মোবাইল চার্জ দিলে গরম হয় কেন বিস্তারিত জেনে নিন

ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন বিস্তারিত জানুন

আমরা ফোনের মাঝে অনেকেই একটি সমস্যা প্রায়শই লক্ষ্য করি আর সেই সমস্যাটি হচ্ছে, ফোন চার্জে দিলে ফোন গরম হয়ে উঠে। এখন প্রশ্ন হচ্ছে যে, মোবাইল চার্জ দিলে গরম হয় কেন বা চার্জ দিলে মোবাইল গরম হয় কেন? চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।

মোবাইল-চার্জ-দিলে-গরম-হয়-কেন

মোবাইল ফোন বর্তমান যুগে আমাদের বন্ধু হয়ে গেছে। আমরা যেখানেই যায়না কেন মোবাইল ফোন এছাড়া নিজেকে কল্পনা করতে পারিনা। সহজভাবে যদি বলা যায় তবে আজকের যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন বলতে গেলে প্রায় অচল। কথা বলা থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইনে কেনাকাটা, বিনোদন নেওয়া সবকিছু মোবাইলের উপর দিয়ে চলে। আমরা এখন প্রতিটি কাজ ফোনের সাহায্যে করে থাকি এবং করার কারণ হিসেবে বলা যায় দ্রুত গতিতে কাজ হয় সে জন্য। কিন্তু একটি সমস্যা আমরা প্রায় সবাই একবার না একবার লক্ষ্য করেছি আর সেটি হলো, চার্জ দেওয়ার সময় মোবাইল গরম হয়ে যাওয়া। অনেকের মনে প্রশ্ন আসে, চার্জ দিলে ফোন গরম হওয়া কি স্বাভাবিক? নাকি বিপজ্জনক? ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? আমরা আজকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো।

মোবাইল চার্জ দিলে গরম হয় কেন

আমাদের সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হলো চার্জ দিলে মোবাইল গরম হয় কেন? আর গরম কতটুকু হয় স্বাভাবিক না অস্বাভাবিক? চলুন জেনে আসি বিষয়টি সম্পর্কে।

চার্জে দেওয়ার সময় ফোন গরম হওয়ার বিষয়টি নির্ভর করে এটি কতটা গরম হচ্ছে তার উপর। প্রথমেই যে বিষয়টি জানতে হবে তা হলো, ফোন চার্জে দেওয়ার সময় হালকা গরম হওয়া অনেক সময় স্বাভাবিক। কারণ আমরা যখন ফোনকে চার্জ করি তখন ব্যাটারি চার্জ হওয়ার সময় বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই কিছু তাপ তৈরি হয়। তবে প্রশ্ন আসে আমার ফোন তো অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। চার্জে দেওয়ার সময় ফোন এমন হতে পারে:

  • ফোন অস্বাভাবিকভাবে বেশি গরম হয়ে যায়
  • হাতে ধরলে অস্বস্তি লাগে
  • চার্জ ধীরে হয় বা হঠাৎ বন্ধ হয়ে যায়
  • ফোন নিজে নিজেই অফ হয়ে যায়

এই অবস্থাগুলো ইঙ্গিত দেয় যে ভেতরে কোনো সমস্যা হচ্ছে এবং বিষয়টি অবহেলা করা একদমই ঠিক নয়।

মোবাইল ফোন চার্জে দিলে গরম হওয়ার প্রধান কারণসমূহ

চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোন চার্জে দিলে গরম হওয়ার প্রধান কারণসমূহ সম্পর্কে।

