ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো আপনি কি জানতে চান? আপনি কি জানতে চান কোন ফোনের
ক্যামেরা সবচেয়ে ভালো? চলুন তবে বিস্তারিতভাবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে
আসি কোন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো?
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি ছোট্ট ক্যামেরা হয়ে উঠেছে।
অনেকেই DSLR ছাড়াই ফোনে দারুন ছবি তোলেন এবং সেই ছবিকে আরো ভালোভাবে তোলার জন্য
প্রয়োজন একটি কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা যুক্ত ফোন।
ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো
বর্তমান তরুন থেকে শুরু করে প্রবীনরা সকলে ছবি তুলতে পছন্দ করে। ফোন কেনার সময়
তারা সর্বপ্রথম যেটির দিকে জোর দেয় সেটি হচ্ছে ফোনের ক্যামেরা কোয়ালিটি। ফোনের
ক্যামেরা কোয়ালিটি যত সুন্দর হবে ছবি তুলতে তত মজা পাওয়া যাবে। আর যারা ভ্লগিং
করেন তাদের জন্য একটি ক্যামেরার দিক থেকে সেরা ফোন খুবই প্রয়োজন হয় যেন তাদের
প্রতিটি ভিডিও ও ছবি তোলা দারুনের চেয়েও দারুন যেন হয়। ক্যামেরা ভালো কোন ফোনের
আমরা সেটি নিয়ে এখন জানবো। আমরা নিচে এমন কিছু ফোনের মডেলসহ তাদের ক্যামেরা
কোয়ালিটি ও দাম উল্লেখ করেছি যেগুলো জেনে আপনি সহজে যেকোনো ফোন বাছাই করতে
পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে জেনে নেই সবচেয়ে কোন
মোবাইলের ক্যামেরা ভালো সে সম্পর্কে।
Samsung Galaxy S24 Ultra
আমাদের লিস্টের আজকে সর্বপ্রথম ফোনটি হচ্ছে Samsung Galaxy S24 Ultra। আমরা
বরাবর জেনে এসেছি স্যামসাং ক্যামেরা দিক থেকে সর্বদা উপর লেভেলে থাকার চেষ্টা
করেছে এবং তারা এটিতে জয়ীও হয়েছে। ক্যামেরা সেরা যদি আপনি একটি ফোন খোঁজেন তবে
আমরা বলবো Samsung Galaxy S24 Ultra হচ্ছে একটি সেরা ফোন ক্যামেরার দিক থেকে।
চলুন জেনে আসি এই ফোনের ক্যামেরা সেটআপ থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি
সম্পর্কে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: কোয়াড
-
রেজোলিউশন: ২০০ মেগাপিক্সেল f/১.৭, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা, ১২ মেগাপিক্সেল f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল
ক্যামেরা, ১০ মেগাপিক্সেল f/২.৪, টেলিফটো ক্যামেরা, ৫০
মেগাপিক্সেল f/৩.৪
-
অটোফোকাস: লেজার অটোফোকাস, মাল্টি-ডাইরেকশনাল পিডি অটোফোকাস, সুপার
কোয়াড পিক্সেল অটোফোকাস
- OIS: আছে
- ফ্ল্যাশ: LED ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ১৬০০০ x ১২৫০০ পিক্সেল
- শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR), সুপারমুন
- অ্যাপারচার: f/১.৭
-
ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস,
স্লো-মোশন, আল্ট্রা স্টেডি ভিডিও, ভিডিও HDR, বোকেহ পোর্ট্রেট ভিডিও,
ভিডিও প্রো মোড, স্টেরিও রেকর্ডিং
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৭৬৮০x৪৩২০, ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps, ৬০ fps, ২৪০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
- রেজোলিউশন: ১২ এমপি f/২.২, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
- অটোফোকাস: ডুয়াল পিক্সেল পিডি অটোফোকাস
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/২.২
এই ফোনের মেইন ক্যামেরা ২০০ মেগাপিক্সেল হওয়ায় এর ইমেজ কোয়ালিটি বেশ চমৎকার ও
