বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত?

Vivo V60 এর সর্বশেষ আপডেট প্রাইস বাংলাদেশ কত?

আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত, সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার, পারফরম্যান্স ও সর্বশেষ দাম সম্পর্কে।

Vivo-V60-Lite-5G-মোবাইলের-প্রাইজ-কত

চলুন তবে প্রিয় পাঠকগণ, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক Vivo V60 Lite 5G phone price in Bangladesh সহ এই ফোনের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

পোস্ট সূচিপত্র: Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত?

Vivo V60 Lite 5G phone price in Bangladesh 2025

বর্তমান বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G ফোনটির প্রাইজ রাখা হয়েছে ৪৩,৯৯৯ টাকা। এই ফোনটি অফিসিয়াল একটি ফোন যা বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। ফোনটি 5G ফোন যা বর্তমানে খুবই সাড়া ফেলেছে। এখন বেশিরভাগ ব্র্যান্ডগুলো তাদের দামি ফোনগুলোতে 5G নেটওয়ার্ক দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এই প্রাইজ পয়েন্টে বেশ কয়েকটি ফোনের মাঝে কিন্তু 5G সাপোর্ট পেয়েছি যা আমাদের জন্য খুবই ভালো একটি খবর। আপনি যদি Vivo V60 Lite 5G ফোনটি কিনতে চান তবে আপনার এলাকার বড় মার্কেটে যেখানে অফিসিয়াল ফোন বিক্রি করা হয় সেখানে গিয়ে খোঁজ নিলে পেয়ে যাবেন Vivo V60 Lite 5G ফোনটি।

Vivo V60 Lite 5G ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে?

Vivo V60 Lite 5G ফোনটি বাংলাদেশ মার্কেটে গত ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখে অফিসিয়ালি লঞ্চ করা হয় এবং আমরা উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত? আমরা এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আমরা জানবো এই ফোনের গুরুত্বপূর্ণ সব ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। তাই চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনের প্রসেসর কোয়ালিটি কেমন হবে তা নিয়ে।

Vivo V60 Lite 5G ফোনের প্রসেসর পারফরম্যান্স কেমন?

প্রসেসরকে বলা হয় ফোনের প্রাণ কেন্দ্র। আপনার ফোনের প্রসেসরের মাধ্যমে আপনি কিন্তু ফোনকে দ্রুত ও নিখুঁতভাবে চালাতে পারেন। মনে রাখবেন আমরা সবসময় একটি কথা বলে থাকি, আপনার ফোনের প্রসেসর যতটা উন্নত হবে আপনার ততটা নিখুঁত ও দ্রুতগতিতে কাজ করবে এবং আপনি কাজ করে বেশ আনন্দ পাবেন। তো প্রশ্ন আসে Vivo V60 Lite 5G ফোনের প্রসেসর পারফরম্যান্স কেমন? চলুন তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।

  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড
  • অপারেটিং সিস্টেম ভার্সন: v15
  • ইউজার ইন্টারফেস: ফানটাচ ওএস 15
  • প্রসেসর: Mediatek Dimensity 7360 Turbo
  • সিপিইউ: Octa-core (4x2.5 GHz Cortex-A78 & 4x2.0 GHz Cortex-A55)
  • জিপিইউ: Mali-G615 MC2

তো ভিভো তাদের V60 Lite মডেলে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে Mediatek Dimensity 7360 Turbo যা একটি মিড রেঞ্জের চিপসেট। আর সিপিইউ হিসেবে তারা দিয়েছে Octa-core (4x2.5 GHz Cortex-A78 & 4x2.0 GHz Cortex-A55)। তবে এই ফোনের ইউজার ইন্টারফেস ফানটাচ ওএস 15 থাকায় বেশ দারুন হয়েছে। কারণ আমরা বরাবরই জেনে এসেছি ফানটাচ এর ইউজার ইন্টারফেস বেশ ভালো ও উন্নতমানে এবং এতে আপনি ফোনটিকে চালিয়ে মজা পাবেন।

