মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার উপায় - ফোনের ক্যামেরা পরিষ্কার করার উপায়?
আপনার মোবাইল ফোনের ক্যামেরা কি অপরিষ্কার ও ঝাপসা হয়ে গেছে? আপনি কি জানতে চান মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার উপায় কি সে সম্পর্কে? যদি জানতে আগ্রহী হন তবে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আমরা আজকে এই আর্টিকেলে বিস্তারিতভাবে জানবো কিভাবে মোবাইল ফোনের ক্যামেরা পরিষ্কার করা যায় সে সম্পর্কে। তাই চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
পোস্ট সূচিপত্র: ফোনের ক্যামেরা পরিষ্কার করার উপায়?
- মোবাইলের ক্যামেরা পরিষ্কার রাখা কেন গুরুত্বপূর্ণ?
- মোবাইলের ক্যামেরার লেন্স নোংরা হলে কী সমস্যা হয়?
- ঘরে বসে মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার উপায়
- মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- ওয়াটারপ্রুফ মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার বিশেষ কৌশল
- স্ক্র্যাচ পড়া ক্যামেরা লেন্স ঠিক করার উপায় কি?
- মোবাইলের ক্যামেরা নোংরা না হওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে?
- পরিষ্কার ক্যামেরা থেকে তোলা ছবির মান কতটা ভালো হয়?
- শেষ মন্তব্য
মোবাইলের ক্যামেরা পরিষ্কার রাখা কেন গুরুত্বপূর্ণ?
মোবাইলের ক্যামেরার লেন্স নোংরা হলে কী সমস্যা হয়?
ঘরে বসে মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার উপায়
- প্রথমে আপনার ফোনটিকে বন্ধ বা সুইচ অফ করে নিবেন, যেকোনো সমস্যা না হয়।
- ক্যামেরা পরিষ্কার করতে একটি নরম নরম মাইক্রোফাইবার কাপড় নিবেন, যা চশমা পরিষ্কার করার কাপড়ের মতো। মনে রাখবেন, ক্যামেরা পরিষ্কার করার সময় মোটা কাপড় বা টিস্যু ব্যবহার করবেন না, এতে ক্যামেরার কাঁচে দাগ পড়তে পারে।
- আপনি ক্যামেরা পরিষ্কার করার জন্য লেন্স ক্লিনারও ব্যবহার করতে পারেন। এই লেন্স ক্লিনার আপনি অনলাইনে অর্ডার করে পেতে পারেন আবার বাজারেও এটি পেতে পারেন এবং এটি ব্যবহার করলে ক্যামেরা বেশ ভালোভাবে পরিষ্কার হয়
- মনে রাখবেন, লেন্স ক্লিনার ক্যামেরার উপর সরাসরি দিবেন না এতে ক্যামেরা ও এর লেন্সের সমস্যা হতে পারে। আপনি যেটি করবেন, ক্লিনারটি ১-২ ফোটা মাইক্রোফাইবার কাপড়ের উপরে নিবেন এবং এরপর আলতো করে মুছে নিবেন। খেয়াল রাখবে, খুব বেশি চাপ দেবে না, কারণ এতে লেন্সে স্ক্র্যাচ পড়তে পারে।
- ভুল করেও ক্যামেরা পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করবেন না। ফোনের ভেতরে পানি গেলে ক্যামেরার তো ক্ষতি হবে সাথে ফোনের মাদারবোর্ডে নষ্ট হয়ে যেতে পারে। ভেজা কাপড় দিয়েও ক্যামেরা পরিষ্কার করা উচিত নয়।
- কখন শক্ত ব্রাশ দিয়ে ক্যামেরা পরিষ্কার করতে যাবেন না, এতে ক্যামেরার কাঁচের উপর দাগ পড়ে যায়। তবে আপনি নরম ব্রাশ দিয়ে সাবধানতার সহিত পরিষ্কার করতে পারেন।
মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- আমরা অনেকে ক্যামেরা পরিষ্কার করার সময় শক্ত টিস্যু, কাপড়ের কোনো এক অংশ বিশেষ বা এমনকি পকেটের জামা ব্যবহার করে থাকি। এগুলো একেবারেই ক্যামেরা পরিষ্কার করার ভুল নিয়ম। আমরা যদি এভাবে পরিষ্কার করি তবে ক্যামেরাতে ছোট ছোট দাগ পড়বে যা সময়ের সঙ্গে স্থায়ী স্ক্র্যাচে পরিণত হবে। আমাদের এগুলো এড়িয়ে চলতে হবে।