পাশাপাশি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, টেলিফটো ক্যামেরার কোয়ালিটিও বেশ চমৎকার।
আর এই ফোনের সেলফি ক্যামেরাও বেশ দারুন এবং আপনি ছবি তুলে কিন্তু বেশ উপভোগ
করতে পারবেন। এই ফোনটির অফিসিয়াল দাম ২,৪৩,৯৯৯ টাকা ও স্টোরেজ হিসেবে থাকছে ১২
জিবি র্যাম+২৫৬ জিবি রম। প্রসেসর থাকছে Qualcomm SM8650-AC Snapdragon 8
Gen 3 যা উন্নতমানে একটি চিপসেট।
Google Pixel 7a
ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো এই বিষয়ের আজকের লিস্টে আমাদের তালিকার
দ্বিতীয় ফোনটি হচ্ছে Google Pixel 7a। এই ফোনটির দাম ৩৮,০০০-৪১,০০০
হাজার টাকার মধ্যে পাওয়া যাবে যা আন অফিসিয়াল একটি ফোন এবং স্টোরেজ হিসেবে
থাকছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। চলুন এবার এর ক্যামেরা সম্পর্কে আলোচনা
করি।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ডুয়াল
-
রেজোলিউশন: ৬৪ মেগাপিক্সেল f/1.9, ওয়াইড অ্যাঙ্গেল (৮০° ফিল্ড-অফ-ভিউ),
প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল f/2.2, আল্ট্রা-ওয়াইড
অ্যাঙ্গেল ক্যামেরা
- সেন্সর: IMX787, এক্সমোর-আরএস সিএমওএস সেন্সর
- অটোফোকাস: ফেজ ডিটেকশন অটোফোকাস
- OIS: আছে
- ফ্ল্যাশ: ডুয়াল LED ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: 9000 x 7000 পিক্সেল
- শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR)
- অ্যাপারচার: f/1.9
- ক্যামেরা বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফোকাস করতে স্পর্শ
- ভিডিও রেকর্ডিং করা যাবে: 3840x2160, 1920x1080
- ভিডিও FPS: 30 fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ১৩ মেগাপিক্সেল f/2.2, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, প্রাথমিক
ক্যামেরা
- ক্যামেরা বৈশিষ্ট্য: ফিক্সড ফোকাস
- ভিডিও রেকর্ডিং করা যাবে: 3840x2160, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: 30 fps
- অ্যাপারচার: f/২.২
এই ফোনের ক্যামেরা কোয়ালিটিও বেশ সুন্দর ও দারুনভাবে প্রতিটি সাবজেক্টকে
ক্যাপচার করতে পারে। যাদের বাজেট মিড রেঞ্জে এবং ক্যামেরায় সেরা একটি ফোন
খুঁজছেন তাদের জন্য একটি সেরা চয়েজ হতে পারে Google Pixel 7a। এই ফোনে
প্রসেসর হিসেবে রয়েছে Google Tensor G2, যেখানে অপারেটিং ভার্সন রান করবে
v13। এর ডিসপ্লে কোয়ালিটি র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো। তবে ব্যাটারি একটু কম
হয়ে গেছে। ব্যাটারি ক্যাপাসিটি ৪৮২৫mAh। এছাড়া বাকিসব দিক থেকে এই ফোন ভালো বলে
ধরা যায়।
Samsung Galaxy A57 5G
আমাদের লিস্টে তিন নাম্বার ফোনটি হচ্ছে Samsung
Galaxy A57
5G। চলুন এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে এবার বিস্তারিত জেনে আসি।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
- রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল
-
ক্যামেরা বৈশিষ্ট্য: সেরা ফেস, এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআর
-
ভিডিও রেকর্ডিং করা যাবে: ৪কে@৩০এফপিএস, ১০৮০পি@৩০/৬০এফপিএস, জাইরো-ইআইএস
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
- রেজোলিউশন: ১২ মেগাপিক্সেল
-
ভিডিও রেকর্ডিং করা যাবে: ৪কে@৩০এফপিএস, ১০৮০পি@৩০/৬০এফপিএস, ১০-বিট
এইচডিআর
আমরা জানি যে, স্যামসাং ফোনের ক্যামেরা বেশ উন্নত এবং তারা মূলত ফোনগুলো তৈরির
