্ডXiaomi
মডেল17 প্রো ম্যাক্স
প্রকাশের তারিখসেপ্টেম্বর 2025
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেম ভার্সনv16
ইউজার ইন্টারফেসহাইপারওএস 3
চিপসেট ও পারফরম্যান্স
চিপসেট (প্রসেসর)Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5
CPU (সিপিইউ)অক্টা-কোর (2x4.6 GHz Oryon V3 Phoenix L + 6x3.62 GHz Oryon V3 Phoenix M)
GPU (জিপিইউ)Adreno 840
স্টোরেজ
র‌্যাম12 GB
র‌্যাম টাইপLPDDR5X
রম512 গিগাবাইট
স্টোরেজের ধরনUFS 4.1
ডিজাইন
উচ্চতা162.95 মিমি
প্রস্থ77.6 মিমি
থিকন্সে (পুরুত্ব)8 মিমি
ওজন219 গ্রাম
বিল্ডগ্লাস ফ্রন্ট (ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3), অ্যালুমিনিয়াম ফ্রেম
রঙকালো, সাদা, বেগুনি, সবুজ
জলরোধীজলরোধী
আইপি রেটিংআইপি৬৮
ডিসপ্লে
ডিসপ্লের ধরণএলটিপিও অ্যামোলেড
স্ক্রিনের আকার৬.৯ ইঞ্চি (১০৭.৬ সেমি)
রেজোলিউশন১২০০x২৬০৮ পিক্সেল (এফএইচডি+)
আসপেক্ট রেশিও১৯.৫:৯
পিক্সেল ঘনত্ব৪১৬ পিপিআই
স্ক্রিন টু বডি রেশিও৯২.৩%
স্ক্রিন সুরক্ষাশাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ৩
বেজেল-লেস ডিসপ্লেহ্যাঁ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ
টাচ স্ক্রিনক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ
উজ্জ্বলতা৩৫০০ নিট
এইচডিআর ১০ / এইচডিআর + সাপোর্টএইচডিআর ১০+
রিফ্রেশ রেট১২০ হার্জ
নচপাঞ্চ-হোল
বৈশিষ্ট্যকভার ডিসপ্লে: এলটিপিও অ্যামোলেড, ১২০ হার্জ, ডলবি ভিশন, এইচডিআর ভিভিড, এইচডিআর১০+, ৩৫০০ নিট (পিক) ২.৯ ইঞ্চি, ৫৯৬ x ৯৭৬ পিক্সেল
ক্যামেরা
মেইন/পেছনের ক্যামেরাট্রিপল (৩টি)
৫০ মেগাপিক্সেল, f/১.৭, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
৫০ মেগাপিক্সেল, f/২.৬, পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা
৫০ এমপি, f/২.৪, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
অটোফোকাসডুয়াল পিক্সেল ফেজ ডিটেকশন অটোফোকাস
OISহ্যাঁ
ফ্ল্যাশডুয়াল-কালার LED ফ্ল্যাশ
ছবির রেজোলিউশন৮১৫০ x ৬১৫০ পিক্সেল
সেটিংসএক্সপোজার ক্ষতিপূরণ, ISO নিয়ন্ত্রণ
শুটিং মোডক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR)
অ্যাপারচারf/১.৭
ক্যামেরা বৈশিষ্ট্যঅটো ফ্ল্যাশ, কাস্টম ওয়াটারমার্ক, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, স্লো মোশন, ভিডিও HDR
ভিডিও রেকর্ডিং৭৬৮০x৪৩২০, ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
ভিডিও FPS৩০ fps, ১২০ fps, ৯৬০ fps, ১৯২০ fps
সামনের/সেলফি ক্যামেরাএকটি (১টি)
৫০ মেগাপিক্সেল, f/২.২, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
ভিডিও রেকর্ডিং (সেলফি)৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
ভিডিও FPS (সেলফি)৬০ fps, ৩০ fps
অ্যাপারচারf/২.২
ব্যাটারি
ব্যাটারির ধরণLi-আয়ন (লিথিয়াম আয়ন)
ক্যাপাসিটি৭৫০০ mAh
ওয়্যারলেস চার্জিং৫০W ওয়্যারলেস
দ্রুত চার্জিং১০০W ওয়্যারলেস, PD3.0, QC3+, ১০০W PPS
রিভার্স চার্জিং২২.৫W রিভার্স ওয়্যারলেস
প্লেসমেন্টনন-রিমুভাল
চার্জিং ক্যাবলইউএসবি টাইপ-সি 3.2, ডিসপ্লে পোর্ট
নেটওয়ার্ক
নেটওয়ার্ক সাপোর্টেড2G, 3G, 4G, 5G
সিম স্লটডুয়াল সিম, জিএসএম + জিএসএম
সিমের আকারসিম 1: ন্যানো, সিম 2: ন্যানো
EDGEআছে
জিপিআরএসআছে
VoLTEআছে
স্পিডHSPA, LTE, 5G
WLANWi-Fi 7 (802.11 a/b/g/n/ac/be/ax) 5GHz 6GHz, MIMO
ব্লুটুথv5.4
জিপিএসআছে সাথে এ-জিপিএস, গ্লোনাস
ইনফ্রারেডআছে
ওয়াই-ফাই হটস্পটআছে
সেন্সর এবং নিরাপত্তা
আলো সেন্সরআলো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরআছে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থানঅন-স্ক্রিন
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ধরণঅতিস্বনক
ফেস আনলকআছে
অন্যান্য
লাউডস্পিকারআছে
অডিও জ্যাকUSB টাইপ-সি
অডিও বৈশিষ্ট্যডলবি অ্যাটমস
ভিডিও8K@30fps (HDR), 4K@30/60/120fps (HDR10+, 10-বিট ডলবি ভিশন HDR, 10-বিট LOG), 1080p@30/60/120/240/960fps, 720p@1920fps, জাইরো-ইআইএস
তৈরির দেশচীন
Xiaomi 17 Pro Max ফোনটির ফিচারগুলো বিবেচনা করলে এই ফোনের ফিচারগুলো সত্যি অসাধারণ এবং আপনি এগুলো ব্যবহার করে বেশ মজা পাবেন।

