বাংলাদেশে Oppo K13 Turbo Pro 5G এর দাম কত?
আপনি কি ভেবে দেখেছেন প্রিয় পাঠক, Oppo Reno 14F স্মার্টফোন কেন এখন
বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু কেন? কোনো চিন্তা নেই আমরা আজকে এই বিষয়টি নিয়ে
আলোচনা করবো এবং জানবো Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে?
চলুন তবে জেনে নেওয়া যাক বাংলাদেশে Oppo Reno 14F এর বর্তমান দাম
কত? Oppo Reno 14F এর স্পেসিফিকেশন ও ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে।
পোস্ট সূচিপত্র: Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে?
বাংলাদেশে Oppo Reno 14F এর বর্তমান দাম কত?
Oppo Reno 14F ফোনের প্রাইজ কত আপনি সে সম্পর্কে জানতে চাচ্ছেন? জেনে নিন তবে
এই ফোনের দাম কত বা Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে?
Oppo Reno 14F ফোনটি একটি অফিসিয়াল ফোন যার বর্তমান বাজার মূল্য ৪২,৯৯০ টাকা।
ফোনের স্টোরেজ হিসেবে থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম। Oppo Reno 14F ফোনের
আর কোনো ভ্যারিয়েন্ট বাহির হয়নি শুধু ৮ | ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি বাহির হয়েছে।
আর Oppo Reno 14F ফোনটির এখনো কোনো আন অফিসিয়াল ভ্যারিয়েন্ট বাহির হয়নি। তাই
যারা আন অফিসিয়াল ফোন কিনতে চান তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটি বিষয়।
Oppo Reno 14F ফোনটির ফিচারসমূহ কী কী?
আমরা উপরে বিস্তারিতভাবে জেনে আসলাম, Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা
লাগবে? তাই চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার থাকছে এবং ৪২,৯৯০
টাকা দামের মধ্যে কোন কোন ফিচারগুলো অপো রেখেছেন তাদের Reno 14F মডেলে।
বেসিক তথ্য
ব্র্যান্ড | Oppo |
মডেল | Reno14 F |
রিলিজের তারিখ | 28 জুলাই 2025 |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড |
অপারেটিং সিস্টেম ভার্সন | v15 |
ইউজার ইন্টারফেস | ColorOS 15 |
হার্ডওয়্যার
চিপসেট (প্রসেসর) | Qualcomm SM6450 Snapdragon 6 Gen 1 |
CPU (সিপিইউ) | অক্টা-কোর (4x2.2 GHz কর্টেক্স-A78 এবং 4x1.8 GHz কর্টেক্স-A55) |
GPU | Adreno 710 |
ডিজাইন
উচ্চতা | 158.1 মিমি |
প্রস্থ | 75 মিমি |
থিকন্সে (পুরুত্ব) | 7.7 মিমি |
ওজন | 180 গ্রাম |
রং | ওপাল নীল, উজ্জ্বল সবুজ |
জলরোধী | জল প্রতিরোধী এবং ধুলো প্রমাণ |
আইপি রেটিং | IP68/IP69 |
স্টোরেজ
র্যাম | ৮ জিবি |
র্যাম টাইপ | LPDDR4X |
রম | ২৫৬ জিবি |
স্টোরেজের ধরন | UFS 3.1 |
ডিসপ্লে
ডিসপ্লের টাইপ | AMOLED |