সময় ক্যামেরার দিকে বেশ ভালো রকমের নজর দিয়ে তৈরি করেন যেন ব্যবহারকারীরা তাদের
ফোন দিয়ে ছবি তুলে আকৃষ্ট হয় এবং এটি ক্রয় করে। তো Samsung Galaxy A57 5G
ফোনটির ক্যামেরাও বেশ চমৎকার কোয়ালিটি। যারা ক্যামেরায় সেরা একটি ফোন কিনতে চান
তারা কিন্তু এই ফোনটিকে চয়েজ লিস্টে রাখতে পারেন।
আর আপনি যদি Samsung Galaxy A57 5G ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে
চান তবে আমাদের এই আর্টিকেলটি পড়ুন। আমরা এখানে Samsung Galaxy A57 5G
ফোনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এর স্পেসিফিকেশন থেকে শুরু করে যাবতীয়
জিনিস। পড়তে চাইলে
ক্লিক করুন...
Samsung Galaxy A55 5G
Samsung Galaxy A55 5G ফোনটিও ক্যামেরায় দিক থেকে উন্নত ও কোয়ালিটি সম্পন্ন। এই
ফোনটির অফিসিয়াল প্রাইজ ৭৮,৯৯৯ টাকা আর স্টোরেজ থাকছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি
রম। এছাড়া এই ফোনের আন অফিসিয়াল কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলোর দাম কিছুটা কম
হবে। তবে এর ক্যামেরা কোয়ালিটি কেমন? চলুন জেনে আসি তবে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল f/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা, ১২ মেগাপিক্সেল f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল
ক্যামেরা, ৫ মেগাপিক্সেল f/২.৪, ম্যাক্রো ক্যামেরা
- অটোফোকাস + OIS: আছে
- ফ্ল্যাশ LED ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
-
শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR), ম্যাক্রো মোড
- অ্যাপারচার: f/১.৮
-
ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস,
স্লো-মোশন, ভিডিও HDR, ভিডিও প্রো মোড
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৬০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ৩২ মেগাপিক্সেল f/২.২, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/২.২
স্যামসাং তাদের ফোনগুলোর ক্যামেরার কোয়ালিটি বেশ দারুনভাবে তৈরি করছে। তাদের
ক্যামেরা কোয়ালিটি, ফোনের বিল্ড কোয়ালিটি, ব্যাটারি ক্যাপাসিটি যদি দেখেন তবে
তারা সব দিক লক্ষ্য রেখে ফোনগুলোতে মার্কেটে লঞ্চ করছে। তাদের Galaxy A55
5G ফোনটি ঠিক এমন। এর ক্যামেরা কোয়ালিটি বেশ চমৎকার। আপনি ছবি তুলে বেশ আনন্দ
পাবেন এবং ছবির কোয়ালিটিও ভালো। আপনি যদি ক্যামেরার সকল সেটিংগুলোকে ঠিক রেখে
ছবি তুলতে পারেন তবে দিনের আলোতে বা রাতে অন্ধকারে আপনি ছবির মান ভালো পাবেন।
এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Samsung Exynos 1480 যা স্যামসাংয়ের নিজস্ব
তৈরি করা প্রসেসর। এই ফোনে রয়েছে One UI 6.1 ইউজার ইন্টারফেস যা আপনার ফোন
চালানোর অভিজ্ঞতাকে বাড়িয়ে দিবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে পেয়ে যাবেন
৫০০০mAh এবং ফোনটিতে পেয়ে যাবে 5G নেটওয়ার্ক।
Redmi Note 13 Pro Plus 5G
আমাদের লিস্টের পঞ্চমতম ফোনটি হচ্ছে Redmi Note 13 Pro+ 5G। চলুন তবে
বিস্তারিতভাবে জেনে আসি Redmi Note 13 Pro+ 5G ফোনটির ক্যামেরা কোয়ালিটি
সম্পর্কে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
-
রেজোলিউশন: ২০০ মেগাপিক্সেল f/১.৭, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা, ৮ মেগাপিক্সেল f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,
