ফোন স্টোরেজ খালি করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া একটি বিরক্তিকর অবস্থা। আর এই বিরক্তিকর পরিস্থিতে থেকে বের হতে আমরা অনেকেই জানিনা কি করলে ফোনের স্টোরেজ আবার আগের অবস্থায় চলে আসবে। আজকের আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানবো ফোন স্টোরেজ খালি করার উপায় সম্পর্কে।
ফোন স্টোরেজ খালি করার উপায়
বর্তমান স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। আধুনিক যুগে এসে ফোনকে আমরা এতটা প্রিয় করে নিয়েছি যে এক মুহূর্ত তাকে ছাড়া কল্পনা করা যায় না। কিন্তু এই ফোন কিছুদিন ব্যবহার করার পর যদি দেখেন স্টোরেজ ফুল হয়ে গেলে, নতুন করে ছবি তোলা যাচ্ছে না, অ্যাপ আপডেট ও ইন্সটল নিচ্ছে না, ফোন আগের চেয়ে অনেক ধীর গতিতে কাজ করছে। এই সব সমস্যার মূল কারণ হচ্ছে ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ও ডাটা, যা ফোনকে ধীরে কাজ করতে সাহায্য করছে। আর ফোন মেমোরি ফুল হওয়ার কারণ হিসেবে আমরাই মূলত দায়ী। আমরা নিচে ফোনের স্টোরেজ খালি করার কিছু কার্যকর ও বাস্তব উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই চলুন সেগুলো জেনে আসি।
ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ ও গেম ডিলিট করে ফেলা
আমরা অনেক সময় কাজের প্রয়োজন বিভিন্ন অ্যাপ ও গেম ইনস্টল করি। কিন্তু কাজ ফুরিয়ে গেলে সেগুলোকে ডিলিট বা আনইনস্টল করার কথা মাথা রাখিনা। এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমরা কিছু সময় কাজের জন্য নামায় কিন্তু পুরো বছর আর কোনো কাজ করি না। আর এই অ্যাপগুলো নিয়মিত আপডেট হতে থাকে কাজ না করলেও। নিয়মিত আপডেট নিয়ে ভেতরে ভেতরে জায়গা দখল করতে থাকে। বিশেষ করে এমন কিছু অ্যাপ ও গেম রয়েছে যেগুলোর সাইজ কম, কিন্তু ধীরে ধীরে সেগুলোর সাইজ বড় হতে থাকে এবং আপডেট নিয়ে ফোনের স্টোরেজ খেলে ফেলে।
যেসব অ্যাপ ও গেম আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন না, সেগুলো রেখে দিলে আপনার কোনো উপকার হবে না বরং ফোনের ক্ষতি হবে এবং স্টোরেজ ফুরিয়ে আসবে। তাই এসব অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে একবারেই অনেকখানি স্টোরেজ খালি করে নিন এবং ফোনের পারফরম্যান্সও কিছুটা উন্নত করুন।
ক্যাশ ও টেম্পোরারি ফাইল পরিষ্কার করুন
ফোনের ক্যাশ ও টেম্পোরারি ফাইল কমে থাকার বিষয়টিকে অনেকে গুরুত্বের সাথে দেখ না। ক্যাশ ফাইল বলা হয় মূলত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা ব্রাউজারের মতো অ্যাগুলো ব্যবহারের সময় যে টেম্পোরারি বা অস্থায়ী ডাটা জমে থাকে সেগুলোকে। ক্যাশ ফাইল তখনি জমা হয় যখন আমরা কোনো অ্যাপকে ওপেন করি। অ্যাপ ওপেন করার সময় সেই অ্যাপটি বিভিন্ন জায়গা থেকে ডেটা সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন এবং শেষমেষ তা ক্যাশ হয়ে জমা পড়ে থাকে। আর দীর্ঘদিন ক্যাশ ক্লিয়ার না করলে কয়েক জিবি পর্যন্ত স্টোরেজ খেয়ে বসে থাকে এবং স্টোরেজ ফুল করে দেয়। তাই আমাদের উচিত নিয়মিত ক্যাশ পরিষ্কার করা, এতে ফোন কিছুটা দ্রুত কাজ করবে এবং স্টোরেজ সমস্যা সমাধান হবে। কিভাবে ক্যাশ ক্লিয়ার করবে?