স্ক্রিনের সাইজ | 6.57 ইঞ্চি (16.69 সেমি) |
রেজোলিউশন | 1080x2372 px (FHD+) |
পিক্সেল ঘনত্ব | 397 পিপিআই |
স্ক্রিন থেকে বডি রেশিও | 88.6% |
স্ক্রিন সুরক্ষা | AGC Dragontrail DT-Star D+ |
বেজেল-লেস ডিসপ্লে | হ্যাঁ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ |
টাচ স্ক্রিন | ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ |
উজ্জ্বলতা | 1400 নিট |
রিফ্রেশ রেট | 120 Hz |
নচ | পাঞ্চ-হোল |
ক্যামেরা
মেইন/পেছন ক্যামেরা |
ক্যামেরা সেটআপ: ট্রিপল (৩টি)
রেজোলিউশন: ৫০ এমপি, f/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি, f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ এমপি, f/২.৪, ম্যাক্রো ক্যামেরা
অটোফোকাস: হ্যাঁ
OIS: হ্যাঁ
ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
ক্যামেরা সেটিংস: এক্সপোজার ক্ষতিপূরণ, ISO নিয়ন্ত্রণ
শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR), ম্যাক্রো মোড
অ্যাপারচার: f/১.৮
ক্যামেরা বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডুয়াল ভিডিও রেকর্ডিং, স্লো মোশন
ভিডিও রেকর্ডিং: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
ভিডিও FPS: ৩০ fps, ১২০ fps, ২৪০ fps
|
সেলফি ক্যামেরা |
ক্যামেরা সেটআপ: একটি (১টি)
রেজোলিউশন: ৩২ এমপি, f/2.0, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাথমিক ক্যামেরা
ভিডিও রেকর্ডিং: 1920x1080, 1280x720
ভিডিও FPS: 30 fps
অ্যাপারচার: f/2.0
|
ব্যাটারি
ব্যাটারির ধরণ | লি-পলি (লিথিয়াম পলিমার) |
ক্যাপাসিটি | 6000 mAh |
চার্জার | 45W তারযুক্ত, PD2, QC2.0, 44W PPS |
রিভার্স চার্জিং অপশন | আছে |
প্লেসমেন্ট | নন-রিমুভাল |
চার্জার টাইপ | USB Type-C 2.0 |
নেটওয়ার্ক
নেটওয়ার্ক সাপোর্টেড | 2G, 3G, 4G, 5G |
সিম স্লট | ডুয়াল সিম, জিএসএম + জিএসএম |
সিমের আকার | সিম 1: ন্যানো, সিম 2: ন্যানো |
EDGE | আছে |
জিপিআরএস | আছে |
VoLTE | আছে |
স্পিড/গতি | HSPA, LTE, 5G |
WLAN | Wi-Fi 5 (802.11 a/b/g/n/ac) 5GHz |
ব্লুটুথ | v5.1 |
GPS | আছে সাথে A-GPS, গ্লোনাস |
ওয়াই-ফাই হটস্পট | আছে |
সেন্সর এবং নিরাপত্তা
সেন্সর | লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | আছে |
ফিঙ্গার সেন্সর অবস্থান | অন-স্ক্রিন |
ফিঙ্গার সেন্সরের ধরণ | অপটিক্যাল |
ফেস আনলক | আছে |
অন্যান্য
লাউডস্পিকার | আছে |
অডিও জ্যাক | USB টাইপ-সি |
ভিডিও | 4K@30fps, 1080p@30/60/120fps, গাইরো-EIS, OIS |
তৈরি করেছেন | চীন |
Oppo Reno 14F ডিসপ্লে সাইজ ও রেজোলিউশন কেমন?