Vivo-V60-Lite-5G-ফোনের-প্রসেসর-পারফরম্যান্স-কেমন

আপনি যদি নরমাল ইউজার হন, প্রতিদিন আপনাকে হালকা পাতলা কাজ করতে হয়, ফোনের মধ্যে গেমিং তেমন করেন না, ভিডিও এডিটিং বা ভারী কোনো কাজ আপনি করেন না তবে আমরা বলতে পারি এই ফোনটি আপনার জন্য একটি সেরা চয়েজ হতে পারে। কেননার এর প্রসেসর পারফরম্যান্স নরমাল কাজগুলোর জন্য উপযুক্ত এবং আপনি নিখুঁতভাবে আপনার কাজগুলো করতে পারবেন। এই অ্যাপ্স ম্যানেজমেন্ট অর্থাৎ প্রতিটি অ্যাপ্স চালু ও বন্ধ খুবই নিখুঁত ও দ্রুতগতিতে হয় যা প্রতিটি ফোন ইউজারদের জন্য পছন্দনীয় বিষয়।


Vivo V60 Lite ফোনের প্রসেসর আমরা বলেছে এটি একটি মিড রেঞ্জের চিপসেট হয়। আপনি যদি ভারী ইউজার হন এবং প্রতিদিন দীর্ঘ সময় ধরে ফোনের মধ্যে ভারী কাজ করার প্রয়োজন হয় তবে এই ফোনটি আপনার জন্য সেরা নাও হতে পারে। কেননা এতে যে প্রসেসরটি দেওয়া হয়েছে তা সামান্য কম পড়ে যায় ভারী কাজগুলোর জন্য। তবে আপনি যদি চালিয়ে নিতে পারেন তবে অবশ্যই চলবে, যেমন: কাজের মধ্যে একটু স্লো বা ল্যাগিং সমস্যা হতে পারে, হালকা গরম বা হিট জেনারেট করতে পারে এই সমস্যাগুলো সম্মুখীন হতে পারেন। তবে এই সমস্যাগুলো যে লাগাতার লেগে থাকবে তা না আপনি যদি নিয়ম মতো ফোনটি ব্যবহার করেন তবে এতে কোনো সমস্যা হবেনা এবং আপনি খুব সুন্দরভাবে ফোনটি চালাতে পারবেন।

Vivo V60 Lite 5G ফোনের মাঝে স্টোরেজ কেমন থাকছে?

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে এসেছি বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত? সে সম্পর্কে। তবে আমরা কি জানি এই ফোনে স্টোরেজ কত থাকছে বা কত পাওয়া যাবে? চলুন তবে জেনে আসি।

  • র‍্যাম: ১২ জিবি
  • র‍্যাম টাইপ: LPDDR4X
  • রম: ২৫৬ জিবি
  • স্টোরেজ টাইপ: UFS 3.1
  • ইউএসবি ওটিজি: আছে

ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে Vivo V60 Lite 5G ফোনটি কেমন?

চলুন এবার বিস্তারিতভাবে জেনে আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে Vivo V60 Lite 5G ফোনটি কেমন?

  • উচ্চতা: ১৬৩.৭৭ মিমি
  • প্রস্থ: ৭৬.২৮ মিমি
  • থিকন্সে (পুরুত্ব): ৭.৫৯ মিমি
  • ওজন: ১৯৪ গ্রাম
  • বিল্ড: কাচের সামনের অংশ, প্লাস্টিকের পিছনের অংশ, প্লাস্টিকের ফ্রেম
  • রং: Vitality Pink, Titanium Mist Blue, Ocean Night Black
  • ওয়াটার প্রুভ: হ্যাঁ ওয়াটার প্রুভ ও ধুলোবালি প্রতিরোধী
  • আইপি রেটিং: আইপি৬৫
Vivo V60 Lite ফোনের ডিজাইন নিয়ে যদি বলি তবে এটি বিল্ড করা হয়েছে কাচের সামনের অংশ, প্লাস্টিকের পিছনের অংশ, প্লাস্টিকের ফ্রেম দিয়ে। ফোনের কালার হিসেবে আমরা পাবো Vitality Pink, Titanium Mist Blue, Ocean Night Black। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম হওয়ায় আপনি সহজে এটিকে পকেটে বা হাতে নিয়ে ঘুরতে পারবেন। আর ফোনের বিল্ড ও ডিজাইন কোয়ালিটি বেশ চমৎকার হওয়ায় দেখতে বেশ প্রিমিয়াম লাগে। ফোনটিতে রয়েছে আইপি৬৫ রেটিং যা পানির হাত থেকে রক্ষা সহ ধুলোবালি থেকে সুরক্ষা করবে।

ক্যামেরা কোয়ালিটি কেমন হবে Vivo V60 Lite 5G ফোনের?

Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত? এই বিষয়টি জানা যতটা জরুরি ঠিক ততটা জানা জরুরী এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে। চলুন তবে জেনে আসি Vivo V60 Lite 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে।

মেইন বা প্রাইমারি ক্যামেরা:

  • ক্যামেরা সেটআপ: ডুয়াল
  • রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল, f/১.৭৯, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল, f/২.২, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
  • অটোফোকাস: আছে
  • ফ্ল্যাশ: রিং-এলইডি ফ্ল্যাশ
  • ছবির রেজোলিউশন: ৮১৫০ x ৬১৫০ পিক্সেল
  • শুটিং মোড: ক্রমাগত শুটিং, উচ্চ গতিশীল রেঞ্জ মোড (এইচডিআর)
  • অ্যাপারচার: f/১.৭৯
  • ক্যামেরার বৈশিষ্ট্য: নাইট, পোর্ট্রেট, ছবি, ভিডিও, মাইক্রো মুভি, প্যানো, আল্ট্রা এইচডি ডকুমেন্ট, স্লো-মো, টাইম-ল্যাপস, সুপারমুন, প্রো, ফুড, ডুয়াল ভিউ
  • ভিডিও রেকর্ডিং: ৩৮৪০x২১৬০, ১৯২০x১০৮০
  • ভিডিও FPS: ৩০ fps

সেলফি ক্যামেরা:

  • ক্যামেরা সেটআপ: সিঙ্গেল
  • রেজোলিউশন: ৩২ মেগাপিক্সেল, f/২.৪৫, ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা
  • ভিডিও রেকর্ডিং: ১৯২০x১০৮০
  • ভিডিও FPS: ৩০ fps
  • অ্যাপারচার: f/২.৪৫
Vivo V60 Lite ফোনের মেইন বা প্রাইমারি ক্যামেরা বেশ দারুনভাবে ছবি ক্যাপচার করতে পারে। আপনি দিনের আলোতে বেশ চমৎকার ভাবে ছবি তুলতে পারবেন এবং প্রোটেইট মুডে ছবির মান বেশ ভালো আসে। ছবি তোলার সময় ছবিতে একটু গ্লো-গ্লো ভাব দেয় যা দেখতে দারুন লাগে। আর আপনি 1.5x, 2x, 2.5x মুডে ছবি তুলতে পারবেন। ক্যামেরার মাঝে আবার কিছু এআই ফিচার রয়েছে যেমন: সাবজেক্ট রিমুভার, ফটো ইনহ্যান্সে এই টাইপের কিছু ফিচার আপনি পেয়ে যাবে।

আপনারা যারা সেলফি তুলতে পছন্দ করেন, যারা সেলফি লাভার তাদের জন্য থাকছে এই ফোনের দারুন একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফির মান বেশ উন্নত ও স্বচ্ছ। আপনি সেলফি তুলে বেশ মজা পাবেন এবং ভিডিও করেও পাবেন। সব মিলিয়ে বলা চলে, Vivo V60 Lite 5G ফোনের ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালোই।

ডিসপ্লে কোয়ালিটি কেমন পাওয়া যাবে Vivo V60 Lite 5G ফোনে?