Xiaomi 17 Pro Max ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি Xiaomi 17 Pro Max Price in Bangladesh সম্পর্কে। আমরা এখন শাওমি ১৭ প্রো ম্যাক্স ফোনটির ডিসপ্লে ও ডিজাইন নিয়ে বিস্তারিতভাবে জানবো।

শাওমি ১৭ প্রো ম্যাক্স ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে যা শাওমির নিজস্ব। এই ফোনের স্ক্রিনের সাইজ আমরা পাচ্ছি ৬.৯ ইঞ্চি যা বিশাল একটি সাইজ এবং স্ক্রিন রেজোলিউশন হিসেবে থাকছে ১২০০x২৬০৮ পিক্সেল (এফএইচডি+), আসপেক্ট রেশিও ১৯.৫:৯, পিক্সেলের ঘনত্ব ৪১৬ পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও: ৯২.৩%। এই ফোনের ডিসপ্লের মূল আকর্ষণ হচ্ছে এর স্ক্রিন প্রোটেক্টর অর্থাৎ স্ক্রিন সুরক্ষা। এই স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব একটি কোয়ালিটি সম্পন্ন প্রােটেক্টর শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ৩ যা আপনার ফোনকে হালকা থেকে ভারী টাইপের ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করবে। আমরা Xiaomi 17 Pro Max  ফোনের ব্রাইটন্সে হিসেবে পাচ্ছি ৩৫০০ নিট যা সূর্যের আলোতে বেশ কাজ করে এবং আপনি সূর্যের অতিতীব্র আলোতেও সহজে দেখতে পাবেন এবং কাজও করতে পারবেন।

এই ফোনের ডিসপ্লেতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এইচডিআর ১০+ সাপোর্টেড HDR 10+ সাপোর্ট করায় আপনি দূর্দান্ত সব দৃশ্য ফোনের মাঝে উপভোগ করতে পারবেন। ভিডিও বেশ স্বচ্ছ ও দূর্দান্ত যা আপনার মন কেড়ে নিবেন। আর হ্যাঁ আরেকটি জিনিস তো বলায় হয়নি এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে যা ফোনটিকে এক অসাধারণ লুক দিয়েছে। এই ফোনে রিফ্রেশ রেট ১২০ হার্জ পেয়ে যাবেন যা আপনার কাজকে আরো দ্রুতগতিতে করতে সাহায্য করবে। আপনি একই সাথে মাল্টিটাস্কিং কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং ডিসপ্লেতে ১২০ হার্জ সাথে HDR 10+ সাপোর্ট থাকায় কাজ হবে নিখুঁত ও দারুন।

Xiaomi 17 Pro Max ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং কেমন?