  • আমাদের ফোনগুলো চার্জিংয়ের সময় গরম হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে নিম্নমানে বা নকল চার্জার ব্যবহার করা। আমরা অনেকেই স্বল্প টাকা দিয়ে বাজার থেকে নিম্নমানে চার্জার নিয়ে আসি যা আমাদের ফোনের ব্যাটারির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই চার্জারগুলো দিয়ে ফোন চার্জ করলে যেসব সমস্যা হয়: সঠিক ভোল্টেজ নিয়ন্ত্রণ থাকে না, বিদ্যুৎ ওঠানামা করে, অতিরিক্ত তাপ তৈরি হয়। এর ফলে ব্যাটারির উপর চাপ পড়ে এবং ফোন দ্রুত গরম হয়ে যায়।
  • চার্জিংয়ের সময় ফোন গরম হওয়ার আরেকটি কারণ হতে পারে, পুরনো বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি অনেক সময় ফোন গরম হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ব্যাটারির ক্ষমতা কমে গেলে বা ভোল্টেজের স্থিতিশীলতায় সমস্যা দেখা দিলে চার্জ নেওয়ার সময় ব্যাটারি অস্বাভাবিকভাবে গরম হতে পারে।
  • আজকাল আমরা প্রায় ফোনের ব্যাটারিকে চার্জ করার জন্য ফাস্টচার্জার ব্যবহার করে থাকি। আমরা এতে সুবিধা পায় যে, ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যায় এবং এটি একটি সুবিধাজনক দিক। তবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকলেও এর একটি স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া বা অসুবিধাও রয়েছে যেমন: ব্যাটারি একটু বেশি গরম হওয়া, চার্জের প্রথম ৫০ থেকে ৬০ শতাংশে তাপ বেশি তৈরি হওয়া। যদিও এটি সাধারণত ভয়ের কিছু না, কারণ ফোন কোম্পানির আসল চার্জার ব্যবহার করা হয়।
  • আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, ফোনকে চার্জে লাগিয়ে রেখে গেম খেলা বা অন্যান্য কাজ করা, যা একদমই উচিত কাজ নয়। আমাদের উচিত ফোন যখন চার্জ হবে তখন তাকে নিজ মনের মতো চার্জ হতে দিতে এবং ৮৫-৯০% চার্জ হয়ে গেলে তা খুলে নিতে হবে।
  • চার্জ দিলে মোবাইল গরম হওয়ার আরেকটি কারণ হতে পারে, আপনি যে পোর্টের মধ্যে আপনার চার্জারকে ঢুকিয়েছেন সেটিতে নষ্ট বা তাতে ধুলোবালি জমে রয়েছে, পিন ঠিকভাবে বসেনি অথবা জং ধরা। এমন কারণেও মোবাইল চার্জিংয়ের সময় গরম হতে পারে।
  • আমরা অনেক সময় ফোনের মাঝে একসাথে অনেকগুলো অ্যাপ্স চালু রাখি, আমরা সেগুলো ব্যবহার করিনা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এগুলো রান বা চালু অবস্থায় থেকে ব্যাটারির ও প্রসেসর উপর প্রভাব সৃষ্টি করে এবং এতে ফোন গরম হয়ে যায়।
  • মাঝে মাঝে ফোনের ভেতরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণেও ফোন গরম হতে পারে। সব ফোনের কুলিং সিস্টেম কিন্তু এক নয়, বিভিন্ন ফোনের বিভিন্ন রকমের কুলিং সিস্টেম থাকে যা ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এমনও হতে পারে আপনার ফোনের হিট বের হওয়ার পথ সীমিত তার কারণে ফোন চার্জিংয়ের সময় গরম হতে পারে।
  • মাঝে মাঝে আবার পরিবেশজনিত সমস্যার কারণেও ফোন গরম হতে পারে। যেমন আপনি ফোনকে এমন জায়গাতে রেখে চার্জে দিয়েছেন যেখানে সূর্যের আলো সরাসরি পড়ছে অথবা এমন জায়গাতে রেখেছেন যেখানে গরম বেশি যেমন রান্নাঘর বা চুলার পাশে।
  • আরেকটি কারণ হিসেবে ধরা যায়, ফোনের সফটওয়্যার। আমাদের উচিত নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট রাখা। ফোনের সফটওয়্যার আপডেট না থাকলে অ্যাপ্সগুলো প্রসেসর ও ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে এবং দ্রুত কাজ করতে বাধ্য করে। তাই আমাদের উচিত সঠিক সময় সফটওয়্যার আপডেট রাখা।

