মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব বিস্তারিত জেনে নিন
আমাদের অনেকের মোবাইল মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় বা মাথা নষ্ট হয়ে যায়। আর আমরা জানিনা মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব এবং ফোন হ্যাং করলে সে সময় কিন্তু খুবই বিরক্তিকর লাগে। তাই মোবাইল হ্যাং করলে করণীয় কি আমরা আজকে বিস্তারিতভাবে জানবো।
প্রিয় পাঠক আমরা আজকের আর্টিকেলে ধারাবাহিকভাবে জানবো মোবাইল হ্যাং করলে কি করতে হবে? এবং এটি পার্মানেন্ট সমাধান কি সে সম্পর্কে। চলুন তবে ধারাবাহিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা যাক।
পোস্ট সূচিপত্র: মোবাইল হ্যাং করলে কি করতে হবে?
- মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণগুলো কি কি?
- মোবাইল হ্যাং করলে কি করতে হবে?
- মোবাইলে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার উপকারিতা
- ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ কন্ট্রোল করার পদ্ধতি
- র্যাম পরিষ্কার রাখাতে হবে এবং এর জন্য করণীয় কি?
- সফটওয়্যার আপডেট দিতে হবে, না দিলে কি সমস্যা হয় জেনে নিন
- স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং করে
- শেষ মন্তব্য
মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণগুলো কি কি?
- মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণ হচ্ছে, ফোনের স্টোরেজ অনুযায়ী অধিক পরিমাণে অ্যাপ ইন্সটল থাকা।
- মোবাইল যদি অ্যাপের পরিমাণ বেশি থাকে এবং অ্যাপগুলো যদি ভারী হয়ে থাকে তবে প্রসেসর ও র্যামের উপর প্রচুর চাপ পরে এবং সেই চাপ প্রসেসর ও র্যাম নিতে পারেনা। ফলে ফোন ধীরগতিতে কাজ করে এবং স্ক্রিন আটকে যায়।
- আবার ইন্টারনেট ব্রাউজারে যদি বেশি ট্যাব খুলে রাখা হয় তবে এক্ষেত্রে ফোন স্লাে হয়ে কিছু হ্যাং করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় বা ভারী গেম খেললে ফোনের গতি কমে যায় এবং সেক্ষেত্রেও ফোন হ্যাং ও স্লো কাজ করে।
- এছাড়া ফোনের সফটওয়্যার পুরনো হয়ে গেলে বা ভাইরাস থাকলে তাতেও ফোন হ্যাং হতে পারে।
- অনেকে ফোনে স্টোরেজের তুলনায় অনেক ছবি, ভিডিও ও ফাইল জমে থাকে, এতে স্টোরেজ প্রায় ভরে যায়। আর স্টোরেজ ফুল থাকলে ফোন ঠিকভাবে কাজ করতে পারে না। তাই নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা, অটো ডাউনলোড বন্ধ করা ও ফোন আপডেট দেওয়া অত্যান্ত জরুরি।
- এছাড়া বিনা প্রয়োজনে ফোনের লোকেশন, ব্লুটুথ, ডাটা, ওয়াইফাই চালু রাখা। এগুলোর ফলেও ফোন হ্যাং হতে পারে
মোবাইল হ্যাং করলে কি করতে হবে?