আমরা সকলে জানি ফোনের প্রাণ কেন্দ্র হচ্ছে এর প্রসেসর। আমরা উপরে বিস্তারিতভাবে জেনেছি Xiaomi 17 Pro Max Price in Bangladesh সম্পর্কে। আর এখন আমরা জানবো শাওমি ১৭ প্রো ম্যাক্সের প্রসেসর সম্পর্কে।

Xiaomi-17-Pro-Max-ফোনটিতে-কি-প্রসেসর-ব্যবহার-করা-হয়েছে-এবং-কেমন?

Xiaomi 17 Pro Max ফোনটিতে চিপসেট বা প্রসেসর রয়েছে Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5, CPU হিসেবে রয়েছে অক্টা-কোর (2x4.6 GHz Oryon V3 Phoenix L + 6x3.62 GHz Oryon V3 Phoenix M) এবং GPU থাকছে Adreno 840। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে v16 এবং ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে হাইপারওএস 3। এখন প্রশ্ন আসে ফোনের দাম অনুযায়ী এর প্রসেসর কতটা শক্তিশালী ও উন্নত?


Xiaomi 17 Pro Max ফোনটির দাম অনুযায়ী এই ফোনের প্রসেসর বেশ ভালোই রাখা হয়েছে। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরটি একটি উন্নতমানে প্রসেসর। এর পারফরম্যান্সও অনেক ভালো। চলুন জেনে এই ফোনের প্রসেসরটি সম্পর্কে।

  • আপনি নিখুঁতভাবে আপনার যাবতীয় কাজ করতে পারবেন এবং এতে ফোনের কোনো প্রকার ল্যাগ পাবেন না।
  • মাল্টিটাস্কিং করে সুবিধা পাবেন অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ এই ফোনটি দিয়ে করতে পারবেন এবং ফোনে হিট জেনারেট বা গরম হবেনা।
  • এই ফোনের প্রসেসর এতটাই উন্নত যে আপনি গেমিং করে বেশ মজা পাবেন।
  • গেমিং এর জন্য Xiaomi 17 Pro Max ফোনটি আপনার জন্য সেরা চয়েজ হতে পারে। কারণ এর প্রসেসর হাই গ্রাফিক্স গেম সাপোর্টেট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন।
  • দীর্ঘক্ষণ ধরে ফোন ব্যবহার করার পরেও ফোন তেমন গরম হয়না এবং ল্যাগও করেনা।

ক্যামেরার দিক থেকে Xiaomi 17 Pro Max ফোনটিতে কেমন হবে?

Xiaomi 17 Pro Max ফোনের দাম অনুযায়ী এর ক্যামেরা পারফরম্যান্স বেশ ভালোই বলা চলে। মেইন ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি ৫০ এমপি, f/১.৭, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৫০ এমপি, f/২.৬, পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, ৫০ এমপি, f/২.৪, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। মেইন ক্যামেরায় রয়েছে ডুয়াল পিক্সেল ফেজ ডিটেকশন অটোফোকাস, OIS, ডুয়াল-কালার LED ফ্ল্যাশ এবং প্রতিটি ছবির রেজোলিউশন ৮১৫০ x ৬১৫০ পিক্সেল, অ্যাপারচার: f/১.৭। Xiaomi 17 Pro Max ফোনের ক্যামেরা বৈশিষ্ট্য হিসেবে থাকছে অটো ফ্ল্যাশ, কাস্টম ওয়াটারমার্ক, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, স্লো মোশন, ভিডিও HDR। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে ৭৬৮০x৪৩২০, ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০ এবং ভিডিও FPS পাওয়া যাবে ৩০ fps, ১২০ fps, ৯৬০ fps, ১৯২০ fps।

মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি বেশ দারুন ও চমৎকার। ক্যামেরার ল্যান্সগুলো অত্যান্ত নিখুঁত হওয়ায় প্রতিটি সাবজেক্টকে খুবই স্বচ্ছভাবে ক্যাপচার করতে পারে এবং ছবির মান তো বলতে গেলে অসাধারণ। এই ফোনের ক্যামেরার আসল বৈশিষ্ট্য হচ্ছে ফোনের ব্যাক সাইডে। ব্যাক সাইডে একটি গ্লাস রয়েছে অর্থাৎ মেইন ক্যামেরার পাশে একটি ডিসপ্লে রয়েছে যা দিয়ে আপনি ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন এবং একই সাথে এটি আপনার ফোনের সেকেন্ড ডিসপ্লে হিসেবেও কাজ করবে। আপনি এখানে ছোটখাটো গেম খেলতে পারবেন, অ্যানিমেটেড ওয়ালপেপার সেট করতে পারবেন যা দেখতে আকর্ষণীয় লাগে।