আমরা উপরে বিস্তারিতভাবে জেনে গেছি Oppo Reno 14F ফোনটি কিনতে কত
টাকা লাগবে? এবং এই ফোনে কি কি ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে। আমরা এখন
জানবো Oppo Reno 14F এর ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে।
Oppo Reno 14F ফোনটির ডিসপ্লে সাইজ বা স্ক্রিনের সাইজ 6.57 ইঞ্চি, ডিসপ্লের
ধরণ হচ্ছে AMOLED, রেজোলিউশন: 1080x2372 px (FHD+), স্ক্রিন সুরক্ষায়
ব্যবহার করা হয়েছে AGC Dragontrail DT-Star D+, ডিসপ্লে উজ্জ্বলতা বা
ব্রাইটন্সে 1400 নিট, রিফ্রেশ রেট 120 Hz রয়েছে।
ফোনটি ডিসপ্লে ৬.৫৭ ইঞ্চি হওয়ায় আপনি যেকোনো জিনিস খুব সহজে দেখতে ও উপভোগ
করতে পারবেন। ডিসপ্লে বা স্ক্রিন ফুল এইচডি প্লাস হওয়ায় আপনি ছবি বা ভিডিও
দেখে খুবই মজা পাবেন এবং স্বচ্ছ দেখতে পাবেন। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে
ব্যবহার করা হয়েছে AGC Dragontrail DT-Star D+ গ্লাস, তবে আমরা এখনকার অনেক
ফোনে গরিলা গ্লাস দেখতে পায় যা থেকে অপো তাদের Reno 14F ফোনটিতে ভিন্ন
রেখেছে। আমরা এই ফোনে রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছি 120 Hz যা আমাদের ফোনটিকে
দ্রুতগতিতে চালানোর জন্য সাহায্য করবে। তো এই ছিল অপো রিনো ১২এফ এর ডিসপ্লে
কোয়ালিটি নিয়ে আমাদের আলোচনা।
প্রসেসর ও পারফরম্যান্সের দিক থেকে Oppo Reno 14F ফোনটি কতটা উন্নত?
প্রসেসর হচ্ছে ফোনের প্রাণ। ফোনের প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে
রাখবেন, আপনার ফোন যতই দামি হোক না কেন যদি প্রসেসর নরমাল হয় বা কোয়ালিটি
সম্পূর্ণ না হয় তবে ওই ফোন একটি সাধারণ ফোনের মতো যা দিয়ে আপনি ভারী কাজ
কখনোই করে মজা পাবেন না। Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে? আমরা
জেনেছি আর এই বিষয়টি জানা যতটা জরুরী ঠিক তার মতোনি জানা জরুরী এই ফোনের
প্রসেসর কেমন সে সম্পর্কে। তাই চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে জেনে
নেওয়া যাক।
Oppo Reno 14F ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm SM6450
Snapdragon 6 Gen 1, আর CPU (সিপিইউ) হিসেবে রয়েছে অক্টা-কোর (4x2.2 GHz
কর্টেক্স-A78 এবং 4x1.8 GHz কর্টেক্স-A55), GPU হিসেবে থাকছে Adreno 710 আমরা
এই ফোনের ইউজার ইন্টারফেস হিসেবে পাচ্ছি ColorOS 15 আর হ্যাঁ এই ফোনের
সর্বশেষ ভার্সন হচ্ছে v15।
মূল প্রশ্ন হচ্ছে Oppo Reno 14F ফোনের প্রসেসরটি কেমন হবে? এই ফোনে যে
প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা তার দামের সাথে মিলেনা। কারণ আমরা জেনেছি এই
ফোনের দাম ৪৩,০০০ টাকা যা ভালোমানের প্রাইজ হিসেবে ধরা যায়। কিন্তু এই ফোনে
যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা এই দামের সাথে মিলেনা। Oppo চাইলে তাদের
Reno 14F ফোনের প্রসেসরটিকে আরেকটু উন্নত করতে পারতো। মানে এককথায় এই ফোনটির
প্রসেসর একটু নিম্নমানে হয়ে যায় তার প্রাইজের উপর নির্ভর করলে।
Oppo Reno 14F ফোনে যে প্রসেসর ব্যবহার করেছে সেটি দিয়ে আপনি ভারী কোনো কাজ
অনেকক্ষণ ধরে করতে পারবেন না বা ভারী কোনো গেম দীর্ঘক্ষণ ধরে খেলতে পারবেন
না। যদি ভারী কোনো কাজ করেন বা গেমিং করেন তবে ফোন কিছুটা ল্যাগ করতে পারে যা
প্রসেসর থেকে সমস্যাটি হয়। যারা গেমিং ফোন খুঁজছেন আমরা তাদের সাজেস্ট করি এই
ফোনটি গেমিং এর জন্য বেস্ট চয়েজ না তবে আপনি আপনার তালিকায় রাখতে পারেন এবং
অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো দেখতে পারেন। তাই Oppo এখানে যদি একটু জোর দিত
তবে ভালো হতো বলে আমরা মনে করি।
র্যাম ও রম কেমন থাকছে Oppo Reno 14F ফোনটিতে?