মূলত এই কারণগুলোর জন্য চার্জিংয়ের সময় ফোন অতিরিক্ত গরম হতে পারে। এখন আরেকটি প্রশ্ন আসে এটি থেকে বাঁচার উপায় কি? চলুন তবে জেনে নেওয়া যাক।

চার্জ দিলে মোবাইল গরম হওয়া কমানোর কার্যকর উপায়

আমরা উপরে বিস্তারিতভাবে জেনে গেছি মোবাইল চার্জ দিলে গরম হয় কেন সে সম্পর্কে। চলুন এবার জেনে নেওয়া যাক এটি থেকে মুক্তির উপায় কি?

  • আপনার সর্বপ্রথম যেটি করনীয় সেটি হচ্ছে অরিজিনাল চার্জার ব্যবহার করা। ফোন কোম্পানির দেওয়ার সার্টিফাইড চার্জার ব্যবহার করুন, এতে আপনার ফোনের ব্যাটারি ও ফোন সুরক্ষিত থাকবে।
  • চার্জিংয়ের সময় ফোন ব্যবহার একদম করবেনা। গেমিং, ভিডিও দেখা বা ভারী কোনো কাজ চার্জিংয়ের সময় করবেনা। এককথায় ফোনকে তার মনের মতো চার্জ হতে দিন তাকে কোনো বাঁধা দিবেন না।

  • আপনার ফোনে যদি কভার থাকে বা ব্যাকপার্ট লাগানো থাকে তবে চার্জিংয়ের সময় সেটিকে খুলে রাখুন এবং সমতল ও ঠান্ডা জায়গা রেখে চার্জ করুন। ব্যাকপার্ট লাগানো থাকা অবস্থায় ফোন আরো দ্বিগুণ গরম হতে পারে, তাই এটি খুলে রাখুন।
  • নরম জায়গায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন যেমন: বালিশ বা বিছানা মতো। সবসময় শক্ত ও সমতল জায়গার চার্জিংয়ে লাগান।
  • চার্জের সময় ফোনের ডাটা, ওয়াই-ফাই, ব্লুটুথ, লোকেশন বন্ধ করে রাখুন, আর যদি পারেন তবে এয়ারপ্লেন মোড চালু রেখে চার্জিংয়ে দিন।

  • ফোনকে চার্জে লাগানোর পূর্বে আপনার ফোনের যাবতীয় অ্যাপ্স ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে রাখুন বা ক্লিয়ার করুন।
  • সপ্তাহে একবার ফোনকে রিস্টার্ট করুন এবং ফোনের অ্যাপ্সগুলোর জমে থাকা ক্যাস ও ডাটা ক্লিন করুন।

ছোট ছোট এই পদক্ষেপগুলো আপনার ফোনকে ও বিশেষ করে ফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। আপনি যদি সচেতন থেকে ফোন ব্যবহার করেন তবে আপনার ফোন হবে দীর্ঘস্থায়ী।

শেষ মন্তব্য

আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম চার্জ দিলে মোবাইল গরম হয় কেন এবং এটি থেকে বাঁচার উপায় কি? চার্জ দিলে মোবাইল গরম হওয়া একেবারেই অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু সেটি নিয়মিত এবং অতিরিক্ত হলে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। নিম্নমানের চার্জার, চার্জের সময় ফোন ব্যবহার, পুরনো ব্যাটারি এবং গরম পরিবেশ এই সমস্যার প্রধান কারণ হিসেবে আমরা ধরে থাকি। বিশেষ করে সঠিক চার্জার ব্যবহার, সচেতন চার্জিং অভ্যাস এবং একটু যত্ন নিলে আপনার ফোন থাকবে নিরাপদ, ব্যাটারি চলবে দীর্ঘদিন এবং অপ্রয়োজনীয় খরচ থেকেও রক্ষা পাবেন। মনে রাখবেন, আপনার ফোন আপনার দৈনিক সঙ্গী। একটু যত্ন নিলেই সে আপনাকে দেবে নির্ভরযোগ্য সার্ভিস।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url