২ মেগাপিক্সেল f/২.৪, ম্যাক্রো ক্যামেরা
- সেন্সর: S5KHP3, ISO-CELL
- অটোফোকাস: ফেজ ডিটেকশন অটোফোকাস
- OIS: আছে
- ফ্ল্যাশ: ডুয়াল-কালার LED ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ১৬৩০০ x ১২৩০০ পিক্সেল
- জুম: ১০ x ডিজিটাল জুম
-
শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR), বার্স্ট মোড,
বিউটিফাই, ম্যাক্রো মোড
- অ্যাপারচার: f/১.৭
-
ক্যামেরার বৈশিষ্ট্য: ১০ x ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, কাস্টম
ওয়াটারমার্ক, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ভয়েস শাটার, স্লো-মোশন, মুভি
ফ্রেম, শাওমি প্রো-কাট, ম্যাক্রো ভিডিও, শর্ট ভিডিও মোড
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ১৬ মেগাপিক্সেল f/২.৫, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা
- ক্যামেরা বৈশিষ্ট্য: ওয়াইড অ্যাঙ্গেল
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/২.৫
Redmi Note 13 Pro+ 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ চমৎকার। এই ফোনের মেইন
শুটার ২০০ মেগাপিক্সেল হওয়ায় ছবির কোয়ালিটি বেশ ভালো হয়। এই ফোনের ক্যামেরা
সেন্সর S5KHP3, ISO-CELL হওয়ায় প্রতিটি জিনিস বা সাবজেক্টকে দারুনভাবে ক্যাপচার
করতে পারে। সেলফি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল যা দিয়ে আপনি সেলফি তুলে বেশ
মজা পাবেন। ক্যামেরার দিক থেকে এই ফোনটি বেশ এগিয়ে গেছে বর্তমান বাজারে। আপনি
যদি ক্যামেরায় ভালো একটি ফোন খুঁজেন তবে আপনি Redmi Note 13 Pro+ 5G ফোনটি
আপনার চয়েজ লিস্টে রাখতে পারেন।
বর্তমান বাংলাদেশ বাজারে Redmi Note 13 Pro+ 5G ফোনটির দুটি অফিসিয়াল
ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে যেগুলোর স্টোরেজ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম, প্রাইজ
৪৬,০০০ টাকা। অপরদিকে আরেকটি ভ্যারিয়েন্ট যার স্টোরেজ ১২ জিবি র্যাম ৫১২ জিবি
রম, প্রাইজ ৫২,০০০ টাকা। এই ফোনটির আবার আন অফিসিয়াল ভ্যারিয়েন্টও রয়েছে
যেগুলোর দাম অফিসিয়ালের তুলনায় কিছুটা কম এবং আন অফিসিয়ালের চারটি ভ্যারিয়েন্ট
রয়েছে যেগুলোর স্টোরেজ ভেদে দাম আলাদা আলাদা।
এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7200 Ultra যা
উন্নতমানে একটি চিপসেট। ইউজার ইন্টারফেস হিসেবে রয়েছে HyperOS যা আপনার
ফোন চালানোর অভিজ্ঞতাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনি এই প্রসেসর গেমিং থেকে শুরু
করে যাবতীয় কাজ খুব সহজে করতে পারবেন এবং আপনি কাজ করে বেশ মজাও পাবেন।
OnePlus Nord 3 5G
ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো? এই বিষয়ে আমাদের পরবর্তী ফোনটি
হচ্ছে OnePlus Nord 3 5G। চলুন তবে এই ফোনের ক্যামেরা সম্পর্কে জেনে আসি।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল f/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা,
৮ মেগাপিক্সেল f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২
মেগাপিক্সেল f/২.৪, ম্যাক্রো ক্যামেরা
- সেন্সর: IMX890, এক্সমোর-আরএস সিএমওএস সেন্সর
- অটোফোকাস: কনট্রাস্ট ডিটেকশন অটোফোকাস, ফেজ ডিটেকশন অটোফোকাস
- OIS: আছে
- ফ্ল্যাশ: এলইডি ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
- জুম: ২০ x ডিজিটাল জুম
-
শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (এইচডিআর), ম্যাক্রো