- ফোন হ্যাং হলে প্রথমেই ভয়ে না পেয়ে শান্ত হয়ে থাকবেন। সর্বপ্রথম উপায় হচ্ছে, ফোনকে রিস্টার্ট করা। ফোনের পাওয়ার বোতাম চেপে ধরে ফোনকে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন। যদি না হয় তবে ফোনের পাওয়ার বোতাম ও ভলিউম বোতাম একসাথে চেপে ধরে রিস্টার্ট দেওয়ার চেষ্টা করুন।
- ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোনে থাকলে ফোন হ্যাং হবে।
- ফোনের স্টোরেজ চেক করুন। ফোনের স্টোরেজ যদি বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে তবে ফোনের কার্যক্রম ব্যাহত হবে। তাই সেটিং থেকে ফোনের স্টোরেজ যাচাই করুন, যদি স্টোজের ৯০% ভর্তি হয়ে থাকে তবে কিছু ছবি, ভিডিও ও ফাইল ডিলিট করুন। মনে রাখবেন, ফোনের স্টোরেজ যত বেশি ফাঁকা থাকবে ফোন ততটা ফাস্ট কাজ করবে।
- স্টোরেজ ফাঁকা করার পাশাপাশি ফোনের র্যামে জমে থাকা ক্যাশ নিয়মিত ক্লিয়ার করুন, এতে ফোন দ্রুত কাজ করবে।
- ফোনের অ্যাপ নিয়মিত আপডেট করুন। আমাদের ফোনে যে অ্যাপগুলো ইন্সটল করা রয়েছে এগুলো কিন্তু আপডেট আসে। তাই অ্যাপগুলোকে নিয়মতি আপডেট করুন, এতে ফোন হ্যাং সমস্যা থেকে সমাধান আসে।
- একই সাথে ফোনের সফটওয়্যার আপডেট করুন। কেননা এই সফটওয়্যার আপডেট ফোনকে আরো স্মুথ করে এবং দ্রুত কাজ করতে সাহায্য করে।
- উপরের উল্লেখ উপায়গুলো ব্যবহার করে যদি আপনার ফোনের হ্যাং সমস্যা সমাধান না হয় তবে ফোনকে একবার ফ্যাক্টরি রিসেট করুন। আর এই ফ্যাক্টরি রিসেট করার পূর্বে আপনার ফোনে থাকা সকল প্রয়োজনীয় জিনিস যেমন: ছবি, ভিডিও, ডকুমেন্ট সহ যাবতীয় জিনিস যেগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে সেগুলোকে ব্যাকআপ হিসেবে কোথায় রেখে দিন এবং ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করুন। মনে রাখুন, ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সকল কিছু মুছে যায়।
- আর আপনার যদি এই উপায়গুলো ব্যবহার করে কোনো সমাধান না আসে তবে বুঝে নিবেন আপনার ফোনের হার্ডওয়্যার থেকে সমস্যা করছে। এক্ষেত্রে আপনার নিকটস্থ দক্ষ ফোনের মেকার যারা ফোন সার্ভিসিং করে তাদের নিকট থেকে ফোনটিকে দেখি সমস্যাটি সমাধান করে নিতে পারে।
মোবাইলে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার উপকারিতা
ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ কন্ট্রোল করার পদ্ধতি
র্যাম পরিষ্কার রাখতে হবে এবং এর জন্য করণীয় কি?
সফটওয়্যার আপডেট দিতে হবে, না দিলে কি সমস্যা হয় জেনে নিন
মোবাইল হ্যাং করে কেন? এই প্রশ্নের জবাবে বলা যেতে পারে সঠিক সময় ফোনের সফটওয়্যার আপডেট না দেওয়া। আপনি যদি সঠিক সময় আপনার ফোনের সফটওয়্যার আপডেট না করেন তবে ফোন হ্যাং করতে পারে। আমরা অনেকেই ধারণা করি ফোনের সফটওয়্যার আপডেট দিলে ফোনের ক্ষতি হয় এবং ফোন স্লো হয়ে যায়। আসলে বিষয়টি একদম ভুল। ফোন যদি সঠিক সময় আপডেট দেন তবে পুরনো বাগ ঠিক হয়, নিরাপত্তা বেড়ে যায় এবং ফোন আরো স্মুথভাবে কাজ করে। আর আপডেট যদি না দেন তবে ফোনে অনেক ত্রুটি থেকে যায় যা পরবর্তীতে হ্যাং সমস্যার কারণ হয়ে উঠে।
মাথায় রাখবেন, ফোনের সফটওয়্যার আপডেটে অনেক সময় নতুন ফিচারও যোগ হয় যা ফোনকে আরো স্মার্ট করে। তাই আপডেটের নোটিফিকেশন দেখলে দেরি না করে দ্রুত আপডেট দিয়ে ফেলুন। শুধু খেয়াল রাখবেন, আপডেট দেওয়ার আগে ফোনে পর্যাপ্ত চার্জ ও ইন্টারনেট ডেটা আছে কিনা। নিয়মিত আপডেট দিলে হ্যাংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।