- আবার আমরা অনেকে আছি যারা অ্যালকোহল বা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করি, যা লেন্সের প্রোটেক্টিভ কোটিং নষ্ট করে দিতে পারে। আমাদের উচিত এগুলো ব্যবহার না করা এবং লেন্স ক্লিনার সহ নরম মাইক্রোফাইবারের কাপড় দিয়ে ক্যামেরা পরিষ্কার করা।
- আমরা ক্যামেরা পরিষ্কার করার সময় সবচেয়ে বড় যে ভুলটি করি সেটি হচ্ছে, ক্যামেরা পরিষ্কার করার সময় অতিরিক্ত চাপ দেওয়া। এই অতিরিক্ত চাপের ফলে লেন্সের ভেতরের অংশে ফাটল ধরতে পারে। তাই সবসময় নরমভাবে, গোল করে মুছতে হবে।
- ক্যামেরা পরিষ্কার করার সময় আমাদের মাথায় রাখতে হবে শুকনো ও পরিষ্কার কাপড় ব্যবহার করা। আর অবশ্যই ফোন বন্ধ করে পরিষ্কার করতে হবে, যাতে ভেতরে কোনো ক্ষতি না হয়।
ওয়াটারপ্রুফ মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার বিশেষ কৌশল
- ওয়াটারপ্রুফ ফোনের ক্যামেরা পরিষ্কার করার সময় কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদিও এসব ফোন পানিতে টিকে থাকে, তবুও ক্যামেরা পরিষ্কারের সময় আমাদের সর্তকর্তার সাথে কাজ করা উচিত। যেমন:
- সাবান, ডিটারজেন্ট বা স্পিরিট জাতীয় কিছু ব্যবহার না করা। এগুলো ব্যবহার করলে লেন্সের সিল নষ্ট হতে পারে।
- হালকা ভেজানো মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্সের চারপাশ মুছে নেওয়া এবং শুকনো কাপড় দিয়ে শেষবার মুছে নেওয়া।
- ক্যামেরা ক্লিনার ব্যবহার করতে চাইলে আগে ভালোভাবে যাচাই করে সেটি ব্যবহার করা এবং সেটা ওয়াটারপ্রুফ ডিভাইসের জন্য উপযোগী কিনা তা সর্বপ্রথম যাচাই করা উচিত।
- কখনোই সরাসরি পানি ঢেলে বা চুবিয়ে পরিষ্কার করা যাবেনা। এতে ক্যামেরার সমস্যা হতে পারে।
- ক্যামেরা পরিষ্কার করার হয়ে গেলে ফোনটা শুকনো জায়গায় কিছুক্ষণ রেখে দিবে, যাতে আর্দ্রতা দূর হয়।
স্ক্র্যাচ পড়া ক্যামেরা লেন্স ঠিক করার উপায় কি?
আমাদের অনেকের ফোনের ক্যামেরাতে বর্তমানে স্ক্র্যাচ পড়ে গেছে। আমাদের মোবাইলের ক্যামেরা পরিষ্কার করার উপায় সম্পর্কে জানা যতটা জরুরী ঠিক ততটা জানা জরুরী স্ক্র্যাচ পড়া ক্যামেরা লেন্স ঠিক কিভাবে হয় সে সম্পর্কে। তাই চলুন বিস্তারিতভাবে বিষয়টি সম্পর্কে জেনে আসি।
আমাদের অনেকের ফোন পুরাতন হয়ে গেছে এবং সময়ের সাপেক্ষে ফোনের ক্যামেরায় স্ক্র্যাচ হওয়াটা স্বাভাবিক একটি বিষয়। তবে এই স্ক্যাচকে কিভাবে দূর করা যায় তা অনেকের অজানা। ক্যামেরা লেন্সে ছোটখাটো স্ক্র্যাচ থাকলে সেটা টুথপেস্ট বা বেকিং সোডা দিয়ে সামান্য মুছে কমানো যায়। কিভাবে? জেনে নিন- নরম কাপড়ে অল্প টুথপেস্ট নিয়ে গোল করে ঘষবেন, পরে শুকনো কাপড়ে মুছে ফেলবেন। তবে খেয়াল রাখতে হবে, এটা শুধু হালকা দাগের জন্য। বড় দাগে এটি কার্যকর নয়।
মোবাইলের ক্যামেরা নোংরা না হওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে?
- প্রথমেই আমাদের যেটি করণীয়, ফোনে একটি উন্নতমানে ব্যাক কাভার ব্যবহার করা, যা ক্যামেরাকে ঢেকে রাখতে সাহায্য করবে।
- অবশ্যই বাইরে গেলে ফোনকে পকেটে বা ব্যাগের ভেতরে রাখবেন, এতে ফোনের ক্যামরা সহ ফোনের অন্যান্য জায়গাতে ধুলোবালি জমার আশংকা থাকবেনা।
- ফোন দিয়ে ছবি তোলা শেষ হয়ে গেলে লেন্সে আঙুল না দিয়ে ফোনকে সাবধানের সঠিক জায়গাতে রাখবেন।
- বেশি ভালো হয়, ফোনের ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার করা। এটি ব্যবহার করলে লেন্সে ধুলো, আর্দ্রতা ও স্ক্র্যাচ পড়া থেকে সুরক্ষায় থাকবে।
- নিয়মিত ফোন মুছে রাখলে বা ক্লিনিং রুটিন মেনে চলবেন, এতে ক্যামেরা অনেক দিন পরিষ্কার ও উজ্জ্বল থাকবে।
- আর মাথায় রাখবেন, ছোট ছোট অভ্যাসই বড় ক্ষতি থেকে ফোনকে রক্ষা করে।