Oppo Reno 14F প্রাইজ ইন বাংলাদেশ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি
এবং জেনেছি। আমরা একই সাথে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা
করেছি এবং জেনেছি। তাই চলুন এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক আর সেটি
হচ্ছে Oppo Reno 14F ফোনের স্টোরেজ সম্পর্কে।
Oppo Reno 14F ফোনটির একটি ভ্যারিয়েন্ট মার্কেটে লঞ্চ হয়েছে যার স্টোরেজ
থাকছে র্যাম ৮ জিবি, রম ২৫৬ জিবি।র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ
টাইপ হচ্ছে UFS 3.1। এই স্টোরেজটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে যার দাম
আমরা জেনেছি ৪২,৯৯০ টাকা।
ক্যামেরার দিক থেকে Oppo Reno 14F ফোনটিকে কেমন বিবেচনা করা যায়?
আমরা অনেকেই আছি যারা ছবি তুলতে, ভিডিও শুট করতে অনেক পছন্দ করি এবং আমরা
অনেকেই এটিকে পেশা হিসেবেও বেছে নিয়েছি। যারা এই টাইপের কাজ করে থাকেন এবং
ভাবছেন Oppo Reno 14F ফোনটির ক্যামেরা কেমন হবে? আমার কাজের জন্য কি
এটি সেরা হতে পারে কিনা? চলুন তবে জেনে আসি বিষয় সম্পর্কে।
আমরা Oppo Reno 14F ফোনের মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছি ৩টি শুটার যার
রেজোলিউশন ৫০ এমপি, f/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি,
f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ এমপি, f/২.৪, ম্যাক্রো
ক্যামেরা। ক্যামেরা আছে রয়েছে অটোফোকাস ও OIS সিস্টেম যা ছবিকে খুবই
সুন্দরভাবে ক্যাপচার করতে সাহায্য করে। ছবির রেজোলিউশন থাকছে ৮১৫০ x ৬১৫০
পিক্সেল। শুটিং মোড হিসেবে পাচ্ছি ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড
(HDR), ম্যাক্রো মোড। মেইন ক্যামেরায় অ্যাপারচার থাকছে f/১.৮। মেইন
ক্যামেরার বৈশিষ্ট্য হিসেবে থাকছে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস,
ডুয়াল ভিডিও রেকর্ডিং, স্লো মোশন। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা
যাবে ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০, ১২৮০x৭২০ এবং ভিডিও FPS পাওয়া যাবে ৩০ fps, ১২০
fps, ২৪০ fps।
Reno 14F ফোন দিয়ে আপনি বেশ দারুন ছবি তুলতে পারবেন যা আমরা ট্রাই করেছি।
এর ছবির মান মোটামুটি ভালোই বলা যায় এবং দামের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ।
তবে আমরা অন্যান্য আরো ব্র্যান্ডের ফোন দিয়ে ছবি কম্পেয়ার করে দেখিছে
যা Oppo Reno 14F ফোনের ক্যামেরা চেয়ে ভালো মানের ছবি দিচ্ছি। যেমন:
Samsung Galaxy A56 ফোনের ক্যামেরা দিয়ে। Galaxy A56 ফোনের ক্যামেরায়
তুলা ছবি Oppo Reno 14F ফোনের ক্যামেরার চেয়ে অনেকভালো বলে আমাদের
কাছে মনে হয়েছে। Oppo Reno 14F ফোনের ক্যামেরায় ছবি ভালো দেয়না তা বলা
যাবেন না, এই ফোনের ক্যামেরায় আপনি ডে লাইট, লো লাইট দুটি দিয়ে বেশ ভালো
রকমের ছবি তুলতে পারবেন তবে Galaxy A56 এর মতো দিবেন আমরা এটি বলতে পারি।
সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি ৩২ মেগাপিক্সেল, f/2.0, ওয়াইড
অ্যাঙ্গেল, প্রাথমিক ক্যামেরা, যা দিয়ে ভিডিও রেকর্ডিং হবে 1920x1080,
1280x720 এবং ভিডিও FPS 30 fps, অ্যাপারচার f/2.0। সেলফি ক্যামেরা তুলা ছবি
বেশভালো বলে মনে হয়েছে আমাদের। ছবি তুলার সময় চেহারাকে কিছুটা বিউটি করে
দেয় অর্থাৎ মুখে থাকা ছোট ছোট দাগগুলো বুঝা যায়না এবং ছবির মাঝে বেশ
বিউটিনেস কাজ করে।
Oppo Reno 14F ফোনটিতে ব্যাটারি ও চার্জিং সুবিধা কিরূপ থাকছে?
চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে Oppo Reno 14F ফোনটিতে
ব্যাটারি ও চার্জিং সুবিধা কিরূপ থাকছে? সে সম্পর্কে।
আমরা অনেকেই আছি যারা ফোন কেনার সময় অন্যান্য কোনো কিছুর দিকে নজর দেই বা
না দেই ব্যাটারির দিকে বেশ ভালো রকমের নজর দেই। কারণ ব্যাটারি ব্যাকআপ
যতভালো হবে ফোনটিকে ততক্ষণ ধরে ব্যবহার করতে পারবো এবং ফোন চালিয়েও মজা
পাবো। তো Oppo তাদের Reno 14F ফোনটিতে আর কোনো কিছু উন্নতি করুন বা না করুন
তারা ব্যাটারি বেশ উন্নত করে তৈরি করেছে এবং এই ব্যাটারির ধরণ লি-পলি
অর্থাৎ লিথিয়াম পলিমার যার ক্যাপাসিটি 6000 mAh।
ব্যাটারি ক্যাপাসিটি বেশ বড় সাইজের তারা দিয়েছে যা আপনি এক থেকে দেড় দিনের
মতো ব্যবহার করতে পারবেন সাধারণ কাজগুলো করার জন্য। আর যদি আপনি ভারী কাজ
করেন তবে ১৩-১৫ ঘন্টার মতো ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন। তবে চিন্তার কোনো
বিষয় নেই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনি
পেয়ে যাবে USB Type-C 2.0 45W এর একটি তারযুক্ত চার্জার, যা দিয়ে ফোনটিকে
চার্জ করতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা বিশ মিনিটের মতো।
সর্বোচ্চ কতবার সফটওয়্যার আপডেট পাওয়া যাবে Oppo Reno 14F ফোনটির
মাঝে?
আমরা জেনেছি Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে? এবং আমরা একই সাথে
জেনেছি এই ফোনের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যা আমাদের জন্য
খুবই কার্যকরে বলে বিবেচিত হবে। চলুন এবার আরেকটি বিষয় সম্পর্কে জেনে আসি আর
সেটি হচ্ছে Oppo Reno 14F ফোনটি সর্বোচ্চ কতবার সফটওয়্যার আপডেট পাওয়া
যাবে সে সম্পর্কে।
Oppo তাদের Reno 14F ফোনটিতে ৩ বছরের সিকিউরিটি আপডেট ও ৬ বছরের সফটওয়্যার
আপডেট দিবে বলে জানিয়েছে। আর বিষয়টি খুবই ভালো যে তারা দীর্ঘ সময় ধরে এই
আপডেটগুলো দিবে। এই আপডেটগুলোর ফলে আপনি ফোনের মাঝে নতুন নতুন সব ফিচার উপভোগ
করতে পারবেন এবং আপনার ফোন চালানোকে আরো দ্রুত ও স্বাচ্ছন্দ্য করবে বলে আমরা
মনে করছি।
Oppo Reno 14F ফোনটি কেনার আগে আপনাকে যা জানতে হবে?
