মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব বিস্তারিত জেনে নিন

আমাদের অনেকের মোবাইল মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় বা মাথা নষ্ট হয়ে যায়। আর আমরা জানিনা মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব এবং ফোন হ্যাং করলে সে সময় কিন্তু খুবই বিরক্তিকর লাগে। তাই মোবাইল হ্যাং করলে করণীয় কি আমরা আজকে বিস্তারিতভাবে জানবো।

মোবাইল-হ্যাং-করলে-কিভাবে-ঠিক-করব

প্রিয় পাঠক আমরা আজকের আর্টিকেলে ধারাবাহিকভাবে জানবো মোবাইল হ্যাং করলে কি করতে হবে? এবং এটি পার্মানেন্ট সমাধান কি সে সম্পর্কে। চলুন তবে ধারাবাহিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা যাক।

পোস্ট সূচিপত্র: মোবাইল হ্যাং করলে কি করতে হবে?

মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণগুলো কি কি?

মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব এই বিষয়টি জানার পূর্বে আমাদের আগে জানতে হবে মোবাইল হ্যাং মূলত কেন হয়? তাই চলুন সর্বপ্রথম এই বিষয়টি সম্পর্কে জেনে আসি। মোবাইল হ্যাং মূলত অনেক কারণে হয়ে থাকে, তবে কারণগুলো যাই হোক না কেন বিষয়টি খুবই বিরক্তিকর একটি বিষয়।

  • মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণ হচ্ছে, ফোনের স্টোরেজ অনুযায়ী অধিক পরিমাণে অ্যাপ ইন্সটল থাকা।
  • মোবাইল যদি অ্যাপের পরিমাণ বেশি থাকে এবং অ্যাপগুলো যদি ভারী হয়ে থাকে তবে প্রসেসর ও র‍্যামের উপর প্রচুর চাপ পরে এবং সেই চাপ প্রসেসর ও র‍্যাম নিতে পারেনা। ফলে ফোন ধীরগতিতে কাজ করে এবং স্ক্রিন আটকে যায়।
  • আবার ইন্টারনেট ব্রাউজারে যদি বেশি ট্যাব খুলে রাখা হয় তবে এক্ষেত্রে ফোন স্লাে হয়ে কিছু হ্যাং করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বা ভারী গেম খেললে ফোনের গতি কমে যায় এবং সেক্ষেত্রেও ফোন হ্যাং ও স্লো কাজ করে।
  • এছাড়া ফোনের সফটওয়্যার পুরনো হয়ে গেলে বা ভাইরাস থাকলে তাতেও ফোন হ্যাং হতে পারে।
  • অনেকে ফোনে স্টোরেজের তুলনায় অনেক ছবি, ভিডিও ও ফাইল জমে থাকে, এতে স্টোরেজ প্রায় ভরে যায়। আর স্টোরেজ ফুল থাকলে ফোন ঠিকভাবে কাজ করতে পারে না। তাই নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা, অটো ডাউনলোড বন্ধ করা ও ফোন আপডেট দেওয়া অত্যান্ত জরুরি।
  • এছাড়া বিনা প্রয়োজনে ফোনের লোকেশন, ব্লুটুথ, ডাটা, ওয়াইফাই চালু রাখা। এগুলোর ফলেও ফোন হ্যাং হতে পারে

মোবাইল হ্যাং করলে কি করতে হবে?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণগুলো কি কি সে সম্পর্কে। চলুন এবার জেনে নেওয়া যাক মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব সে সম্পর্কে।

  • ফোন হ্যাং হলে প্রথমেই ভয়ে না পেয়ে শান্ত হয়ে থাকবেন। সর্বপ্রথম উপায় হচ্ছে, ফোনকে রিস্টার্ট করা। ফোনের পাওয়ার বোতাম চেপে ধরে ফোনকে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন। যদি না হয় তবে ফোনের পাওয়ার বোতাম ও ভলিউম বোতাম একসাথে চেপে ধরে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন।
  • ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোনে থাকলে ফোন হ্যাং হবে।
  • ফোনের স্টোরেজ চেক করুন। ফোনের স্টোরেজ যদি বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে তবে ফোনের কার্যক্রম ব্যাহত হবে। তাই সেটিং থেকে ফোনের স্টোরেজ যাচাই করুন, যদি স্টোজের ৯০% ভর্তি হয়ে থাকে তবে কিছু ছবি, ভিডিও ও ফাইল ডিলিট করুন। মনে রাখবেন, ফোনের স্টোরেজ যত বেশি ফাঁকা থাকবে ফোন ততটা ফাস্ট কাজ করবে। 
  • স্টোরেজ ফাঁকা করার পাশাপাশি ফোনের র‌্যামে জমে থাকা ক্যাশ নিয়মিত ক্লিয়ার করুন, এতে ফোন দ্রুত কাজ করবে।
  • ফোনের অ্যাপ নিয়মিত আপডেট করুন। আমাদের ফোনে যে অ্যাপগুলো ইন্সটল করা রয়েছে এগুলো কিন্তু আপডেট আসে। তাই অ্যাপগুলোকে নিয়মতি আপডেট করুন, এতে ফোন হ্যাং সমস্যা থেকে সমাধান আসে।
  • একই সাথে ফোনের সফটওয়্যার আপডেট করুন। কেননা এই সফটওয়্যার আপডেট ফোনকে আরো স্মুথ করে এবং দ্রুত কাজ করতে সাহায্য করে।
  • উপরের উল্লেখ উপায়গুলো ব্যবহার করে যদি আপনার ফোনের হ্যাং সমস্যা সমাধান না হয় তবে ফোনকে একবার ফ্যাক্টরি রিসেট করুন। আর এই ফ্যাক্টরি রিসেট করার পূর্বে আপনার ফোনে থাকা সকল প্রয়োজনীয় জিনিস যেমন: ছবি, ভিডিও, ডকুমেন্ট সহ যাবতীয় জিনিস যেগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে সেগুলোকে ব্যাকআপ হিসেবে কোথায় রেখে দিন এবং ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করুন। মনে রাখুন, ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সকল কিছু মুছে যায়। 