- প্রথম আপনার ফোনের সেটিংয়ের চলে যাবেন। সেখান থেকে "অ্যাপ বা অ্যাপ্লিকেশন" নামের অপশনটি খুঁজে বের করবেন।
- এরপর সেখানে প্রবেশ করে আপনি যে অ্যাপগুলো দীর্ঘ সময় ধরে চালান সেগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার একটু নিচে স্কোল ডাউন করে আসলে দেখতে পাবেন "স্টোরেজ" নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
- এরপর সেখানে দেখতে পাবেন "Cache" নামে একটি লেখা দেখাচ্ছে এবং পাশেই দেখতে পাবেন কত এমবি বা জিবি সে দখল করে আছে। নিচে দেখতে পাবেন "Clear Cache" নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে এগুলোকে ডিলিট করে ফেলুন। এর পাশাপাশি আপনি ডাটাও ক্লিন করতে পারেন।
- এভাবে একে-একে ভারী অ্যাপগুলোতে প্রবেশ করে "Cache" ও "Data" ক্লিন করে স্টোরেজ ফিরিয়ে আনুন।
ছবি ও ভিডিও ব্যাকআপ নিয়ে ডিলিট করুন
আপনারা কি জানেন ফোনের সবচেয়ে বেশি স্টোরেজ দখল করে থাকে ছবি ও ভিডিও গুলো। বর্তমানে অধিকাংশ ফোনের ক্যামেরা হাই রেজোলিউশনের, এর কারণে একটি ভিডিও কয়েকশো এমবি হয়ে থাকে এবং জায়গা দখল করে নেয়। অনেক সময় একই ধরনের ছবি বা অপ্রয়োজনীয় ভিডিও ফোনে জমা পড়ে থাকে যা আমাদের কোনো কাজের না এবং দরকারও পড়ে না। আমাদের উচিত যে ছবি ও ভিডিও গুলো আমাদের প্রয়োজন না সেগুলো ডিলিট করে ফেলা। আর এগুলো ডিলিট করে ফেললে ফোনের স্টোরেজ ফাঁকা হবে এবং কিছুটা হলেও ফোনকে দ্রুত কাজ করতে সাহায্য করবে।
আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও ব্যাকআপ আকারে আপনার পিসির ড্রাইভে বা ড্রাপবক্স, টেরাবক্স এমন কিছু ফ্রি অ্যাপের ভেতরে রাখতে পারেন যায়। এতে ফোনের অনেক বড় অংশের স্টোরেজ একসাথে খালি হয়ে যাবে।
হোয়াস্টএপ-ম্যাসেঞ্জার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার স্টোরেজ ম্যানেজ করুন
আমাদের ফোনে এমন অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করার সময় সবচেয়ে বেশি স্টোরেজ নষ্ট করে, যেমন: হোয়াস্টএপ ও ম্যাসেঞ্জার। আমাদের অজান্তে এই অ্যাপগুলো ফোনের মধ্যে ছবি, ভিডিও, অডিও এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ডকুমেন্ট অটো ডাউনলোড করে বসে থাকে আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হোয়াস্টএপ। হোয়াস্টএপ একাই ফোনের বিশাল অংশের স্টোরেজ দখল করে থাকে।
আমাদের উচিত অপ্রয়োজনীয় গ্রুপ মিডিয়া, পুরোনো ভিডিও ও ফরোয়ার্ড করা ফাইল নিয়মিত পরিষ্কার করা, এতে স্টোরেজ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি যেসব অ্যাপ অটো ডাউনলোড নিয়ে থাকে সেগুলোর অটো ডাউনলোড অপশন বন্ধ করে রাখা।
এসডি কার্ড বা ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন
যদি আপনার ফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকে, তাহলে ভারী ফাইল যেমন ছবি, ভিডিও বা ডকুমেন্ট ইন্টারনাল স্টোরেজে না রেখে এসডি কার্ডে রাখুন। এতে করে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফ্রি থাকবে এবং স্টোরেজ কখন ফুল হয়ে যাবে না। আর যদি এসডি কার্ড সাপোর্ট না থাকে, তাহলে ক্লাউড স্টোরেজ ব্যবহার করা একটি ভালো সমাধান হতে পারে। প্রয়োজনীয় ফাইল অনলাইনে রেখে দিলে ফোনের ভেতরের জায়গা বাঁচে এবং ভবিষ্যতে স্টোরেজ দ্রুত ভরে যাওয়ার ঝুঁকিও কম থাকে।
শেষ মন্তব্য
ফোন স্টোরেজ খালি করার উপায় আসলে কোনো জটিল একটি প্রক্রিয়া নয়। আপনি যদি একটু সচেতন হন তবে এই সমস্যা সমাধান করতে পারবেন। মনে রাখবেন, নিয়মিত ফোন চেক করা এবং ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল বা ডেটাকে পরিষ্কার করা, মিডিয়া ব্যাকআপ রাখা এবং অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ করা। এগুলো করতে পারলে আপনার ফোনের স্টোরেজ ফুরিয়ে যাবে না বরং ফোন দ্রুত ও স্মুথ কাজ করবে।