সেলফি ক্যামেরা থাকছে ৫০ মেগাপিক্সেল, f/২.২, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০ এবং ভিডিও FPS পাবেন ৬০ fps, ৩০ fps, অ্যাপারচার: f/২.২। Xiaomi 17 Pro Max ফোনটির প্রতিটি ক্যামেরা সেটা প্রাইমারি হোক বা সেলফি প্রতিটি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের থাকছে। আর ছবির কোয়ালিটি নিয়ে যদি বলা যায়, তবে সেলফি ক্যামেরার ছবি বেশ ভালো।

আপনারা যারা ব্লগ ভিডিও করেন, ফটোগ্রাফি করেন তাদের জন্য Xiaomi 17 Pro Max ফোনটি হবে একটি সেরা চয়েজ। কেননা এর ক্যামেরা কোয়ালিটি অত্যান্ত চমৎকার ও মন কেড়ে নেওয়ার মতো এর ডিজাইন এবং এর ছবির কোয়ালিটি তো এক কথায় অসাধারণ।

ব্যাটারি ও চার্জিং সুবিধা কেমন থাকছে Xiaomi 17 Pro Max ফোনটিতে?

আমরা উপরে বিস্তারভাবে জেনেছি শাওমি ১৭ প্রো ম্যাক্স এর দাম কত? এর প্রসেসর কেমন, ক্যামেরা কেমন ও আরো বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। চলুন এবার Xiaomi 17 Pro Max ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এর ব্যাটারি সম্পর্কে জেনে নেই।

শাওমি ১৭ প্রো ম্যাক্স ফোনটির দাম অনুযায়ী এর ব্যাটারিও বেশ বড়সর রেখেছে এবং চার্জি ও ব্যাকআপ কোয়ালিটিও বেশ দারুন বলা যায়। Xiaomi 17 Pro Max ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি Li-আয়ন (লিথিয়াম আয়ন), যার ক্যাপাসিটি বা সাইজ ৭৫০০ mAh অর্থাৎ বিশাল একটি ব্যাটারি। এই ৭৫০০ mAh ব্যাটারিটি আপনাকে ব্যাকআপ হিসেবে ২ দিনের মতো দিতে পারে, আর আপনি যদি ভারী কোন কাজ করেন তবে ১ দিনের কাছাকাছি ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন।

ফোনের চার্জ হয়ে গেলে ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনি দুটি চার্জার পাবেন একটি হলো ওয়্যারলেস চার্জিং ৫০W এর যা দিয়ে ফোন তো চার্জ করতে পারবেন একই সাথে ঘড়ি, ইয়ারবার্ড ও অন্যান্য ছোটখাটো ইলেকট্রনিক্স জিনিসগুলোও চার্জ করতে পারেন। অপরদিকে আরেকটি চার্জার হিসেবে পাবেন ১০০W এর তারযুক্ত চার্জার, যা দিয়ে ফোনটিকে ১০০% চার্জ করতে সময় লাগবে আনুমানিক ১ ঘন্টা ২০ মিনিটের মতো। আর চার্জিং ক্যাবল হিসেবে পাবেন ইউএসবি টাইপ-সি 3.2।

গেমিং এর জন্য Xiaomi 17 Pro Max ফোনটিতে কেমন হবে?

আমরা জেনেছি Xiaomi 17 Pro Max Price in Bangladesh সম্পর্কে। আমাদের মূল বিষয়টি জানা যতটা জরুরী ঠিক ততটা জরুরী যারা গেমিং করেন তাদের জন্য Xiaomi 17 Pro Max ফোনটি কেমন হবে সে সম্পর্কে, তাই চলুন আর দেরি না করে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক।

গেমিং-এর-জন্য-Xiaomi-17-Pro-Max-ফোনটিতে-কেমন-হবে

আমরা অনেকেই আজকাল ফোন কিনি গেমিং করার জন্য। ফোন কেনার সময় আমরা আগেই চিন্তাভাবনা করি যে ফোনটি কিনতে চাচ্ছি সেটি গেমিং এর জন্য কেমন হতে পারে। প্রিয় পাঠক আপনি যদি আমাদের এই আর্টিকেলের এই অংশটি এখন পড়ে থাকেন বা পড়ছেন তবে আপনি সম্পূর্ণ পরিষ্কারভাবে ধারণা পেয়ে যাবেন Xiaomi 17 Pro Max ফোনটি গেমিং এর জন্য সেরা চয়েজ হবে কি-না?