তবে চলুন এবার জেনে আসি Vivo V60 Lite 5G ফোনের ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে জেনে আসি।

Vivo-V60-Lite-5G-ফোনের-ডিসপ্লে-কোয়ালিটি
  • ডিসপ্লের ধরণ: AMOLED
  • স্ক্রিনের আকার: ৬.৭৭ ইঞ্চি
  • রেজোলিউশন: ১০৮০x২৩৯২ পিক্সেল (FHD+)
  • পিক্সেল ঘনত্ব: ৩৮৭ পিপিআই
  • স্ক্রিন টু বডি অনুপাত: ৮৮.৭%
  • স্ক্রিন সুরক্ষা: গরিলা গ্লাস
  • বেজেল-লেস ডিসপ্লে: হ্যাঁ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ
  • টাচ স্ক্রিন: ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, মাল্টি-টাচ
  • ব্রাইটন্সে: ৩০০০ নিট
  • রিফ্রেশ রেট: ১২০ হার্জ
  • নচ: পাঞ্চ-হোল
Vivo V60 Lite 5G ফোনের ডিসপ্লে সাইজ ৬.৭৭ ইঞ্চি এবং এটি ফুল এইচডি প্লাস। ডিসপ্লেটি Full HD+ হওয়ায় আপনি যেকোনো ছবি, ভিডিও ও গেমিং করে বেশ মজা পাবেন এবং স্ক্রিনে দেখা প্রতিটি দৃশ্য কোয়ালিটি সম্পন্ন। ডিসপ্লেতে সাপোর্ট করবে ১ বিলিয়নের বেশি কালার। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস যা ডিসপ্লেকে সুরক্ষায় কাজ করবে এবং হালকা পাতলা স্ক্র্যাচ থেকে রক্ষা করবে এই গরিলা গ্লাসটি। ডিসপ্লে ব্রাইটন্সে দেওয়া হয়েছে ৩০০০ নিট। তবে কত নিট থাকছে থাক তা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে সূর্যের আলোতে কতটা স্পষ্ট দেখা যায় এবং রাতের আলোতে তো কোনো কথায় নেই।

Vivo V60 Lite ফোনের ডিসপ্লের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, এটাতে দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশিং রেট। ১২০ হার্জ রিফ্রেশিং রেট থাকায় আপনি ফোনটিকে চালিয়ে বেশ মজা পাবেন এবং আপনি যদি গেমার হন তবে আপনার জন্য এই ফিচারটি বেশ কাজে দিবে। ডিসপ্লের টপ পজিশনে দেওয়া হয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা যা ডিসপ্লেকে দেখতে বেশ দারুন ও প্রিমিয়াম লাগে। আর ডিসপ্লে নিচে অর্থাৎ ফিঙ্গাপ্রিন্ট অন ডিসপ্লে রয়েছে যা দিয়ে আপনি ফোনটিকে আনলক করতে পারবেন।

Vivo V60 Lite 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাকআপ কোয়ালিটি কেমন হবে?

ফোনের ব্যাটারি ক্যাপাসিটি যত ভালো হবে আপনি ব্যাকআপ হিসেবে তত ভালো পাবেন এবং দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ যদি আপনার উন্নত হয় তবে আপনি এক চার্জে ফোনকে ১-২ দিনের মতো ব্যবহার করতে পারবেন। তো প্রশ্ন আসে Vivo V60 Lite 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ও ব্যাকআপ কেমন থাকছে চলুন জেনে আসি। 

  • ব্যাটারি টাইপ: লি-আয়ন (লিথিয়াম আয়ন)
  • ক্যাপাসিটি: ৬৫০০ mAh
  • দ্রুত চার্জিং: ৯০ ওয়াট তারযুক্ত, ৫২ মিনিটে ১০০%
  • রিভার্স চার্জিং: ৬ ওয়াট রিভার্স তারযুক্ত
  • প্লেসমেন্ট: অপসারণযোগ্য নয়
  • চার্জার টাইপ: USB টাইপ-C ২.০
Vivo V60 Lite 5G ফোনের ব্যাটারি বেশ বড় এবং আপনার যদি দীর্ঘ সময় ধরে চার্জিং ব্যাকআপ প্রয়োজন পড়ে তবে আপনার জন্য এই ফোনটি হতে পারে একটি সুন্দর চয়েজ। আপনি যদি সাধারণ ইউজার হন তবে এক থেকে দেড় দিনের মতো এক চার্জে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ভারী ইউজার হন দীর্ঘ সময় আপনাকে ফোনের কাজ করতে হয় তবে ব্যাকআপ হিসেবে আপনি ১৩-১৪ ঘন্টার মতো পেতে পারেন। ফোনটিতে চার্জ শেষ হয়ে গেলে আপনি ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন ৯০ ওয়াটের টাইপ-সি ২.০ চার্জার। এই চার্জার দিয়ে বলা হচ্ছে ৫২ মিনিটে ১০০% চার্জ হয়ে যাবে।

Vivo V60 Lite 5G ফোনটি কেনার আগে কোন বিষয়গুলো জানা সবচেয়ে জরুরি?