মোড
- অ্যাপারচার: f/১.৮
-
ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফিল্টার, টাচ টু ফোকাস
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন ১৬: মেগাপিক্সেল f/২.৪, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা
- ফ্ল্যাশ: স্ক্রিন ফ্ল্যাশ
- ক্যামেরার বৈশিষ্ট্য: ফিক্সড ফোকাস
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
- ভিডিও FPS: ৩০fps
- অ্যাপারচার: f/২.৪
OnePlus Nord 3 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আমরা উপরে জেনে নিলাম। এই
ফোনের মেইন শুটার ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ২
মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরায় সেন্সর হিসেবে দেওয়া
হয়েছে IMX890, এক্সমোর-আরএস সিএমওএস যা ছবির মান খুবই উন্নত দেয় এবং প্রতিটি
সাবজেক্টকে নিখুঁতভাবে ক্যাপচার করতে সাহায্য করে। আপনি দিনের আলোতে ও রাতে
বেলায় বেশ ভালোভাবে ছবি তুলতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়েও আপনি বেশ চমৎকার
ছবি তুলতে পারবেন।
এই ফোনের স্টোরেজ হিসেবে পাবেন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম যার প্রাইজ ৪৩,৪৯৯
টাকা এবং এটি একটি 5G নেটওয়ার্ক সাপোর্টেট ফোন। এই ফোনে প্রসেসর হিসেবে
রয়েছে MediaTek Dimensity 9000 MT6893, সিপিইউ রয়েছে Octa core (3.05
GHz, Single core, Cortex X2 + 2.85 GHz, Tri core, Cortex A710 + 1.8 GHz,
Quad core, Cortex A510)। এতে যে চিপসেট বা প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি
একটি মিড রেঞ্জে প্রসেসর যা দিয়ে আপনি যাবতীয় কাজ সহ গেমিং করতে পারবেন।
Realme 12 Pro Plus 5G
আমাদের আজকের লিস্টের পরবর্তী ফোনটি হচ্ছে Realme 12 Pro Plus 5G। এই
ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন চলুন জেনে আসি সে সম্পর্কে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, এফ/১.৮, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল, এফ/২.৮, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৮
মেগাপিক্সেল, এফ/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
- অটোফোকাস: আছে
- ওআইএস: আছে
- ফ্ল্যাশ: এলইডি ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
-
শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (এইচডিআর), স্টারি মোড,
সুপারমুন
- অ্যাপারচার: f/১.৮
-
ক্যামেরার বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, ফিল্টার, টাচ টু ফোকাস,
ডুয়াল ভিডিও রেকর্ডিং, বোকেহ পোর্ট্রেট ভিডিও, এআই ভিডিও ট্র্যাকিং
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps, ৬০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ৩২ মেগাপিক্সেল, এফ/২.৪, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ১৯২০x১০৮০, ১২৮০x৭২০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/২.৪
Realme 12 Pro Plus 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আমরা জেনে নিলাম। এই
ফোনের মেইন ক্যামেরার মেইন শুটার ৫০ মেগাপিক্সেল ও পেরিস্কোপ টেলিফটো ৬৪
মেগাপিক্সেল রয়েছে সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
ক্যামেরা কোয়ালিটি বেশ চমৎকার বলা চলে। আপনি এই ফোন দিয়ে ক্যামেরা তুলে বেশ