তো প্রিয় গেমার বন্ধুরা তোমাদের জন্য সু-খবর হচ্ছে, Xiaomi 17 Pro Max ফোনটি একটি চমৎকার ডিভাইস। হাই এন্ড প্রসেসর এবং শক্তিশালী CPU ও GPU থাকার কারণে PUBG, Free Fire, COD Mobile, Call of Duty সহ হাই গ্রাফিক্সের মতো ভারী গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। গেমিং করার সময় আমরা অনেকেই ফোনের মাঝে ল্যাগিং সমস্যার সম্মুখীন হই এবং ফোন গরমও হয়ে যায় এমনটিও লক্ষ্য করেছি। তবে Xiaomi 17 Pro Max ফোনটির মাঝে তুমি এই সমস্যা দেখতে পাবেন না, কারণ এর প্রসেসর খুবই উন্নত এবং প্রসেসর উন্নত হওয়ায় ফোন তেমন গরম ও ল্যাগ হয়না। এছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট বেশি থাকায় গেম খেলা হবে আরো মসৃণ ও নিখুঁত। তাই যারা এই ফোনটি গেমিং এর জন্য চয়েজ করেছেন বা করবেন তাদের জন্য এটি একটি সেরা চয়েজ হবে বলে আমরা মনে করি।

Xiaomi 17 Pro Max ফোনটির সেরা ফিচারগুলো কি কি?

চলুন এবার জেনে নেই Xiaomi 17 Pro Max ফোনটির সেরা ফিচারগুলো সম্পর্কে। আমরা যদিও বা উপরে প্রতিটি ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি তবুও আরেকটু ছোট আকারে জেনে আসি Xiaomi 17 Pro Max Price in Bangladesh অনুযায়ী এর ফিচারসমূহ সম্পর্কে।

  • ফোনটিতে পেয়ে যাবেন বড় এলটিপিও AMOLED ডিসপ্লে এবং স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ৩।
  • শক্তিশালী প্রসেসর যা আপনার কাজকে নিখুঁতভাবে করতে অনেক সাহায্য করবে।
  • অপারেটিং সিস্টেম ভার্সন হিসেবে পাবেন v16 যা উন্নতমানে।
  • ইউজার ইন্টারফেস হিসেবে পাচ্ছেন হাইপারওএস 3।
  • উন্নত মাল্টি-ক্যামেরা সিস্টেম যার প্রতিটি লেন্স স্বচ্ছ ও নিখুঁতভাবে ছবি তুলে দেয়। প্রতিটি ক্যামেরার শুটার হোক সেটা প্রাইমারি বা সেলফি ক্যামেরা প্রতিটি শুটার ৫০ মেগাপিক্সেলের।
  • ৭৫০০mAh এর বিশাল ব্যাটারি এবং চার্জ করার জন্য ওয়্যারলেস ৫০ ওয়াটের চার্জার ও তারযুক্ত ১০০ ওয়াটের চার্জার।
  • গেমারদের জন্য উন্নত অপ্টিমাইজড পারফরম্যান্স। আর পারফরম্যান্সের মূল কারণ এর প্রসেসর যা গেম খেলাকে খুবই নিখুঁত করে।
  •  ফোনটির প্রিমিয়াম ডিজাইন ও কালার।

শেষ মন্তব্য

প্রিয় পাঠক, আমরা আজকের আর্টিকেলের শেষ অংশে চলে এসেছি। আমরা বিস্তারিতভাবে জেনে গেছি Xiaomi 17 Pro Max Price in Bangladesh সম্পর্কে। আমরা একই সাথে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জেনেছি যা আমাদের এই ফোনটি কেনার সময় অনেক সাহায্য করবে। দামের দিক দিয়ে যদি বিবেচনা করা যায় তবে ফোনের পারফরম্যান্স, ফিচার কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি বেশ দারুন বলা যায়। এক কথায় বলা যায় একের ভেতর সব আপনি পেয়ে যাবে Xiaomi 17 Pro Max ফোনটির মাঝে। আপনার বাজেট যদি ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ হয়ে থাকে তবে শাওমির ১৭ প্রো ম্যাক্স ফোনটি হবে আপনার জন্য সেরা একটি পছন্দের ফোন।
Previous Post
No Comment
Add Comment
comment url