বাংলাদেশ বাজারে Vivo V60 Lite 5G মোবাইলের প্রাইজ কত? এই বিষয়টি জানা যতটা জরুরী ঠিক আমাদের জানা জরুরী এই ফোনটি কেনার আগে কোন বিষয়গুলো জানতে হবে সে সম্পর্কে। চলুন তবে বিস্তারিতভাবে জেনে আসি।
  • প্রথমেই বলা যায়, Vivo V60 Lite 5G এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি চোখে পড়ার মতো। গ্লাস-লাইক ব্যাক ফিনিশ ও স্লিম বডি এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। যারা স্টাইল ও লুকস পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ একটি অপশন। তবে ফোনটির ব্যাকপ্যানেল প্লাস্টিক হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট দাগ পড়ার প্রবণতা আছে, তাই কভার ব্যবহার করাই ভালো।
  • ডিসপ্লে দিক থেকে ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর মানে স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা হবে আরো স্মুথ ও রেসপন্সিভ। রঙের স্যাচুরেশন ও ব্রাইটনেসও যথেষ্ট ভালো, ফলে বাইরে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।
  • পারফরম্যান্সের দিক থেকে Vivo V60 Lite 5G এ ব্যবহৃত হয়েছে Mediatek Dimensity 7360 Turbo চিপসেট, যা 5G সাপোর্ট করে। এই প্রসেসর দিয়ে আপনি ভারী গেমিং হালকা পাতলা করতে পারবেন, ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং করতে পারবেন। ফোনটিতে 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যা দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য যথেষ্ট।
  • ক্যামেরা সেগমেন্টেও Vivo তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে। মূল ক্যামেরা 50MP সেন্সর যুক্ত, সঙ্গে রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ডে-লাইটে ছবি তুললে রঙের ডিটেইল ও শার্পনেস বেশ ভালো আসে। ফ্রন্ট ক্যামেরা 32MP, যা সেলফি ও ভিডিও কলের জন্য উপযুক্ত। তবে কম আলোয় ছবিতে কিছুটা noise দেখা যেতে পারে।
  • ব্যাটারি পারফরম্যান্সও প্রশংসনীয়। ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রায় ৫২ মিনিটের মধ্যেই ফোনটি পুরো চার্জ হয়ে যায়। একবার চার্জে সারাদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
  • অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে চলমান এই ফোনে রয়েছে নতুন কিছু ফিচার, যেমন উন্নত প্রাইভেসি কন্ট্রোল, স্মুথ ইউআই, ও অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট। তবে কিছু প্রি-ইনস্টলড অ্যাপ (bloatware) থাকতে পারে, যেগুলো ম্যানুয়ালি আনইনস্টল করতে হয়।
তো আপনি যদি একটি নতুন ফোন কেনার কথা চিন্তা করেন তবে এইসব দিক বিবেচনা করে ফোন কিনবেন। আর আপনার ফোন চয়েজ অভিজ্ঞতা বাড়বে ও ফোনকে চালিয়ে বেশ মজা পাবেন। 

শেষ মন্তব্য

সর্বশেষে বলা যায়, Vivo V60 Lite 5G ফোনটি স্টাইল, পারফরম্যান্স ও ফিচারের দিক থেকে একটি ব্যালান্সড প্যাকেজ। যদি আপনি একটি 5G স্মার্টফোন খুঁজছেন যেটির দাম তুলনামূলক কম, ডিসপ্লে ও ক্যামেরা ভালো এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পারফরম্যান্স নির্ভরযোগ্য, তাহলে এটি একটি ভালো চয়েজ হতে পারে।
Previous Post
No Comment
Add Comment
comment url