  • আর আপনার যদি এই উপায়গুলো ব্যবহার করে কোনো সমাধান না আসে তবে বুঝে নিবেন আপনার ফোনের হার্ডওয়্যার থেকে সমস্যা করছে। এক্ষেত্রে আপনার নিকটস্থ দক্ষ ফোনের মেকার যারা ফোন সার্ভিসিং করে তাদের নিকট থেকে ফোনটিকে দেখি সমস্যাটি সমাধান করে নিতে পারে।

মোবাইলে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার উপকারিতা

‌আমরা উপরে বিস্তারিতভাবে জেনে নিলাম মোবাইল হ্যাং করলে কি করতে হবে? বা মোবাইল হ্যাং করলে করণীয় কি সে সম্পর্কে। আমরা মোবাইল হ্যাং করলে করণীয় কি এই বিষয়ের একটি উপায় জেনেছি, অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করা সম্পর্কে। চলুন এটি নিয়ে আরো বিস্তারভাবে জেনে আসি।

আমরা অনেকেই আছি যারা ব্যবহারের সময় অ্যাপ ইন্সটল করি এবং ব্যবহার শেষে সেটিকে আর ফোন থেকে আনইন্সটল করার কথা মাথায় রাখিনা, যা আমাদের একটি খারাপ অভ্যাস। কিন্তু এই অপ্রয়োজনীয় অ্যাপগুলোই অনেক সময় ফোনকে ধীর করে দেয়। আমরা হয়তো অনেকেই জানিনা, আমাদের ফোনে থাকা প্রতিটি অ্যাপ কিছুটা করে র‍্যাম ব্যবহার করে এবং ব্যাটারিতেও চাপ ফেলে। ফলে ফোন দ্রুত হ্যাং করতে শুরু করে। তাই আমাদের উচিত ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করা যাতে ফোনের গতি স্বাভাবিক থাকে।

ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ কন্ট্রোল করার পদ্ধতি

ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলো আমাদের ফোনকে আরো স্লো বা হ্যাং করতে অনেকটা সাহায্য করে। কিভাবে সাহায্য করে চলুন বিস্তারিতভাবে জেনে আসি।

আমাদের ফোনে কিন্তু অ্যাপের অভাব নেই। আমরা সকলে যেটি করি, ফোনে থাকা অ্যাপগুলো ব্যবহার করার পরে সেগুলোকে উইন্ডো থেকে ক্লোজ করে দেই। কিন্তু ক্লোজ করে দেওয়ার পরে এই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান থাকে যেমন: ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ সহ ইত্যাদি। এসব অ্যাপ সবসময় র‍্যাম ব্যবহার করে, ব্যাটারি খরচ করে এবং ফোন স্লো করে ফেলে। তাই নিয়মিত ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোল করা খুব জরুরি। কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কন্ট্রোল করবেন বিস্তারিত জেনে নিন।

র‍্যাম পরিষ্কার রাখতে হবে এবং এর জন্য করণীয় কি?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে গেছি মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব সে সম্পর্কে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোন হ্যাং না হওয়ার জন্য র‍্যামের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ।

র‍্যাম হলো ফোনের এমন একটি অংশ যা ফোনকে দ্রুতগতিতে কাজ করতে সাহায্য করে। আপনার ফোনের র‍্যাম যত বেশ ফাঁকা থাকবে আপনি ফোন ততদ্রুত চালাতে পারবেন। আর র‍্যাম যদি ভরে যায় তবে ফোনের গতি কমে যায় এবং হ্যাং হতে শুরু করে। তাই নিয়মিত র‍্যাম ফাঁকা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি চাইলে ফোনে থাকা “Device care” বা “Phone Manager” অপশন থেকে সহজেই র‍্যাম পরিষ্কার করতে পারেন। এতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ হয়ে যাবে এবং ফোন দ্রুত কাজ করবে।