আজকাল নতুন স্মার্টফোন কেনার আগে সবাই প্রথমেই খোঁজ করে এর দাম, ফিচার আর
ব্যবহারকারীর অভিজ্ঞতা সম্পর্কে। অনেকের মাথায় আবার "Oppo Reno 14F ফোনটি
কিনতে কত টাকা লাগবে?" এটিও ঘুরছে। তবে শুধু দাম জানলেই হবে না, কেনার আগে
ফোনটির সুবিধা, অসুবিধা এবং আপনার প্রয়োজনের সাথে এটি মানানসই কিনা সেগুলো
জেনে নেওয়া খুবই জরুরী। তাই চলুন জেনে আসি Oppo Reno 14F ফোনটি কেনার
আগে কোন বিষয়গুলো জেনে রাখা জরুরী।
নিচে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেওয়া হলো যেগুলো Oppo Reno 14F কেনার আগে আপনার
জানা উচিত এবং আমরা এগুলো সম্পর্কে কিন্তু উপরে আলোচনা করে এসেছি:
-
ডিসপ্লে ও ডিজাইন: ফোনটির ডিসপ্লে কেমন, এর কোয়ালিটি, ব্রাইটন্সে,
রিফ্রেশ রেট ও রেজোলিউশন আপনার প্রয়োজন মেটাতে পারবে কিনা সেটা যাচাই
করুন।
-
পারফরম্যান্স: প্রসেসর, র্যাম ও রম অপশন কতটা শক্তিশালী তা যাচাই করা
দরকার, বিশেষ করে যারা গেমিং বা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য স্টোরেজ
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
-
ক্যামেরা কোয়ালিটি: মেইন ও সেলফি ক্যামেরা উভয় দিক থেকে ছবি ও ভিডিওর মান
কেমন হবে সেটি খেয়াল করুন এবং তা যাচাই করে ফোন ক্রয় করুন।
-
ব্যাটারি ও চার্জিং: দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন কিনা আর দ্রুত
চার্জিং সাপোর্ট আছে কিনা তা গুরুত্বের সাথে যাচাই করুন।
-
সফটওয়্যার ও আপডেট: আপনি যে ফোনটি ক্রয় করতে চাচ্ছেন সেটিতে কোন
অ্যান্ড্রয়েড ভার্সন চলছে এবং ভবিষ্যতে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট
পাবেন কিনা তা নিশ্চিত হন।
-
দাম ও ভ্যালু ফর মানি: বাজারে অন্য ব্র্যান্ডের একই বাজেটের ফোনের সাথে
তুলনা করুন, যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কারণ একই বাজেটে আপনি অন্য
ব্র্যান্ডের ফোনের আরো বেশি সুযোগ-সুবিধা পেতে পারেন।
Oppo Reno 14F ফোনটি কিনতে গেলে শুধু দাম নয়, উপরের বিষয়গুলো মাথায় রেখে
সিদ্ধান্ত নিলে আপনার কেনা আরো সঠিক ও ফলপ্রসূ হবে।
শেষ মন্তব্য
আমরা আজকের আলোচনার শেষ অংশে চলে এসেছি আর আমরা শেষ মন্তব্য হিসেবে বলতে পারি
যে, সবদিক বিবেচনা করলে বলা যায়, Oppo Reno 14F ফোনটি কিনতে কত টাকা লাগবে এই
প্রশ্নের উত্তর শুধু দাম জানার মধ্যে সীমাবদ্ধ নয়। এর ফিচার, পারফরম্যান্স,
ক্যামেরা, ব্যাটারি ও ডিজাইন মিলিয়ে এটি কেমন ভ্যালু দিচ্ছে সেটিও ভাবা জরুরী
আর এই বিষয়গুলো নিয়ে আমরা উপরে কিন্তু বিস্তারভাবে জেনেছি।
প্রিয় পাঠক, আপনি যদি ভেবে থাকেন Oppo Reno 14F কিনবে তবে এই আর্টিকেলটি আপনার
জন্য খুবই ফলপ্রসূ হবে। আর আপনার পরিচিত যদি কেউ এই ফোনটি কিনতে চাই তবে তাকে
আমাদের এই তথ্যসম্পূর্ণ আর্টিকেলটি শেয়ার করুন এবং তাকে Oppo Reno 14F ফোনটি
সম্পর্কে জানতে সাহায্য করুন।