চমৎকার ছবি পাবেন এবং প্রতিটি দৃশ্য আপনি চমৎকার ভাবে ক্যাপচার করতে পারবেন।
অপরদিকে সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল হওয়ায় আপনি সেলফি বেশ ভালো রকমের তুলতে
পারবেন যা আপনার সেলফি তোলার আগ্রহকে আরো বাড়িয়ে দিবে।
Realme 12 Pro Plus 5G ফোনের প্রাইজ কত? বর্তমান বাংলাদেশ বাজারে এটি একটি আন
অফিসিয়াল ভ্যারিয়েন্ট রয়েছে যার স্টোরেজ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম যার
প্রাইজ ৩৮,০০০ টাকার মতো। আর হ্যাঁ এটি কিন্তু 5G নেটওয়ার্ক সাপোর্টেট অর্থাৎ
আপনি নেট চালানোর সময় 5G নেটওয়ার্ক সংযোগ করে দ্রুত গতিতে নেট চালাতে পারবেন।
Tecno Camon 30 Premier 5G
আমরা এখন ক্যামেরা নিয়ে জানবো Tecno Camon 30 Premier 5G ফোনটি সম্পর্কে।
চলুন তবে বিস্তারভাবে জেনে আসি এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে।
মেইন বা প্রাইমারি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: ট্রিপল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল f/১.৯, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা,
৫০ মেগাপিক্সেল f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০
মেগাপিক্সেল f/২.২, পেরিস্কোপ ক্যামেরা
- অটোফোকাস: আছে
- OIS: আছে
- ফ্ল্যাশ: কোয়াড এলইডি ফ্ল্যাশ
- ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
- শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (HDR)
- অ্যাপারচার: f/১.৯
-
ক্যামেরা বৈশিষ্ট্য: অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, আল্ট্রা,
স্টেডি ভিডিও, ভিডিও HDR, বোকেহ পোর্ট্রেট ভিডিও, ভ্লগ মোড
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
- ভিডিও FPS: ৩০ fps
সেলফি ক্যামেরা:
- ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
-
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল f/২.৪৫, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি
ক্যামেরা
- অটোফোকাস: আছে
- ভিডিও রেকর্ডিং করা যাবে: ৩৮৪০x২১৬০
- ভিডিও FPS: ৩০ fps
- অ্যাপারচার: f/2.45
Tecno Camon 30 Premier 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ উন্নত। এর মেইন
ক্যামেরার প্রতিটি শুটার ৫০ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় ছবির মান বেশ উন্নত
ও কোয়ালিটি সম্পন্ন। ছবি বেশ স্বচ্ছ বা ক্লিয়ার আসে। মেইন ক্যামেরা থেকে শুরু
করে সেলফি ক্যামেরা প্রতিটি লেন্স বেশ ক্লিন এবং প্রতিটি শুটার ৫০
মেগাপিক্সেল। এই ফোনের দিনের আলো বা রাতের অন্ধকারে প্রতিটি ছবি বেশ চমৎকার
উঠে এবং আপনি ছবি তুলে বেশ মজা পাবেন।
এই ফোনের দাম ৭০,০০০ টাকা যা অফিসিয়াল, স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ১২ জিবি
র্যাম ও ৫১২ জিবি রম। আপনি বাজেট যদি বেশি হয়ে থাকে তবে এই ফোনটি আপনি নিতে
পারেন। এই ফোনে প্রসেসর হিসেবে থাকছে Mediatek Dimensity 8200 Ultimate যা
উন্নতমানে একটি চিপসেট। আপনি গেমিং থেকে শুরু করে যাবতীয় কাজ বেশ দারুনভাবে
করতে পারবেন।
শেষ মন্তব্য
ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো আমরা সে সম্পর্কে বেশ কয়েকটি ফোনের ক্যামেরা
কোয়ালিটি ও আনুসাঙ্গিক কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি
ফটোগ্রাফি করতে বা ভ্লগিং করতে পছন্দ করেন তবে আমাদের আলোচনায় করা যেকোনো একটি
ফোন চয়েজ করে নিতে পারেন।