আপনি যদি আরও ভালো ফলাফল পেতে চান তবে একসাথে অনেক অ্যাপ চালানো থেকে বিরত থাকুন। ভারী গেম খেলার পর ফোন বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। মোবাইল রিস্টার্ট করলেও অনেক সময় র‍্যাম ক্লিয়ার হয়ে যায়। তাই আপনি এই উপায় গুলো অবলম্বন করে ফোনের র‍্যাম পরিষ্কার করতে পারেন।

সফটওয়্যার আপডেট দিতে হবে, না দিলে কি সমস্যা হয় জেনে নিন

মোবাইল হ্যাং করে কেন? এই প্রশ্নের জবাবে বলা যেতে পারে সঠিক সময় ফোনের সফটওয়্যার আপডেট না দেওয়া। আপনি যদি সঠিক সময় আপনার ফোনের সফটওয়্যার আপডেট না করেন তবে ফোন হ্যাং করতে পারে। আমরা অনেকেই ধারণা করি ফোনের সফটওয়্যার আপডেট দিলে ফোনের ক্ষতি হয় এবং ফোন স্লো হয়ে যায়। আসলে বিষয়টি একদম ভুল। ফোন যদি সঠিক সময় আপডেট দেন তবে পুরনো বাগ ঠিক হয়, নিরাপত্তা বেড়ে যায় এবং ফোন আরো স্মুথভাবে কাজ করে। আর আপডেট যদি না দেন তবে ফোনে অনেক ত্রুটি থেকে যায় যা পরবর্তীতে হ্যাং সমস্যার কারণ হয়ে উঠে।

মোবাইল-হ্যাং-করলে-করণীয়-কি

মাথায় রাখবেন, ফোনের সফটওয়্যার আপডেটে অনেক সময় নতুন ফিচারও যোগ হয় যা ফোনকে আরো স্মার্ট করে। তাই আপডেটের নোটিফিকেশন দেখলে দেরি না করে দ্রুত আপডেট দিয়ে ফেলুন। শুধু খেয়াল রাখবেন, আপডেট দেওয়ার আগে ফোনে পর্যাপ্ত চার্জ ও ইন্টারনেট ডেটা আছে কিনা। নিয়মিত আপডেট দিলে হ্যাংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।

স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং করে

ফোন হ্যাং হওয়ার মেজর একটি কারণ হতে পারে স্টোরেজ ফুল হয়ে যাওয়া। আপনি যদি প্রশ্ন করেন মোবাইল হ্যাং করলে করণীয় কি তবে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে, ফোনে থাকা ময়লাগুলো ডিলিট করুন। আমাদের ফোনে অনেক ছবি, ভিডিও বা অ্যাপ জমে গেলে স্টোরেজ প্রায় ভরে যায়। আর আমরা এ বিষয়ের দিকে লক্ষ্য করিনা বিধায় নতুন করে যখন কিছু সেভ করতে যায় তখন সেটি আর সেভও হয়না, ফোন আর এমনকি আগের মতো দ্রুত কাজও করে না। এর মেজর কারণ হচ্ছে, সিস্টেমের জন্যও কিছু খালি জায়গা দরকার হয়, যেটা না থাকলে ফোন আটকে যায় বা হ্যাং হয়।

তাই এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে, ফোনে থাকা অপ্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার নেই, যেমন পুরনো স্ক্রিনশট, ভিডিও, বা ডাউনলোড ফাইল, সেগুলো ডিলিট করে দেওয়া। আর মাসে অন্তত একবার স্টোরেজ চেক করা এবং ময়লাগুলোকে পার্মানেন্ট ডিলিট করা। যদি আপনি করতে পারেন তবে আপনার ফোন হ্যাং হওয়ার হাত থেকে বাঁচবে।

শেষ মন্তব্য

আমরা আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে জেনে নিলাম মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব সে সম্পর্কে। আমরা একই সাথে জেনেছি মোবাইল ফোন হ্যাং হওয়ার কিছু প্রধান কারণ সম্পর্কে। মোবাইল ফোন হ্যাং হওয়া আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা যদি সঠিক যত্ন নেই তবে এটি পুরোপুরি সমাধান করা যায় এবং আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি তা সম্পর্কে উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি। যদি এক কথায় বলা যায় তবে, ফোনও মানুষের মতো- যত যত্ন নিবেন, তত ভালো কাজ করবে। তাই আজ থেকেই কিছু সহজ নিয়ম মেনে চলুন, তাহলেই আর আপনার ফোন হ্যাং হবে না, বরং থাকবে একদম নতুনের মতো দ্রুত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url